
এশিয়া কাপের মাঝপথে হঠাৎ করেই পরিবর্তন আনা হয়েছে নিয়মে। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় সমালোচনা।
গ্রুপ পর্বে ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপরই টনক নড়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। সুপার ফোরের ম্যাচগুলো কলম্বোর প্রেমাদাসা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। যার মধ্যে রয়েছে আগামীকাল সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ। আর কলম্বোতে আগামী কয়েক সপ্তাহ ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত কলম্বোতেই রাখা হয়েছে ম্যাচগুলো। আর রিজার্ভ ডে রাখা হয়েছে শুধুই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। কোনো কারণে যদি আগামীকাল পুরো ম্যাচ না হয়, তাহলে পরশু বাকি অংশ থেকে খেলা হবে।
ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা কোনো মতেই যৌক্তিক মনে করছেন না ভেঙ্কটেশ প্রসাদ। বাকি দুই দল বাংলাদেশ, শ্রীলঙ্কার জন্য ভিন্ন নিয়ম থাকা হাস্যকর মনে করছেন তিনি। ভারতের সাবেক পেসার গত রাতে টুইট করেন, ‘এটা যদি হয়, তা হবে চরম নির্লজ্জতা। আয়োজকেরা টুর্নামেন্টকে হাস্যকর বানিয়ে ফেলেছে। অন্য দুটো দলের জন্য আলাদা নিয়ম করা আসলেই অনৈতিক। ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে এত উদারতা দেখার মানে কি?’
কলম্বোতে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকাল তিনটার সময় ৮৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার সময় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। এমনকি পরশু রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা প্রচুর। বৃষ্টিতে যেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, তা-ই প্রসাদের চাওয়া, ‘সঠিক বিচার হবে যদি প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিনে বৃষ্টি আরও বাড়ুক। এই পরিকল্পনা যেন কোনোমতেই সফল না হয়।’
টুর্নামেন্টের মাঝপথে রিজার্ভ ডের নিয়ম চালু করায় অবাক হয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল হাথুরু বলেন, ‘আমি নিশ্চিত সেখানে (এসিসি) অংশগ্রহণ করা প্রত্যেক দেশের টেকনিক্যাল কমিটির লোক রয়েছেন। তারা অন্য কোনো কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আদর্শ নয়। বাড়তি একদিন পেলে আমরাও দুহাত পুরে নিতাম। টুর্নামেন্টের মাঝে এভাবে নিয়ম পরিবর্তন করা আগে কখনো দেখিনি।’

এশিয়া কাপের মাঝপথে হঠাৎ করেই পরিবর্তন আনা হয়েছে নিয়মে। সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। এরপর থেকেই এ নিয়ে শুরু হয় সমালোচনা।
গ্রুপ পর্বে ক্যান্ডিতে ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। এরপরই টনক নড়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি)। সুপার ফোরের ম্যাচগুলো কলম্বোর প্রেমাদাসা থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা ছিল। যার মধ্যে রয়েছে আগামীকাল সুপার ফোরের ভারত-পাকিস্তান ম্যাচ। আর কলম্বোতে আগামী কয়েক সপ্তাহ ভারী বৃষ্টিপাত, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত কলম্বোতেই রাখা হয়েছে ম্যাচগুলো। আর রিজার্ভ ডে রাখা হয়েছে শুধুই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য। কোনো কারণে যদি আগামীকাল পুরো ম্যাচ না হয়, তাহলে পরশু বাকি অংশ থেকে খেলা হবে।
ভারত-পাকিস্তান ম্যাচে রিজার্ভ ডে রাখা কোনো মতেই যৌক্তিক মনে করছেন না ভেঙ্কটেশ প্রসাদ। বাকি দুই দল বাংলাদেশ, শ্রীলঙ্কার জন্য ভিন্ন নিয়ম থাকা হাস্যকর মনে করছেন তিনি। ভারতের সাবেক পেসার গত রাতে টুইট করেন, ‘এটা যদি হয়, তা হবে চরম নির্লজ্জতা। আয়োজকেরা টুর্নামেন্টকে হাস্যকর বানিয়ে ফেলেছে। অন্য দুটো দলের জন্য আলাদা নিয়ম করা আসলেই অনৈতিক। ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে এত উদারতা দেখার মানে কি?’
কলম্বোতে আগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের দিন সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকাল তিনটার সময় ৮৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার সময় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। এমনকি পরশু রিজার্ভ ডেতেও বৃষ্টির সম্ভাবনা প্রচুর। বৃষ্টিতে যেন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ পুরোপুরি ভেস্তে যায়, তা-ই প্রসাদের চাওয়া, ‘সঠিক বিচার হবে যদি প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে যায়। দ্বিতীয় দিনে বৃষ্টি আরও বাড়ুক। এই পরিকল্পনা যেন কোনোমতেই সফল না হয়।’
টুর্নামেন্টের মাঝপথে রিজার্ভ ডের নিয়ম চালু করায় অবাক হয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল হাথুরু বলেন, ‘আমি নিশ্চিত সেখানে (এসিসি) অংশগ্রহণ করা প্রত্যেক দেশের টেকনিক্যাল কমিটির লোক রয়েছেন। তারা অন্য কোনো কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আদর্শ নয়। বাড়তি একদিন পেলে আমরাও দুহাত পুরে নিতাম। টুর্নামেন্টের মাঝে এভাবে নিয়ম পরিবর্তন করা আগে কখনো দেখিনি।’

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৯ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহ-সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
৪২ মিনিট আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে