
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রদবদলের পর থেকেই একের পর এক নতুন সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে; বিশেষ করে শহিদ আফ্রিদি অন্তর্বর্তীকালীন নির্বাচকের প্রধান হিসেবে আসার পর থেকেই। দেশটির সাবেক অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তানকে দুটি ‘জাতীয় দল’ করবেন তিনি।
আফ্রিদি বলেছেন, ‘আমার মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দুটি দল তৈরি করতে চাই।’ তবে তিনি করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা চলমান নিউজিল্যান্ড সিরিজ পর্যন্তই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে আফ্রিদির ভাবনাটি ক্রিকেটে নতুন নয়। এর আগে ‘তিন মোড়ল’ খ্যাত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত এমনটি করে দেখিয়েছে। প্রায় একই সময়ে দুটি ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দল পাঠিয়েছে তারা। গত বছর জুনে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে এমনটি করেছে ইংল্যান্ড। ১৯৯৮ সালে এমনটি করে দেখিয়েছে ভারত। শেষবার শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে তারা। অস্ট্রেলিয়াও এমনটি করেছে একবার। এবার সেই লক্ষ্যে পাকিস্তানকে তৈরি করতে চান আফ্রিদি। লক্ষ্যপূরণে তাঁকে সহায়তা করবেন দেশটির সাবেক দুই ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম।
দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। তবে যে পিচে খেলি, তা আমাদের খুব সহায়তা করছে না। এমন পিচ বোলারদের জন্য ভালো নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাউন্সি পিচ করার চেষ্টা করব আমরা।’
এ জন্য বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলোও সমাধান করতে চান আফ্রিদি; বিশেষ করে যোগাযোগের বিষয়টি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘অতীতে অনেক যোগাযোগের ঘাটতি ছিল। ক্রিকেটারকে সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে বিষয়টি বুঝতে পেরেছি। সরাসরি হারিস ও ফখরের সঙ্গে কথা বলে তাদের পরীক্ষা নিয়েছি। বিশ্বাস করি, খেলোয়াড় ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগের লাইন থাকা উচিত।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) রদবদলের পর থেকেই একের পর এক নতুন সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে; বিশেষ করে শহিদ আফ্রিদি অন্তর্বর্তীকালীন নির্বাচকের প্রধান হিসেবে আসার পর থেকেই। দেশটির সাবেক অধিনায়ক জানিয়েছেন, পাকিস্তানকে দুটি ‘জাতীয় দল’ করবেন তিনি।
আফ্রিদি বলেছেন, ‘আমার মেয়াদ শেষ হওয়ার আগেই পাকিস্তানের জন্য দুটি দল তৈরি করতে চাই।’ তবে তিনি করতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা চলমান নিউজিল্যান্ড সিরিজ পর্যন্তই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তবে আফ্রিদির ভাবনাটি ক্রিকেটে নতুন নয়। এর আগে ‘তিন মোড়ল’ খ্যাত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত এমনটি করে দেখিয়েছে। প্রায় একই সময়ে দুটি ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দল পাঠিয়েছে তারা। গত বছর জুনে নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের বিপক্ষে এমনটি করেছে ইংল্যান্ড। ১৯৯৮ সালে এমনটি করে দেখিয়েছে ভারত। শেষবার শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছে তারা। অস্ট্রেলিয়াও এমনটি করেছে একবার। এবার সেই লক্ষ্যে পাকিস্তানকে তৈরি করতে চান আফ্রিদি। লক্ষ্যপূরণে তাঁকে সহায়তা করবেন দেশটির সাবেক দুই ক্রিকেটার আব্দুল রাজ্জাক ও রাও ইফতেখার আনজুম।
দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেছেন, ‘আমাদের ক্রিকেটকে এগিয়ে নিতে চাই। তবে যে পিচে খেলি, তা আমাদের খুব সহায়তা করছে না। এমন পিচ বোলারদের জন্য ভালো নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাউন্সি পিচ করার চেষ্টা করব আমরা।’
এ জন্য বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে যে সমস্যাগুলো আছে, সেগুলোও সমাধান করতে চান আফ্রিদি; বিশেষ করে যোগাযোগের বিষয়টি। সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘অতীতে অনেক যোগাযোগের ঘাটতি ছিল। ক্রিকেটারকে সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে বিষয়টি বুঝতে পেরেছি। সরাসরি হারিস ও ফখরের সঙ্গে কথা বলে তাদের পরীক্ষা নিয়েছি। বিশ্বাস করি, খেলোয়াড় ও নির্বাচক কমিটির মধ্যে সরাসরি যোগাযোগের লাইন থাকা উচিত।’

আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
১৯ মিনিট আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
২ ঘণ্টা আগে
দিনের প্রথম ম্যাচের মতো আজ বিপিএলের দ্বিতীয় ম্যাচও মাঠে গড়ানোর কোনো ইঙ্গিত নেই। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের সময় (সাড়ে ৫টা) ইতোমধ্যেই পেরিয়েছে। দুই দলের কেউই এখনো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসে পৌঁছায়নি।
২ ঘণ্টা আগে
এম নাজমুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) থাকলে মাঠে ফিরবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। বনানীর শেরাটন হোটেলে ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবের সভাপতি মিঠুন সংবাদ সম্মেলন শেষে এমনটা জানানোর অল্প কিছুক্ষণ পরেই তাঁকে অব্যহতি দিয়েছে বিসিবি। তবে তাঁকে পরিচালক পদ থেকে সরানোর সুযো
৩ ঘণ্টা আগে