
এই অস্ট্রেলিয়ার মাঠেই কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন পাত্তাই পাচ্ছে না ইংলিশরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতে নিল স্বাগতিকেরা।
২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে শুরুতেই জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক। ইনিংসের প্রথম ওভার বোলিং এসে জেসন রয় এবং ডেভিড মালানের উইকেট দুটি তুলে নেন স্টার্ক। ০ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ড এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তৃতীয় উইকেটে ফিল সল্ট-জেমস ভিনসের জুটিতে। তবে এই জুটি বেশিক্ষণ টিকতে দেননি জস হ্যাজলউড। সল্টকে বোল্ড করে ২৬ বলে ৩৪ রানের জুটি ভাঙেন হ্যাজলউড।
৩৪ রানে তিন উইকেট হারানো ইংল্যান্ড এরপর এগোতে থাকে চতুর্থ উইকেটে ভিন্স-স্যাম বিলিংসের জুটিতে। ১৩৬ বলে ১২২ রান হয় এই জুটিতে। ভিন্স, বিলিংস দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। যেখানে ৭২ বলে ৬০ রান করা ভিন্সকে আউট করে ১২২ রানের জুটিটি ভাঙেন হ্যাজলউড। আর এখান থেকেই ইংল্যান্ডের ইনিংসের ভাঙন শুরু হয়। ৫২ রান যোগ করতেই ইংলিশরা হারায় শেষ ৭ উইকেট। ৩৮.৫ ওভারে ২০৮ রানে অলআউট হয় ইংলিশরা। ইনিংস সর্বোচ্চ রান আসে বিলিংসের ব্যাট থেকে। ৮০ বলে ৭১ রান করেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন হ্যাজলউড এবং অ্যাডাম জাম্পা।
ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। ৮ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন, এব ওভার মেইডেনও দিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।
এর আগে সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জস হ্যাজলউড। তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে স্বাগতিকেরা করে ২৮০ রান। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ৯৪ রান করেছেন স্টিভ স্মিথ। স্মিথ ছাড়া ফিফটি করেছেন মারনাস ল্যাবুশেইন এবং মিচেল মার্শ। ইংল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আদিল রশিদ।

এই অস্ট্রেলিয়ার মাঠেই কয়েকদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে যেন পাত্তাই পাচ্ছে না ইংলিশরা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতে নিল স্বাগতিকেরা।
২৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ডকে শুরুতেই জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক। ইনিংসের প্রথম ওভার বোলিং এসে জেসন রয় এবং ডেভিড মালানের উইকেট দুটি তুলে নেন স্টার্ক। ০ রানে ২ উইকেট হারানো ইংল্যান্ড এরপর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তৃতীয় উইকেটে ফিল সল্ট-জেমস ভিনসের জুটিতে। তবে এই জুটি বেশিক্ষণ টিকতে দেননি জস হ্যাজলউড। সল্টকে বোল্ড করে ২৬ বলে ৩৪ রানের জুটি ভাঙেন হ্যাজলউড।
৩৪ রানে তিন উইকেট হারানো ইংল্যান্ড এরপর এগোতে থাকে চতুর্থ উইকেটে ভিন্স-স্যাম বিলিংসের জুটিতে। ১৩৬ বলে ১২২ রান হয় এই জুটিতে। ভিন্স, বিলিংস দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। যেখানে ৭২ বলে ৬০ রান করা ভিন্সকে আউট করে ১২২ রানের জুটিটি ভাঙেন হ্যাজলউড। আর এখান থেকেই ইংল্যান্ডের ইনিংসের ভাঙন শুরু হয়। ৫২ রান যোগ করতেই ইংলিশরা হারায় শেষ ৭ উইকেট। ৩৮.৫ ওভারে ২০৮ রানে অলআউট হয় ইংলিশরা। ইনিংস সর্বোচ্চ রান আসে বিলিংসের ব্যাট থেকে। ৮০ বলে ৭১ রান করেন ইংল্যান্ডের এই উইকেটরক্ষক ব্যাটার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নিয়েছেন হ্যাজলউড এবং অ্যাডাম জাম্পা।
ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। ৮ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন, এব ওভার মেইডেনও দিয়েছেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসার।
এর আগে সিডনিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জস হ্যাজলউড। তিন ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে স্বাগতিকেরা করে ২৮০ রান। স্বাগতিকদের ইনিংসে সর্বোচ্চ ৯৪ রান করেছেন স্টিভ স্মিথ। স্মিথ ছাড়া ফিফটি করেছেন মারনাস ল্যাবুশেইন এবং মিচেল মার্শ। ইংল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আদিল রশিদ।

নোয়াখালী এক্সপ্রেসের জন্য ম্যাচটা ছিল বাঁচা মরার। প্লে অফের দৌঁড়ে টিকে থাকার জন্য চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে আজ জেতার বিকল্প ছিল না বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত ফ্র্যাঞ্চাইজিটির সামনে। জয়ের সমীকরণ মেলাতে পারেনি নোয়াখালী। চট্টগ্রামের কাছে ৫ উইকেটে হেরে লিগ পর্ব থেকেই বিদায় নিল হায়দার আলীর
১৯ মিনিট আগে
বিপিএলে হুট করে অধিনায়ক পরিবর্তনের ঘটনা নতুন কিছু নয়। এবারের বিপিএলে দুই ম্যাচের পরই নোয়াখালী এক্সপ্রেস বদলে ফেলে অধিনায়ক। সৈকত আলীর পরিবর্তে হায়দার আলীর কাঁধে নেতৃত্বভার তুলে দেয় নোয়াখালী। আর রংপুর রাইডার্স কি না অধিনায়ক পরিবর্তন করল শেষভাগে এসে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে