ভারতীয় সংবাদমাধ্যমের খবর

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বিশ্বকাপের দলগুলোর শক্তি-দুর্বলতা নিয়ে আলাপ-আলোচনা বেশি হওয়ার কথা থাকলেও অন্য ইস্যুতে কথাবার্তা বেশি হচ্ছে। বাংলাদেশকে শেষ মুহূর্তে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া এবং পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে চলছে বিভিন্ন কথা। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য।
যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান না খেলে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এশিয়ার এই দলকে কড়া শাস্তি দেবে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের আজকের এক প্রতিবেদনে জানা গেছে। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির বিশ্বকাপ বর্জনের আলোচনা নিয়ে আইসিসি বড্ড অখুশি হয়েছে। তাতে বাংলাদেশ-অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের ক্রিকেটাররাও ঝামেলায় পড়তে পারেন।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এটার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, যদি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে, আইসিসি তাদের একগাদা শাস্তি দেবে। যার মধ্যে রয়েছে—পাকিস্তান কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারবে না। পিএসএলে খেলতে বিদেশি ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন না। খেলতে পারবে না এশিয়া কাপও।
বিশ্বকাপ শেষে মার্চে বাংলাদেশ সফরের কথা পাকিস্তান দলের। পাকিস্তান অবশ্য দুই দফায় বাংলাদেশ সফর করবে। কারণ, ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হবে ২০২৬ পিএসএল। যদি পাকিস্তান বিশ্বকাপ বর্জন করে এবং ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইসিসি উপরোক্ত শাস্তি দেয়, সে ক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে না। এমনকি মোস্তাফিজ, ডেভিড ওয়ার্নার, সিকান্দার রাজার মতো বিদেশি তারকাদের দেখা যাবে না পিএসএলে।
নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে পিএসএলের কোনো এক ফ্র্যাঞ্চাইজি নিয়েছে বলে পাকিস্তানের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম। পাকিস্তান এবার বিশ্বকাপ বর্জন করলে ২০২৭ এশিয়া কাপও খেলতে পারবে না—যদি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বাস্তব প্রমাণিত হয়।
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আইসিসি অবিচার করেছে বলে গতকাল দাবি করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এমনকি বিশ্বকাপ বর্জনেরও হুমকি দিয়েছিলেন। যদিও বর্জনের ঘোষণার মধ্যেই আজ পিসিবি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আইসিসির এই ইভেন্টে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সালমান আলী আগার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে হবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। ১০ ফেব্রুয়ারি একই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি সিংহলিজ স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গুঞ্জন উঠেছে, বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় বিশ্বকাপ বয়কট করতে পারে একবারের চ্যাম্পিয়নরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, সরকার চাইলে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আজ দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরও সালমান আলী আগাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশকে আইসিসি বাদ দেওয়ায় ছোট সংস্করণের বিশ্বমঞ্চ থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের যখন ২০ দিনও বাকি নেই, সেই সময়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের নাম ছেঁটে ফেলল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টানা ২১ দিন আইসিসির সঙ্গে চিঠি আদান-প্রদান, ভিডিও কনফারেন্স করেও ভেন্যু পরিবর্তনের সমাধান করতে পারেনি বিসিবি।
৩ ঘণ্টা আগে
সাফ ফুটসালে প্রথমবার খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী দল। ৭ ম্যাচে ৬ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনা-কৃষ্ণারা। থাইল্যান্ডের ননথাবুরি হলে আজ শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে নিশ্চিত করে শিরোপা।
৪ ঘণ্টা আগে