
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পেছনে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ‘হাত’ আছে বলে গুঞ্জন জোরালো হতে শুরু করেছে, এমন সময় নতুন এক দাবি শোনা গেল রদ্রিগেজের কাছ থেকে। তিনি দাবি করেছেন, মাদুরোকে আটকের পর মার্কিন বাহিনী তাঁর মন্ত্রিসভার সদস্যদের ১৫ মিনিট সময় দেয় আমেরিকার দাবি মানার জন্য, না হলে তাঁদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়।
ডেলসি রদ্রিগেজ বলেন, ‘প্রেসিডেন্টকে অপহরণের প্রথম মিনিট থেকেই হুমকি শুরু হয়। তারা দিয়োসদাদো (স্বরাষ্ট্রমন্ত্রী), হোর্হে (ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের ভাই ও কংগ্রেসের সভাপতি) এবং আমাকে ১৫ মিনিট সময় দেয় জবাব দেওয়ার জন্য, না দিলে তারা আমাদের মেরে ফেলবে।’
এদিকে মাদুরোকে আটকের সাত দিন পর ভেনেজুয়েলায় দুই ঘণ্টা ধরে চলা এক বৈঠকের ভিডিও ফাঁস হয়েছে। সেখানে রদ্রিগেজকে বলতে শোনা যায়, তাঁর অগ্রাধিকার ছিল ‘রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা’। স্থানীয় সাংবাদিক সংগঠন ‘লা ওরা দে ভেনেজুয়েলা’র সংগ্রহ করা ওই ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রে মাদুরোকে সরিয়ে দেওয়ার পর কীভাবে ক্ষমতা পুনর্দখলের চেষ্টা করছেন শাসকগোষ্ঠীর অবশিষ্ট সদস্যরা।
এর আগে এমন খবরও ছিল, মাদুরোকে মার্কিন বাহিনী আটকের আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতার অঙ্গীকার করেছিলেন রদ্রিগেজ ও তাঁর ভাই। তবে ভিডিওতে দেখা যায়, শাসকগোষ্ঠীর অবশিষ্ট সদস্যরা নিজেদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত হওয়া নিয়ে উদ্বিগ্ন ছিলেন।
রেকর্ডিংয়ে রদ্রিগেজকে আরও বলতে শোনা যায়, এ ধরনের পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করা কষ্টদায়ক। তিনি আরও বলেন, মার্কিন সশস্ত্র বাহিনী তাদের বলেছিল, ‘মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ নয়, হত্যা করা হয়েছে।’ এর জবাবে ডেলসি বলেছিলেন, তিনি, তাঁর ভাই ও কাবেলো একই পরিণতি ভোগ করতে প্রস্তুত ছিলেন।
ডেলসি আরও বলেন, ‘আমি আপনাদের বলছি, আমরা আজও সেই অবস্থানে অটল আছি। কারণ, হুমকি ও ব্ল্যাকমেল অব্যাহত রয়েছে। আমাদের ধৈর্য ও কৌশলগত বিচক্ষণতার সঙ্গে, অত্যন্ত স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোতে হবে।’ এরপর তিনি তিনটি লক্ষ্য উল্লেখ করেন, শান্তি বজায় রাখা, জিম্মিদের উদ্ধার করা এবং রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখা।
দাবি মেনে নেওয়ার জন্য ট্রাম্প রদ্রিগেজের প্রশংসা করেন। তবে রদ্রিগেজ বলেন, তিনি যা করেছেন, তা কেবল ‘অবিরাম হুমকি ও ব্ল্যাকমেলের কারণে। ট্রাম্প দ্য আটলান্টিককে বলেন, রদ্রিগেজ যদি সঠিক কাজটি না করেন, তবে ‘তাঁকে বেশ বড় মূল্য দিতে হবে, সম্ভবত মাদুরোর চেয়েও বড়।’
তবে ডেলসির এই দাবিও প্রশ্নের মুখোমুখি হয়েছে। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষক মার্গারিটা লোপেজ মায়া দ্য গার্ডিয়ানকে বলেন, এটি রদ্রিগেজের নিজের পক্ষে সাজানো একটি বয়ানও হতে পারে। কারণ সবাই জানে, অভ্যন্তরীণ সহযোগিতা ছাড়া মাদুরোকে অপসারণ সম্ভব হতো না।
মাদুরোকে আটকের পর থেকে ভেনেজুয়েলার সরকার প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথা বললেও ট্রাম্পের সব দাবিই কার্যত মেনে চলছে। মাদুরোর স্থলাভিষিক্ত হয়েছেন তাঁর ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ, যাঁকে ট্রাম্প দায়িত্ব নেওয়ার জন্য সমর্থন দিয়েছিলেন এই শর্তে যে তিনি ওয়াশিংটনকে ভেনেজুয়েলার সমৃদ্ধ তেলের খনিগুলোতে প্রবেশের অনুমতি দেবেন।
চলতি সপ্তাহে ট্রাম্প রদ্রিগেজের নেতৃত্ব ‘খুব শক্তিশালী’ বলে প্রশংসা করেছেন এবং বলেছেন, ভেনেজুয়েলার অপরিশোধিত তেলের একটি অংশ পাওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ‘আরও সমৃদ্ধ’ হতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গাজাকে যুক্তরাষ্ট্রের আদলে ‘মুক্তবাজার অর্থনীতির নীতিতে’ গড়ে তোলার একটি পরিকল্পনা প্রকাশ করেছেন। পরিকল্পনায় উপকূলজুড়ে উঁচু ভবন, ব্যবসায়িক জেলা এবং আধুনিক নগর অবকাঠামোর কথা বলা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ভারতের হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন এলাকা মানালি। কুলু জেলার এই পর্যটন কেন্দ্রে বছরের এ সময়টায় পর্যটকদের বেশ ভিড় দেখা যায়। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, তুষারপাতের কারণে পর্যটকে পূর্ণ মানালির অবস্থা এখন বিপর্যস্ত।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানের মধ্যে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও একজন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এই ঘটনার পর শহরজুড়ে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিনিয়াপোলিস...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে ধেয়ে আসা এক প্রলয়ংকরী তুষারঝড়ের তাণ্ডবে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে এবং বিপজ্জনক বরফে প্রধান সড়কগুলো স্থবির হয়ে পড়ায় গতকাল শনিবার থেকে দেশজুড়ে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে