ক্রীড়া ডেস্ক

বৈভব সূর্যবংশীর কাছে চারের চেয়ে ছক্কা মারাই যেন সহজ কাজ। ভিডিও গেমসের মতো ছক্কা মেরে আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই নজর কেড়েছেন তিনি। এবার তিনি ভাইরাল হয়েছেন অন্য এক ঘটনায়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে রাজস্থান রয়্যালস খেলেছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এটা ছিল ২০২৫ আইপিএলে রাজস্থানের শেষ ম্যাচ। চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে রাজস্থান ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। চেন্নাই-রাজস্থান ম্যাচের ফল ছাপিয়ে আরেক ঘটনায় ম্যাচটি বেশি করে আলোচনায়। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন করমর্দনে ব্যস্ত, তখন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়েছেন সূর্যবংশী। সামাজিক মাধ্যমে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে। ধোনির পা ছোঁয়ায় সূর্যবংশীকে নিয়ে চলছে প্রশংসার বন্যা। সুনীল গাভাস্কার এ ঘটনা দেখে বলেছেন,‘সে (সূর্যবংশী) সম্মান দেখিয়ে আরেক সিনিয়র ক্রিকেটারের পা ছুঁয়েছে। এমন আচরণ প্রশংসনীয়।’
এবারের আইপিএলে সূর্যবংশী ৭ ম্যাচে ৩৬ গড়ে করেছেন ২৫২ রান। ব্যাটিং করেছেন ২০৬.৫৫ স্ট্রাইকরেটে। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। যার মধ্যে গত ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রান করে রেকর্ড বই তছনছ করেছেন। নিজের অভিষেক মৌসুমে তিনি মেরেছেন ২৪ ছক্কা। এক মৌসুমে এটা ২০ বছরের কম বয়সী ব্যাটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।
রাজস্থান, চেন্নাই, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—আইপিএল থেকে আগেভাগেই ছিটকে গেছে। এদিকে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন দল আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। একটি জায়গার জন্য লড়াই চলছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। অন্যদিকে চেন্নাই তাদের লিগ পর্বের বাকি থাকা ম্যাচটি খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ২৫ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেবাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে চেন্নাই-গুজরাট ম্যাচ।

বৈভব সূর্যবংশীর কাছে চারের চেয়ে ছক্কা মারাই যেন সহজ কাজ। ভিডিও গেমসের মতো ছক্কা মেরে আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই নজর কেড়েছেন তিনি। এবার তিনি ভাইরাল হয়েছেন অন্য এক ঘটনায়।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে রাজস্থান রয়্যালস খেলেছে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। এটা ছিল ২০২৫ আইপিএলে রাজস্থানের শেষ ম্যাচ। চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে রাজস্থান ৮ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। চেন্নাই-রাজস্থান ম্যাচের ফল ছাপিয়ে আরেক ঘটনায় ম্যাচটি বেশি করে আলোচনায়। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা যখন করমর্দনে ব্যস্ত, তখন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়েছেন সূর্যবংশী। সামাজিক মাধ্যমে এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে। ধোনির পা ছোঁয়ায় সূর্যবংশীকে নিয়ে চলছে প্রশংসার বন্যা। সুনীল গাভাস্কার এ ঘটনা দেখে বলেছেন,‘সে (সূর্যবংশী) সম্মান দেখিয়ে আরেক সিনিয়র ক্রিকেটারের পা ছুঁয়েছে। এমন আচরণ প্রশংসনীয়।’
এবারের আইপিএলে সূর্যবংশী ৭ ম্যাচে ৩৬ গড়ে করেছেন ২৫২ রান। ব্যাটিং করেছেন ২০৬.৫৫ স্ট্রাইকরেটে। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছেন। যার মধ্যে গত ২৮ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বলে ১০১ রান করে রেকর্ড বই তছনছ করেছেন। নিজের অভিষেক মৌসুমে তিনি মেরেছেন ২৪ ছক্কা। এক মৌসুমে এটা ২০ বছরের কম বয়সী ব্যাটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ।
রাজস্থান, চেন্নাই, সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—আইপিএল থেকে আগেভাগেই ছিটকে গেছে। এদিকে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু—এই তিন দল আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। একটি জায়গার জন্য লড়াই চলছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের। বাংলাদেশ সময় আজ রাত ৮টায় মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শুরু হওয়ার কথা মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। অন্যদিকে চেন্নাই তাদের লিগ পর্বের বাকি থাকা ম্যাচটি খেলবে গুজরাট টাইটান্সের বিপক্ষে। ২৫ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেবাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে চেন্নাই-গুজরাট ম্যাচ।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
৪ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩৬ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে