
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজও হারে ভারত। ওয়ানডের অধিনায়কত্ব থেকে এই সিরিজের আগেই সরিয়ে দেওয়া হয় বিরাট কোহলিকে। টেস্ট সিরিজ হারের পর সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব নিজ থেকেই ছেড়ে দেওয়ার কথা জানান কোহলি। ওয়ানডেতে কোহলির স্থলাভিষিক্ত হয়েছেন রোহিত শর্মা। টেস্টে এখনো কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে অনেকের নামই শোনা যাচ্ছে। তিন সংস্করণেই রোহিতের হাতে অধিনায়কের ‘আর্মব্যান্ড’ ওঠার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লোকেশ রাহুল। এমনকি ঋষভ পন্থের নামও শোনা যাচ্ছে জোরেশোরে। এর মধ্যে কারও নিজ থেকে আগ্রহ দেখানোর খবর এখন পর্যন্ত শোনা যায়নি। তবে নিজ থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ শামি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানান শামি। সেই সাক্ষাৎকারে ভারতের এই তারকা পেসার বলেন, ‘আমি এখনই এটা নিয়ে কিছু ভাবছি না। তবে এটুকু বলতে পারি, যে দায়িত্বই দেওয়া হোক না কেন, সেটার জন্য আমি তৈরি। সত্যি কথা বলতে, কে না চাইবে ভারতের অধিনায়ক হতে? কিন্তু এটাই একমাত্র বিষয় নয়। যে কোনো উপায়ে ভারতীয় দলে নিজের অবদান রাখতে চাই।’
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন শামি। তবে ধবলধোলাই হওয়া ওয়ানডে সিরিজের দলে ছিলেন না ৩১ বছর বয়সী এই পেসার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের দলেও নেই শামি। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তবে তিন সংস্করণে এখনো খেলা চালিয়ে যেতে চান শামি। তিনি বলেছেন, ‘আমি সব ধরনের সংস্করণেই খেলার জন্য প্রস্তুত। মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজও হারে ভারত। ওয়ানডের অধিনায়কত্ব থেকে এই সিরিজের আগেই সরিয়ে দেওয়া হয় বিরাট কোহলিকে। টেস্ট সিরিজ হারের পর সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব নিজ থেকেই ছেড়ে দেওয়ার কথা জানান কোহলি। ওয়ানডেতে কোহলির স্থলাভিষিক্ত হয়েছেন রোহিত শর্মা। টেস্টে এখনো কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে অনেকের নামই শোনা যাচ্ছে। তিন সংস্করণেই রোহিতের হাতে অধিনায়কের ‘আর্মব্যান্ড’ ওঠার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লোকেশ রাহুল। এমনকি ঋষভ পন্থের নামও শোনা যাচ্ছে জোরেশোরে। এর মধ্যে কারও নিজ থেকে আগ্রহ দেখানোর খবর এখন পর্যন্ত শোনা যায়নি। তবে নিজ থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ শামি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানান শামি। সেই সাক্ষাৎকারে ভারতের এই তারকা পেসার বলেন, ‘আমি এখনই এটা নিয়ে কিছু ভাবছি না। তবে এটুকু বলতে পারি, যে দায়িত্বই দেওয়া হোক না কেন, সেটার জন্য আমি তৈরি। সত্যি কথা বলতে, কে না চাইবে ভারতের অধিনায়ক হতে? কিন্তু এটাই একমাত্র বিষয় নয়। যে কোনো উপায়ে ভারতীয় দলে নিজের অবদান রাখতে চাই।’
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন শামি। তবে ধবলধোলাই হওয়া ওয়ানডে সিরিজের দলে ছিলেন না ৩১ বছর বয়সী এই পেসার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের দলেও নেই শামি। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তবে তিন সংস্করণে এখনো খেলা চালিয়ে যেতে চান শামি। তিনি বলেছেন, ‘আমি সব ধরনের সংস্করণেই খেলার জন্য প্রস্তুত। মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে