নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ কি থাকছেন? এই বড় প্রশ্নের উত্তরে রহস্যই রেখেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে দলে মাহমুদউল্লাহ থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে, সেটা অস্বীকার করেননি সুজন। দল চূড়ান্ত করার টেবিলে মাহমুদউল্লাহ থাকলে এবং না থাকলে-দুই ক্ষেত্রেই বিতর্ক চান তিনি।
বিশ্বকাপের বাংলাদেশ দল অনেকটাই চূড়ান্ত। দু-একটি জায়গা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যে মাহমুদউল্লাহর থাকা না থাকা অন্যতম। লম্বা সময় ধরে ব্যাটিংয়ে নিজের সেরা অবস্থায় নেই মাহমুদউল্লাহ। মিরপুরে শ্রীধরণ শ্রীরামের বিশেষ ক্যাম্পের প্রথম দিন শেষে বিশ্বকাপ দলে তাঁকে রাখা হবে কি না প্রশ্নে সুজন বলেন, ‘রিয়াদ যেহেতু ক্যাম্পে আছে, এত বছর ধরে খেলছে, সাদা বলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওর জায়গাটা (মিডল অর্ডার) অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা চিন্তা করিনি যে, তা নয়। আমাদের মাথায় অবশ্যই আছে বিষয়টা। যখন দল হবে, তখন সিদ্ধান্ত হবে।’
মাহমুদউল্লাহ যদি দলে থাকেন, তাহলে কেন থাকবেন সেটা নিয়ে আলোচনা চান সুজন। একইসঙ্গে মাহমুদউল্লাহ যদি নাও থাকেন, সেটা নিয়েও বিতর্ক চান সুজন। তিনি বলেছেন, 'রিয়াদ থাকবে কি থাকবে না, দলে ওর প্রয়োজন আছে কি নেই, সেটা আমরা চিন্তা করব। তবে আমি মনে করি, রিয়াদ আমাদের জন্য এখনো গুরত্বপূর্ণ। কথা যে হচ্ছে না, তা নয়। তবে মূল সিলেকশনে বসলে তর্ক হবে, ওর দরকার আছে কি নেই। আমি চাই তর্ক হোক, রিয়াদের জায়গায় যদি অন্য কেউ আসে, তাহলে তাকে আমরা কেন সুযোগ দিচ্ছি, এসব কথা উঠুক। রিয়াদের থাকা উচিত নয় কেন, সেটাও নিয়ে কথা হোক।'
গুঞ্জন আছে, ইয়াসির আলী রাব্বী আর মাহমুদউল্লাহ-দুইজনের একজন থাকতে পারেন বিশ্বকাপের দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশোর বেশি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এই সংস্করণে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রাব্বী। তবে কে বেশি অভিজ্ঞ দল নির্বাচনে এটা বিবেচ্য হবে না বলে জানিয়েছেন সুজন, 'দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন, আমরা সেটাই করব। রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়।'

টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ কি থাকছেন? এই বড় প্রশ্নের উত্তরে রহস্যই রেখেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তবে দলে মাহমুদউল্লাহ থাকা না থাকা নিয়ে আলোচনা চলছে, সেটা অস্বীকার করেননি সুজন। দল চূড়ান্ত করার টেবিলে মাহমুদউল্লাহ থাকলে এবং না থাকলে-দুই ক্ষেত্রেই বিতর্ক চান তিনি।
বিশ্বকাপের বাংলাদেশ দল অনেকটাই চূড়ান্ত। দু-একটি জায়গা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যে মাহমুদউল্লাহর থাকা না থাকা অন্যতম। লম্বা সময় ধরে ব্যাটিংয়ে নিজের সেরা অবস্থায় নেই মাহমুদউল্লাহ। মিরপুরে শ্রীধরণ শ্রীরামের বিশেষ ক্যাম্পের প্রথম দিন শেষে বিশ্বকাপ দলে তাঁকে রাখা হবে কি না প্রশ্নে সুজন বলেন, ‘রিয়াদ যেহেতু ক্যাম্পে আছে, এত বছর ধরে খেলছে, সাদা বলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওর জায়গাটা (মিডল অর্ডার) অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমরা চিন্তা করিনি যে, তা নয়। আমাদের মাথায় অবশ্যই আছে বিষয়টা। যখন দল হবে, তখন সিদ্ধান্ত হবে।’
মাহমুদউল্লাহ যদি দলে থাকেন, তাহলে কেন থাকবেন সেটা নিয়ে আলোচনা চান সুজন। একইসঙ্গে মাহমুদউল্লাহ যদি নাও থাকেন, সেটা নিয়েও বিতর্ক চান সুজন। তিনি বলেছেন, 'রিয়াদ থাকবে কি থাকবে না, দলে ওর প্রয়োজন আছে কি নেই, সেটা আমরা চিন্তা করব। তবে আমি মনে করি, রিয়াদ আমাদের জন্য এখনো গুরত্বপূর্ণ। কথা যে হচ্ছে না, তা নয়। তবে মূল সিলেকশনে বসলে তর্ক হবে, ওর দরকার আছে কি নেই। আমি চাই তর্ক হোক, রিয়াদের জায়গায় যদি অন্য কেউ আসে, তাহলে তাকে আমরা কেন সুযোগ দিচ্ছি, এসব কথা উঠুক। রিয়াদের থাকা উচিত নয় কেন, সেটাও নিয়ে কথা হোক।'
গুঞ্জন আছে, ইয়াসির আলী রাব্বী আর মাহমুদউল্লাহ-দুইজনের একজন থাকতে পারেন বিশ্বকাপের দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একশোর বেশি ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। এই সংস্করণে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রাব্বী। তবে কে বেশি অভিজ্ঞ দল নির্বাচনে এটা বিবেচ্য হবে না বলে জানিয়েছেন সুজন, 'দিনশেষে বাংলাদেশ দলের জন্য যা প্রয়োজন, আমরা সেটাই করব। রিয়াদ যেহেতু এখনও এই ফরম্যাট খেলে, এখনও সে আর দশটা খেলোয়াড়ের মতোই। তার অভিজ্ঞতা আছে, তবে কার অভিজ্ঞতা আছে আর কার নেই এটার ভিত্তিতে আমরা কাউকে আলাদা করছি না। রিয়াদ আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, রাব্বিও আমাদের জন্য তেমনই গুরুত্বপূর্ণ। সবাই জাতীয় দলের খেলোয়াড়।'

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৪ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে