
জ্বরের কারণে এশিয়া কাপ খেলতে দলের সঙ্গে যাওয়া হয়নি লিটন দাশের। আশা ছিল, সুস্থ হয়ে যোগ দেবেন তিনি। কিন্তু লঙ্কায় যাওয়া হচ্ছে না লিটনের। এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার।
লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে এনামুল হক বিজয়ের। হুট করে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তিনি। অথচ শুরুতে ১৭ দলের সদস্যের জন্য শুরুতে বিবেচনাতেও ছিলেন না এই উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর দলে ফেরাটা যেন একেবারে আকস্মিক। আজ শ্রীলঙ্কার উদ্দেশে উড়ালও দিয়েছেন বিজয়।
লিটন ছিটকে যাওয়ায় টপ অর্ডারে একজন উইকেটরক্ষক-ব্যাটারের দরকার ছিল। সে জায়গায় বিজয়ের ফেরা। মূলত দলে দুজন উইকেটরক্ষক-ব্যাটার রাখা হয়েছে। উইকেটের পেছনে মূল দায়িত্বটা থাকবে মুশফিকুর রহিমের ওপর। তবে তাঁর যদি কোনো সমস্যা দেখা দেয় সে কারণে এই বিকল্প ব্যবস্থা। তার সঙ্গে ডান হাতি-বাঁহাতি কম্বিনেশনও চিন্তায় থাকছে।
আজ সংবাদ সম্মেলনে সে কথায় জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের দলে একজন অতিরিক্ত উইকেটরক্ষক নেই, এটাও একটা কারণ। এ ছাড়া লিটন টপ অর্ডারে ব্যাট করে, বিজয়ও টপ অর্ডার ব্যাটার। মুশফিক ভাইয়ের যদি কিছু হয়, বিশেষ করে ম্যাচের সময়, দেখা গেল ওই দিন তিনি খেলতে পারছেন না। যেহেতু এখন একটা সুযোগ আছে উইকেটরক্ষক ম্যাচ না খেললেও কিপিং করতে পারবে তাই বিকল্প হিসেবে বিজয়কে নেওয়া।’
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে সাকিব আল হাসানদের এশিয়া কাপ অভিযান।

জ্বরের কারণে এশিয়া কাপ খেলতে দলের সঙ্গে যাওয়া হয়নি লিটন দাশের। আশা ছিল, সুস্থ হয়ে যোগ দেবেন তিনি। কিন্তু লঙ্কায় যাওয়া হচ্ছে না লিটনের। এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার।
লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে এনামুল হক বিজয়ের। হুট করে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তিনি। অথচ শুরুতে ১৭ দলের সদস্যের জন্য শুরুতে বিবেচনাতেও ছিলেন না এই উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর দলে ফেরাটা যেন একেবারে আকস্মিক। আজ শ্রীলঙ্কার উদ্দেশে উড়ালও দিয়েছেন বিজয়।
লিটন ছিটকে যাওয়ায় টপ অর্ডারে একজন উইকেটরক্ষক-ব্যাটারের দরকার ছিল। সে জায়গায় বিজয়ের ফেরা। মূলত দলে দুজন উইকেটরক্ষক-ব্যাটার রাখা হয়েছে। উইকেটের পেছনে মূল দায়িত্বটা থাকবে মুশফিকুর রহিমের ওপর। তবে তাঁর যদি কোনো সমস্যা দেখা দেয় সে কারণে এই বিকল্প ব্যবস্থা। তার সঙ্গে ডান হাতি-বাঁহাতি কম্বিনেশনও চিন্তায় থাকছে।
আজ সংবাদ সম্মেলনে সে কথায় জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘আমাদের দলে একজন অতিরিক্ত উইকেটরক্ষক নেই, এটাও একটা কারণ। এ ছাড়া লিটন টপ অর্ডারে ব্যাট করে, বিজয়ও টপ অর্ডার ব্যাটার। মুশফিক ভাইয়ের যদি কিছু হয়, বিশেষ করে ম্যাচের সময়, দেখা গেল ওই দিন তিনি খেলতে পারছেন না। যেহেতু এখন একটা সুযোগ আছে উইকেটরক্ষক ম্যাচ না খেললেও কিপিং করতে পারবে তাই বিকল্প হিসেবে বিজয়কে নেওয়া।’
এশিয়া কাপে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। আগামীকাল ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শুরু হবে সাকিব আল হাসানদের এশিয়া কাপ অভিযান।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৩ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৪ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে