ক্রীড়া ডেস্ক

সাইক্লোন, টর্নেডো—রাজকোটে আজ স্মৃতি মান্ধানার ব্যাটিংকে বর্ণনা করতে এই শব্দগুলোই মনে পড়বে সহজে। আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়ে মান্ধানা তুলে নিয়েছেন রেকর্ড সেঞ্চুরি। বিধ্বংসী এই সেঞ্চুরিতে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ মান্ধানা সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭০ বলে। ভারতীয় নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে এটা দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটি ছিল হারমানপ্রীত কৌরের। ২০২৪ সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৮৭ বলে।
৭০ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে মান্ধানার সেঞ্চুরির সংখ্যা এখন ১০। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১৫ সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিং। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সুজিয়া বেটস ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁয়েছেন ১৩ বার। মান্ধানার সমান ওয়ানডেতে ১০ সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে কোনো দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে দুইয়ে উঠে এলেন মান্ধানা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর ছক্কা ১০। ১৪ ছক্কা মেরে এই তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই কীর্তি গড়েছিলেন লঙ্কান ক্রিকেটার। ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার ক্লো টাইরন মেরেছিলেন ৯ ছক্কা।
অস্ট্রেলিয়ার তারকা এলিস পেরির রেকর্ডও ভেঙেছেন মান্ধানা। ৪২০৯ রান করে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় মান্ধানা এখন ১১ নম্বরে। রাজকোটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮০ বলে ১৩৫ রান করেছেন তিনি। মেরেছেন ১২ চার ও ৭ ছক্কা। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ১২ নম্বরে থাকা পেরির রান ৪১৮৫ রান। ৭৮০৫ রান করে এই তালিকায় সবার ওপরে ভারতের মিতালি রাজ।
| বল | প্রতিপক্ষ | সাল | |
|---|---|---|---|
| স্মৃতি মান্ধানা | ৭০ | আয়ারল্যান্ড | ২০২৫ |
| হারমানপ্রীত কৌর | ৮৭ | দক্ষিণ আফ্রিকা | ২০২৪ |
| হারমানপ্রীত কৌর | ৯০ | অস্ট্রেলিয়া | ২০২৭ |
| জেমিমা রদ্রিগেজ | ৯০ | আয়ারল্যান্ড | ২০২৫ |
| সেঞ্চুরি | দল | |
|---|---|---|
| হারমানপ্রীত কৌর | ১৫ | অস্ট্রেলিয়া |
| সুজিয়া বেটস | ১৩ | নিউজিল্যান্ড |
| ট্যামি বিউমন্ট | ১০ | ইংল্যান্ড |
| স্মৃতি মান্ধানা | ১০ | ভারত |

সাইক্লোন, টর্নেডো—রাজকোটে আজ স্মৃতি মান্ধানার ব্যাটিংকে বর্ণনা করতে এই শব্দগুলোই মনে পড়বে সহজে। আয়ারল্যান্ডের বোলারদের বেধড়ক পিটিয়ে মান্ধানা তুলে নিয়েছেন রেকর্ড সেঞ্চুরি। বিধ্বংসী এই সেঞ্চুরিতে ওলটপালট হয়েছে রেকর্ড বইয়ের পাতা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে আজ মান্ধানা সেঞ্চুরি তুলে নিয়েছেন ৭০ বলে। ভারতীয় নারী ক্রিকেটারদের মধ্যে ওয়ানডেতে এটা দ্রুততম সেঞ্চুরি। এর আগে এই রেকর্ডটি ছিল হারমানপ্রীত কৌরের। ২০২৪ সালে বেঙ্গালুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি তিন অঙ্ক ছুঁয়েছিলেন ৮৭ বলে।
৭০ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে মান্ধানার সেঞ্চুরির সংখ্যা এখন ১০। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। নারী ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ১৫ সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি মেগ ল্যানিং। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের সুজিয়া বেটস ওয়ানডেতে তিন অঙ্ক ছুঁয়েছেন ১৩ বার। মান্ধানার সমান ওয়ানডেতে ১০ সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে কোনো দ্বিপক্ষীয় সিরিজে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডে দুইয়ে উঠে এলেন মান্ধানা। আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর ছক্কা ১০। ১৪ ছক্কা মেরে এই তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু। ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই কীর্তি গড়েছিলেন লঙ্কান ক্রিকেটার। ২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার ক্লো টাইরন মেরেছিলেন ৯ ছক্কা।
অস্ট্রেলিয়ার তারকা এলিস পেরির রেকর্ডও ভেঙেছেন মান্ধানা। ৪২০৯ রান করে মেয়েদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় মান্ধানা এখন ১১ নম্বরে। রাজকোটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৮০ বলে ১৩৫ রান করেছেন তিনি। মেরেছেন ১২ চার ও ৭ ছক্কা। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ১২ নম্বরে থাকা পেরির রান ৪১৮৫ রান। ৭৮০৫ রান করে এই তালিকায় সবার ওপরে ভারতের মিতালি রাজ।
| বল | প্রতিপক্ষ | সাল | |
|---|---|---|---|
| স্মৃতি মান্ধানা | ৭০ | আয়ারল্যান্ড | ২০২৫ |
| হারমানপ্রীত কৌর | ৮৭ | দক্ষিণ আফ্রিকা | ২০২৪ |
| হারমানপ্রীত কৌর | ৯০ | অস্ট্রেলিয়া | ২০২৭ |
| জেমিমা রদ্রিগেজ | ৯০ | আয়ারল্যান্ড | ২০২৫ |
| সেঞ্চুরি | দল | |
|---|---|---|
| হারমানপ্রীত কৌর | ১৫ | অস্ট্রেলিয়া |
| সুজিয়া বেটস | ১৩ | নিউজিল্যান্ড |
| ট্যামি বিউমন্ট | ১০ | ইংল্যান্ড |
| স্মৃতি মান্ধানা | ১০ | ভারত |

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নিতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদেশের ভ
১ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
২ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
২ ঘণ্টা আগে