
দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজও হারে ভারত। ওয়ানডের অধিনায়কত্ব থেকে এই সিরিজের আগেই সরিয়ে দেওয়া হয় বিরাট কোহলিকে। টেস্ট সিরিজ হারের পর সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব নিজ থেকেই ছেড়ে দেওয়ার কথা জানান কোহলি। ওয়ানডেতে কোহলির স্থলাভিষিক্ত হয়েছেন রোহিত শর্মা। টেস্টে এখনো কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে অনেকের নামই শোনা যাচ্ছে। তিন সংস্করণেই রোহিতের হাতে অধিনায়কের ‘আর্মব্যান্ড’ ওঠার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লোকেশ রাহুল। এমনকি ঋষভ পন্থের নামও শোনা যাচ্ছে জোরেশোরে। এর মধ্যে কারও নিজ থেকে আগ্রহ দেখানোর খবর এখন পর্যন্ত শোনা যায়নি। তবে নিজ থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ শামি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানান শামি। সেই সাক্ষাৎকারে ভারতের এই তারকা পেসার বলেন, ‘আমি এখনই এটা নিয়ে কিছু ভাবছি না। তবে এটুকু বলতে পারি, যে দায়িত্বই দেওয়া হোক না কেন, সেটার জন্য আমি তৈরি। সত্যি কথা বলতে, কে না চাইবে ভারতের অধিনায়ক হতে? কিন্তু এটাই একমাত্র বিষয় নয়। যে কোনো উপায়ে ভারতীয় দলে নিজের অবদান রাখতে চাই।’
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন শামি। তবে ধবলধোলাই হওয়া ওয়ানডে সিরিজের দলে ছিলেন না ৩১ বছর বয়সী এই পেসার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের দলেও নেই শামি। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তবে তিন সংস্করণে এখনো খেলা চালিয়ে যেতে চান শামি। তিনি বলেছেন, ‘আমি সব ধরনের সংস্করণেই খেলার জন্য প্রস্তুত। মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের পর ওয়ানডে সিরিজও হারে ভারত। ওয়ানডের অধিনায়কত্ব থেকে এই সিরিজের আগেই সরিয়ে দেওয়া হয় বিরাট কোহলিকে। টেস্ট সিরিজ হারের পর সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব নিজ থেকেই ছেড়ে দেওয়ার কথা জানান কোহলি। ওয়ানডেতে কোহলির স্থলাভিষিক্ত হয়েছেন রোহিত শর্মা। টেস্টে এখনো কাউকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
তবে ভারতীয় সংবাদমাধ্যমের সূত্র থেকে অনেকের নামই শোনা যাচ্ছে। তিন সংস্করণেই রোহিতের হাতে অধিনায়কের ‘আর্মব্যান্ড’ ওঠার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন লোকেশ রাহুল। এমনকি ঋষভ পন্থের নামও শোনা যাচ্ছে জোরেশোরে। এর মধ্যে কারও নিজ থেকে আগ্রহ দেখানোর খবর এখন পর্যন্ত শোনা যায়নি। তবে নিজ থেকে টেস্ট অধিনায়কের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ শামি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানান শামি। সেই সাক্ষাৎকারে ভারতের এই তারকা পেসার বলেন, ‘আমি এখনই এটা নিয়ে কিছু ভাবছি না। তবে এটুকু বলতে পারি, যে দায়িত্বই দেওয়া হোক না কেন, সেটার জন্য আমি তৈরি। সত্যি কথা বলতে, কে না চাইবে ভারতের অধিনায়ক হতে? কিন্তু এটাই একমাত্র বিষয় নয়। যে কোনো উপায়ে ভারতীয় দলে নিজের অবদান রাখতে চাই।’
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন শামি। তবে ধবলধোলাই হওয়া ওয়ানডে সিরিজের দলে ছিলেন না ৩১ বছর বয়সী এই পেসার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের দলেও নেই শামি। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। তবে তিন সংস্করণে এখনো খেলা চালিয়ে যেতে চান শামি। তিনি বলেছেন, ‘আমি সব ধরনের সংস্করণেই খেলার জন্য প্রস্তুত। মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৮ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৯ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে