ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা সবশেষ ওয়ানডে খেলেছে গত মাসে বাংলাদেশের বিপক্ষে। সে সিরিজের এক মাস পর ২৯ ও ৩১ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। আজ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চারিত আসালাঙ্কা এ সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে মূলত চোটের কারণে বাদ পড়েছেন হাসারাঙ্গা। যদিও তাঁর চোটের ধরন সম্পর্কে জানা যায়নি। গত মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েছিলেন লঙ্কান লেগস্পিনিং অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে এবার হাসারাঙ্গা, আভিস্কা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা বাদ পড়েছেন। তবে জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কা দলে পরিবর্তন দুটি। কারণ, জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা নুয়ানিদু ফার্নান্দো ও পবন রত্নায়েকে বাংলাদেশ সিরিজে ছিলেন না। পেসার দুষ্মন্ত চামিরা বাংলাদেশ সিরিজের মতো জিম্বাবুয়ে সিরিজেও আছেন। এদিকে পবন রত্নায়েকের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে আসালাঙ্কা, নুয়ানিন্দু ফার্নান্দোসহ আছেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, নিশান মাদুশকা, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে ও পবন রত্নায়েকেরা। এখানে লিয়ানাগের কয়েক ওভার পেস বোলিংও কার্যকরী হতে পারে। স্বীকৃত পেসার হিসেবে চামিরার পাশাপাশি আছেন আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্ক ও মিলান রত্নায়েকে। লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে স্বীকৃত স্পিনার হিসেবে আছেন দুনিথ ভেল্লালাগে ও মাহিশ তিকশানা। মিডল অর্ডারে ভেল্লালাগের ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কা শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলবে। দুই ওয়ানডের পাশাপাশি এ সিরিজে থাকছে তিনটি টি-টোয়েন্টি। ৩,৬ ও ৭ সেপ্টেম্বর হবে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি তিনটি। ওয়ানডে, টি-টোয়েন্টি সবই হবে হারারে স্পোর্টস ক্লাবে।
জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে দল
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নুয়ানিদু ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, মাহিশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্ক, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা ও পবন রত্নায়েকে

বাংলাদেশের বিপক্ষে গত মাসে ওয়ানডে সিরিজে কাঁপিয়ে দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হাসারাঙ্গা নিয়েছিলেন ৯ উইকেট। এক মাস পর এবার জিম্বাবুয়ে সিরিজে তাঁকে পাচ্ছে না শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা সবশেষ ওয়ানডে খেলেছে গত মাসে বাংলাদেশের বিপক্ষে। সে সিরিজের এক মাস পর ২৯ ও ৩১ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। আজ জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। চারিত আসালাঙ্কা এ সিরিজে শ্রীলঙ্কার অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে মূলত চোটের কারণে বাদ পড়েছেন হাসারাঙ্গা। যদিও তাঁর চোটের ধরন সম্পর্কে জানা যায়নি। গত মাসে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েছিলেন লঙ্কান লেগস্পিনিং অলরাউন্ডার।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে এবার হাসারাঙ্গা, আভিস্কা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা বাদ পড়েছেন। তবে জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কা দলে পরিবর্তন দুটি। কারণ, জিম্বাবুয়ে সিরিজের দলে থাকা নুয়ানিদু ফার্নান্দো ও পবন রত্নায়েকে বাংলাদেশ সিরিজে ছিলেন না। পেসার দুষ্মন্ত চামিরা বাংলাদেশ সিরিজের মতো জিম্বাবুয়ে সিরিজেও আছেন। এদিকে পবন রত্নায়েকের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।
জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে আসালাঙ্কা, নুয়ানিন্দু ফার্নান্দোসহ আছেন কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, নিশান মাদুশকা, সাদিরা সামারাবিক্রমা, জানিথ লিয়ানাগে ও পবন রত্নায়েকেরা। এখানে লিয়ানাগের কয়েক ওভার পেস বোলিংও কার্যকরী হতে পারে। স্বীকৃত পেসার হিসেবে চামিরার পাশাপাশি আছেন আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্ক ও মিলান রত্নায়েকে। লেগস্পিনার জেফরি ভ্যান্ডারসের সঙ্গে স্বীকৃত স্পিনার হিসেবে আছেন দুনিথ ভেল্লালাগে ও মাহিশ তিকশানা। মিডল অর্ডারে ভেল্লালাগের ব্যাটিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কা শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলবে। দুই ওয়ানডের পাশাপাশি এ সিরিজে থাকছে তিনটি টি-টোয়েন্টি। ৩,৬ ও ৭ সেপ্টেম্বর হবে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি তিনটি। ওয়ানডে, টি-টোয়েন্টি সবই হবে হারারে স্পোর্টস ক্লাবে।
জিম্বাবুয়ে সিরিজে শ্রীলঙ্কার ওয়ানডে দল
চারিত আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, নুয়ানিদু ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিত লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, মাহিশ তিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্ক, আসিথা ফার্নান্দো, দুষ্মন্ত চামিরা ও পবন রত্নায়েকে

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে