Ajker Patrika

দেড় মাস পর ফিরছেন হৃদয়

আজকের পত্রিকা ডেস্ক­
এনসিএল দিয়ে ফিরছেন তাওহীদ হৃদয়। ছবি: এএফপি
এনসিএল দিয়ে ফিরছেন তাওহীদ হৃদয়। ছবি: এএফপি

তাওহীদ হৃদয়কে নিয়ে মিলেছে সুখবর। কুঁচকির চোট কাটিয়ে সেরে উঠছেন তিনি। অবশেষে প্রায় দেড় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যাবে ২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে।

ফিটনেস টেস্টে হৃদয় আজ পাস করেছেন বলে বিসিবি সূত্রে জানা গেছে। সিলেটে যাবেন আগামীকাল। জাতীয় লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে রাজশাহীর হয়ে খেলবেন পরশু থেকে। সিলেট একাডেমি মাঠে পরশু বেলা একটায় শুরু হবে রাজশাহী-চট্টগ্রাম। এখন পর্যন্ত রাজশাহী ৪ ম্যাচ খেলে জিতেছে এক ম্যাচ। হেরেছে তিন ম্যাচ।

বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকলেও হৃদয় পড়ে রইলেন দেশে। কারণ, এনসিএলে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েছিলেন তিনি। ওয়ানডে, টি-টোয়েন্টি কোনো সিরিজই খেলা হচ্ছে না বাংলাদেশের এই তরুণ ব্যাটারের।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আন্তর্জাতিক ক্রিকেটে হৃদয় সবশেষ খেলেছেন এ বছরের ১১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে। যদিও সেই সিরিজটা সুখকর ছিল না তাঁর। শারজায় আফগানদের বিপক্ষে তিন ওয়ানডেতে করেন ২৯ রান।

আরও পড়ুন: টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না হৃদয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত