
সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি যেন বিরাট কোহলির কাছে ‘ডাল-ভাত।’ ভারতীয় দল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কোহলি সেঞ্চুরি পাচ্ছেন সবখানেই। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি গতকাল পেয়েছেন তিনি। ‘রাজকীয়’ এই সেঞ্চুরির পর প্রশংসায় ভাসছেন ভারতীয় এই ব্যাটার।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রথম ওভার করতে আসেন হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের প্রথম দুই বলে টানা চার মেরে ইনিংস শুরু করেন কোহলি। এই ধারাবাহিকতা কোহলি বজায় রাখেন পুরো ইনিংসেই। ভারতীয় এই ব্যাটারের একের পর এক চার-ছক্কায় দিশেহারা হতে থাকেন হায়দরবাদের বোলাররা। ১৮তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি তুলে নেন ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি। ৬২ বলে তিন অঙ্ক ছুঁয়ে কোহলি আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসালেন।
দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। শচীন টেন্ডুলকার টুইট করেন, ‘প্রথম বলেই যে কাভার ড্রাইভ করেছিল, তাতেই বোঝা গেছে দিনটা বিরাটের। বিরাট এবং ফাফ খেলার নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে ফেলেছে। বড় শটের পাশাপাশি তাদের রানিং বিটুইন দ্য উইকেটও ভালো ছিল।’ টুইটারে কোহলির প্রশংসা করে রশিদ খান লিখেছেন, ‘আপনি অসাধারণ নক খেলেছেন কিং কোহলি।’ যুবরাজ সিং টুইট করেন, ‘রাজার খেলা দেখে সবাই জেগে উঠেছে। বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরি দেখা ছিল চোখের শান্তি।’ ‘অসাধারণ ইনিংস খেলেছেন কোহলি’—টুইটারে এটা লেখার পর রাজার মুকুটের ইমোজি দিয়েছেন যুজভেন্দ্র চাহাল। এবি ডি ভিলিয়ার্স টুইটারে বিরাট নাম অনেক লম্বা টান দিয়ে উচ্চারণ করেছেন। এছাড়া বিরাট কোহলি লেখার পর ছাগল ইমোজি দিয়ে টুইট করেন ইরফান পাঠান।
কোহলির সেঞ্চুরির দিন হয়েছে বেশ কিছু রেকর্ডও। আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আর আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেধে এবারের আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এই দুই ওপেনার।

সাদা বলের ক্রিকেটে সেঞ্চুরি যেন বিরাট কোহলির কাছে ‘ডাল-ভাত।’ ভারতীয় দল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-কোহলি সেঞ্চুরি পাচ্ছেন সবখানেই। এবারের আইপিএলে প্রথম সেঞ্চুরি গতকাল পেয়েছেন তিনি। ‘রাজকীয়’ এই সেঞ্চুরির পর প্রশংসায় ভাসছেন ভারতীয় এই ব্যাটার।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ। বেঙ্গালুরুর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় প্রথম ওভার করতে আসেন হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বরের প্রথম দুই বলে টানা চার মেরে ইনিংস শুরু করেন কোহলি। এই ধারাবাহিকতা কোহলি বজায় রাখেন পুরো ইনিংসেই। ভারতীয় এই ব্যাটারের একের পর এক চার-ছক্কায় দিশেহারা হতে থাকেন হায়দরবাদের বোলাররা। ১৮তম ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বরকে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মেরে কোহলি তুলে নেন ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি। ৬২ বলে তিন অঙ্ক ছুঁয়ে কোহলি আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের রেকর্ডে ভাগ বসালেন।
দুর্দান্ত এই সেঞ্চুরির পর সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন কোহলি। শচীন টেন্ডুলকার টুইট করেন, ‘প্রথম বলেই যে কাভার ড্রাইভ করেছিল, তাতেই বোঝা গেছে দিনটা বিরাটের। বিরাট এবং ফাফ খেলার নিয়ন্ত্রণ দারুণভাবে নিয়ে ফেলেছে। বড় শটের পাশাপাশি তাদের রানিং বিটুইন দ্য উইকেটও ভালো ছিল।’ টুইটারে কোহলির প্রশংসা করে রশিদ খান লিখেছেন, ‘আপনি অসাধারণ নক খেলেছেন কিং কোহলি।’ যুবরাজ সিং টুইট করেন, ‘রাজার খেলা দেখে সবাই জেগে উঠেছে। বিরাট কোহলির অসাধারণ সেঞ্চুরি দেখা ছিল চোখের শান্তি।’ ‘অসাধারণ ইনিংস খেলেছেন কোহলি’—টুইটারে এটা লেখার পর রাজার মুকুটের ইমোজি দিয়েছেন যুজভেন্দ্র চাহাল। এবি ডি ভিলিয়ার্স টুইটারে বিরাট নাম অনেক লম্বা টান দিয়ে উচ্চারণ করেছেন। এছাড়া বিরাট কোহলি লেখার পর ছাগল ইমোজি দিয়ে টুইট করেন ইরফান পাঠান।
কোহলির সেঞ্চুরির দিন হয়েছে বেশ কিছু রেকর্ডও। আইপিএলে এই প্রথম একই ম্যাচে দুই দলের ব্যাটার সেঞ্চুরি করেছেন। ভারতীয় এই ব্যাটারের আগে সেঞ্চুরি করেন হেনরিখ ক্লাসেন। আর আইপিএল ইতিহাসে এক মৌসুমে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন কোহলি-ফাফ ডু প্লেসি জুটি। ১৩ ইনিংসে জুটি বেধে এবারের আইপিএলে ৮৭২ রান করেন বেঙ্গালুরুর এই দুই ওপেনার।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে