Ajker Patrika

আপনার কি মনে হয় আমি দেশের বাইরে, বিসিবি সভাপতির পাল্টা প্রশ্ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৭: ২৮
আপনার কি মনে হয় আমি দেশের বাইরে, বিসিবি সভাপতির পাল্টা প্রশ্ন
দেশত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অস্ট্রেলিয়ায় চলে গেছেন—গত রাতে এমন গুঞ্জন ছড়িয়েছে সংবাদমাধ্যমে। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন স্বয়ং বিসিবি সভাপতি। রাতেই কোথাও না যাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন।

বুলবুল কিছুক্ষণ আগে বিসিবি আয়োজিত ম্যাচ রেফারির একটি ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে তাঁর কার্যালয়ে যাওয়ার সময় সাংবাদিকেরা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন তাঁর দেশ ছাড়ার ব্যাপারে। তখন বিসিবি সভাপতি পাল্টা প্রশ্ন করেন, ‘আপনার কি মনে হয় আমি দেশের বাইরে?’

বুলবুল চাইলে যেকোনো সময় অস্ট্রেলিয়ায় যেতেই পারেন। সেখানে তাঁর পরিবার থাকে। কিন্তু গতকাল রাতে তাঁর দেশ ছাড়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পেছনে হয়তো দেশের ক্রিকেটের বর্তমান টালমাটাল পরিস্থিতি একটা কারণ হতে পারে।

নানা মোড় পেরিয়ে অনেক কিছুই মঞ্চস্থ হয়ে গেছে, বাংলাদেশকে বাদ দিয়ে এরই মধ্যে বিকল্প দল ঘোষণা করে নতুন সূচিও ঘোষণা করেছে আইসিসি। বাংলাদেশের অপেক্ষা শুধুই ‘দর্শক’ হয়ে বিশ্বকাপ দেখার। গত পরশু বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার যুক্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘এক দেশ আরেক দেশকে নির্দেশ দিতে পারে না। যদি এমন নির্দেশ দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তান অবশ্যই নিজের অবস্থান নেবে।’

আজ ম্যাচ রেফারির ওয়ার্কশপে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি
আজ ম্যাচ রেফারির ওয়ার্কশপে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

গতকাল পিসিবি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর লাহোরে ক্রিকেটারদের সঙ্গে বসেন নাকভি। গতকাল বৈঠকে পাকিস্তানি ক্রিকেটাররা পিসিবি চেয়ারম্যানকে বলেছেন, ‘আপনি ও সরকার যে সিদ্ধান্তই নিন না কেন, আমরা আপনার সঙ্গে আছি।’ পাকিস্তানি সংবাদমাধ্যম এমনটাই জানিয়েছে। তাহলে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে সত্যি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেবে? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফেরার কথা। তিনি ফিরলেই বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিসিবি। ক্রিকেটারদের মতামত নিয়ে রাখার অর্থ হচ্ছে, যেহেতু এখানে রাজনৈতিক খেলাটা বড় হয়ে উঠেছে, পাকিস্তান সরকারের কঠিন সিদ্ধান্ত মেনে নিতে ক্রিকেটারদের মানসিকভাবে প্রস্তুত রাখা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অভিজ্ঞতা ছাড়াই ৫০ হাজার টাকা বেতনে সিটি ব্যাংকে চাকরির সুযোগ

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে যাচ্ছে পাকিস্তান

শিশুদের কান ধরে ওঠবস করানোর ভিডিও ভাইরাল: নিন্দার মুখে ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগ

নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীকে মারধরের অভিযোগ বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত