এবারের আইপিএলে দারুণ ছন্দে রয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনি-মোস্তাফিজুর রহমানদের চেন্নাই আজ রাতে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। ম্যাচ শুরুর এক দিন আগেই স্টেডিয়ামের বিদ্যুৎসংযোগ কেটে দেওয়া হয়েছে।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় হওয়ার কথা চেন্নাই-হায়দরাবাদ ম্যাচ। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় (বাংলাদেশ সময় রাত ৮টা) স্টেডিয়ামের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বিদ্যুতের বিল বকেয়া থাকায় তেলেঙ্গানা স্টেটেট সাউদার্ন পাওয়ার ডিস্ট্রিবিউশান কোম্পানি লিমিটেড (টিএসএসপিডিসিএল) স্টেডিয়ামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ) ১ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৫৩১ রুপি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেনি। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ১৬ লাখ ২ হাজার ৪৮৩ টাকা। নোটিশ দেওয়ার পরও বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়নি বলে জানিয়েছে টিএসএসপিডিসিএল। টিএসএসপিডিসিএলের এক কর্মকর্তা বলেন, ‘২০ ফেব্রুয়ারি এইচসিএকে নোটিশ পাঠিয়েছিলাম বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতে। ১৫ দিন সময় দিয়েছিলাম। তবে তারা বকেয়া পরিশোধ করেনি। আমরা তাই বাধ্য হয়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করেছি।’
বিদ্যুতের বিল নিয়ে টিএসএসপিডিসিএল ও এইচসিএর মধ্যে দ্বন্দ্ব চলে আসছে ২০১৫ সাল থেকে। ৩ কোটি ৫ লাখ ১২ হাজার ৭৯০ রুপি বিদ্যুৎ বিল পরিশোধ করতে বিদ্যুৎ বিভাগ বারবার নোটিশ দিচ্ছিল। এর মধ্যে ১ কোটি ৪১ লাখ ১৮ হাজার ২৬৯ রুপি হচ্ছে প্রধান বিল। বাকি ১ কোটি ৬৩ লাখ রুপি ছিল সারচার্জ অ্যামাউন্ট। ২০২২ সালে হাইকোর্টের অন্তর্বর্তীকালীন বিভাগ এইচসিএকে ১ কোটি ৪১ লাখের অর্ধেক পরিশোধ করতে বলেন। টিএসএসপিডিসিএলকে অনুরোধ করা হয় বিদ্যুৎ সংযোগ পুনারয় দেওয়ার জন্য। সেবার এইচসিএ সফল হলেও এবার সম্ভব হয়নি।
২০২৪ আইপিএলে হায়দরাবাদে এখনো পর্যন্ত ম্যাচ হয়েছে একটি। ২৭ মার্চ হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচে হয়েছিল ৫২৩ রান। প্রথমে ব্যাটিং করে হায়দরাবাদ ৩ উইকেটে করে ২৭৭ রান। যা ১৬ বছরের আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মুম্বাই থেমে যায় ৫ উইকেটে ২৪৬ রানে।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৮ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে