
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে বিধ্বস্ত করে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের সময় যখন ঘনিয়ে আসছে, তখন আরেক ঝামলায় পড়ল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলছেন না কেইন উইলিয়ামসন।
পুনেতে পরশু শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ থেকে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কারণ কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। উইলিয়ামসনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কেইনকে পর্যবেক্ষণে রাখছি। সে সঠিক পথেই আছে। তবে শতভাগ ফিট নয়।’
ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ১ নভেম্বর। এই টেস্টে উইলিয়ামসনকে পেতে আশাবাদী নিউজিল্যান্ড। তবে এক্ষেত্রে এই তারকা ব্যাটারকে নিয়ে সাবধানে এগোতে বলে মনে করেন স্টিড। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন,‘সামনের দিনগুলোতে তার আরও উন্নতি দেখব বলে আমরা আশা করছি। তৃতীয় টেস্টে তাকে পাব বলে আশা রয়েছে। তাকে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় আমরা দেব। তবে এখানে সাবধানে এগোতে হবে।’
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজেই উইলিয়ামসন কুঁচকির চোটে পড়েন। তবু তাঁকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করেছিল এনজেডসি। প্রথম টেস্ট না খেললেও ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক স্যাম ওয়েলস। কিন্তু উইলিয়ামসন নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারত সফর করেননি। সিরিজের প্রথম দুই টেস্ট মিস করা কিউই এই তারকা ক্রিকেটার বাসায় বসে নিজের পুনর্বাসনের কাজ করবেন এখন।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট পরশু শেষ হয়েছে বেঙ্গালুরুতে। এই টেস্টে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ঘরের মাঠে ভারতের জন্য সেটা সর্বনিম্ন। ১৭৩ রান করে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে অপরাজিত থেকেছেন। উইল ইয়ংয়ের সঙ্গে ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জেতান রাচীন।
আরও পড়ুন:

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারতকে বিধ্বস্ত করে ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে নিউজিল্যান্ড। কিন্তু সিরিজের দ্বিতীয় টেস্টের সময় যখন ঘনিয়ে আসছে, তখন আরেক ঝামলায় পড়ল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলছেন না কেইন উইলিয়ামসন।
পুনেতে পরশু শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ থেকে উইলিয়ামসনের ছিটকে যাওয়ার কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। কারণ কুঁচকির চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। উইলিয়ামসনের অবস্থার বর্ণনা দিতে গিয়ে নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড বলেন, ‘আমরা কেইনকে পর্যবেক্ষণে রাখছি। সে সঠিক পথেই আছে। তবে শতভাগ ফিট নয়।’
ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু মুম্বাইয়ের ওয়াংখেড়ে। সিরিজের শেষ টেস্ট শুরু হচ্ছে ১ নভেম্বর। এই টেস্টে উইলিয়ামসনকে পেতে আশাবাদী নিউজিল্যান্ড। তবে এক্ষেত্রে এই তারকা ব্যাটারকে নিয়ে সাবধানে এগোতে বলে মনে করেন স্টিড। নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন,‘সামনের দিনগুলোতে তার আরও উন্নতি দেখব বলে আমরা আশা করছি। তৃতীয় টেস্টে তাকে পাব বলে আশা রয়েছে। তাকে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় আমরা দেব। তবে এখানে সাবধানে এগোতে হবে।’
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছিল নিউজিল্যান্ড। সেই সিরিজেই উইলিয়ামসন কুঁচকির চোটে পড়েন। তবু তাঁকে নিয়েই ভারত সিরিজের দল ঘোষণা করেছিল এনজেডসি। প্রথম টেস্ট না খেললেও ভারতের বিপক্ষে শেষ দুই টেস্টে পাওয়া যাবে বলে আশার কথা শুনিয়েছিলেন প্রধান নির্বাচক স্যাম ওয়েলস। কিন্তু উইলিয়ামসন নিউজিল্যান্ড দলের সঙ্গে ভারত সফর করেননি। সিরিজের প্রথম দুই টেস্ট মিস করা কিউই এই তারকা ক্রিকেটার বাসায় বসে নিজের পুনর্বাসনের কাজ করবেন এখন।
ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট পরশু শেষ হয়েছে বেঙ্গালুরুতে। এই টেস্টে ৮ উইকেটে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। নিউজিল্যান্ডের আক্রমণাত্মক বোলিংয়ে ৪৬ রানে অলআউট হয়ে যায় ভারত। যা ভারতের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ঘরের মাঠে ভারতের জন্য সেটা সর্বনিম্ন। ১৭৩ রান করে ম্যাচসেরা হয়েছেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে’ রাচীন রবীন্দ্র। প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংসটি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে ৩৯ রান করে অপরাজিত থেকেছেন। উইল ইয়ংয়ের সঙ্গে ৯২ বলে ৭৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দলকে জেতান রাচীন।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৬ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৭ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৮ ঘণ্টা আগে