বিশ্বকাপ খেলতে অন্য দলগুলো বাংলাদেশে আসার কথা ছিল এত দিনে। কিন্তু এখন উল্টো বাংলাদেশের মেয়েদের যেত হলো দুবাইয়ে।
রাজনৈতিক পটপরিবর্তের পর দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ায় মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন সম্ভব হয়নি বাংলাদেশের। আইসিসি সেই বিশ্বকাপ সরিয়ে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতে। তবে ভেন্যু সরে গেলেও আয়োজক স্বত্ব থাকছে বাংলাদেশের হাতে।
৩-২০ অক্টোবর—দুবাই ও শারজায় হবে ১০ দলের এবারের বিশ্বকাপ। সেই বিশ্বকাপে অংশ নিতে দুবাই পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিমানবন্দরে নিগার সুলতানা জ্যোতি-জাহানারা আলমদের একটি ভিডিও পোস্ট করে বিসিবি ক্যাপশনে লিখেছে, ‘বাংলাদেশ নারী দল দুবাই পৌঁছেছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগিতা করতে প্রস্তুত হচ্ছে।’
আজ সকালেই বিশ্বকাপ খেলতে উড়াল দেয় বাংলাদেশ দল। সকালের দিকে মেয়েদের বিমানবন্দরে যাওয়ার আরেকটি ভিডিও পোস্ট দেয় বিসিবি। ক্যাপশনে লেখে, ‘বাংলাদেশ নারী দল ২০২৪ আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে।’
এর আগে পরশু মিরপুর স্টেডিয়ামে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোশুটে অংশ নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৩ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে