নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিপরিষদের সদস্যও হয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বঙ্গভবনে শপথও নিয়েছেন মন্ত্রিপরিষদের এই সদস্য। সেখানে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়তে চান।
মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে পাপন বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কি না। যদিও মন্ত্রিত্বের সঙ্গে বিসিবির কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। চাইলে তিনি চালিয়ে যেতে পারবেন তিনি। কিন্তু তিনি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, আর বিসিবির দায়িত্ব বেশি দিন নেই।

ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী বছরের অক্টোবর পর্যন্ত। পাপন জানিয়েছেন, সে পর্যন্ত আর অপেক্ষা করতে আগ্রহী নন তিনি। আজ শপথ অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার (মন্ত্রিত্বের) কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যাঁরা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু নয়। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কি না।’
আইসিসির কিছু কমিটিতে থাকার বিষয়ও সামনে এনেছেন পাপন, ‘আইসিসির কিছু নিয়মকানুন আছে। ওদের আবার বেশ কিছু কমিটিতে আছি আমি। কিছুর চেয়ারম্যান পদেও আছি। ওদের ওই টার্ম শেষ করতে হবে। কারণ, ওরা নিয়ম পরিবর্তন করে না।’
জাতীয় সংসদ নির্বাচনে এই নিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন পাপন। তবে এর আগে মন্ত্রিত্বের পাশাপাশি বিসিবি সভাপতি হিসেবে শুধু পাপনই নন, আরও অনেকেই সেই দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছেন আনিসুল ইসলাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, সাবের হোসেন চৌধুরীও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিপরিষদের সদস্যও হয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বঙ্গভবনে শপথও নিয়েছেন মন্ত্রিপরিষদের এই সদস্য। সেখানে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়তে চান।
মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে পাপন বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কি না। যদিও মন্ত্রিত্বের সঙ্গে বিসিবির কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। চাইলে তিনি চালিয়ে যেতে পারবেন তিনি। কিন্তু তিনি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, আর বিসিবির দায়িত্ব বেশি দিন নেই।

ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী বছরের অক্টোবর পর্যন্ত। পাপন জানিয়েছেন, সে পর্যন্ত আর অপেক্ষা করতে আগ্রহী নন তিনি। আজ শপথ অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার (মন্ত্রিত্বের) কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যাঁরা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু নয়। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কি না।’
আইসিসির কিছু কমিটিতে থাকার বিষয়ও সামনে এনেছেন পাপন, ‘আইসিসির কিছু নিয়মকানুন আছে। ওদের আবার বেশ কিছু কমিটিতে আছি আমি। কিছুর চেয়ারম্যান পদেও আছি। ওদের ওই টার্ম শেষ করতে হবে। কারণ, ওরা নিয়ম পরিবর্তন করে না।’
জাতীয় সংসদ নির্বাচনে এই নিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন পাপন। তবে এর আগে মন্ত্রিত্বের পাশাপাশি বিসিবি সভাপতি হিসেবে শুধু পাপনই নন, আরও অনেকেই সেই দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছেন আনিসুল ইসলাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, সাবের হোসেন চৌধুরীও।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে