নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিপরিষদের সদস্যও হয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বঙ্গভবনে শপথও নিয়েছেন মন্ত্রিপরিষদের এই সদস্য। সেখানে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়তে চান।
মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে পাপন বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কি না। যদিও মন্ত্রিত্বের সঙ্গে বিসিবির কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। চাইলে তিনি চালিয়ে যেতে পারবেন তিনি। কিন্তু তিনি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, আর বিসিবির দায়িত্ব বেশি দিন নেই।

ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী বছরের অক্টোবর পর্যন্ত। পাপন জানিয়েছেন, সে পর্যন্ত আর অপেক্ষা করতে আগ্রহী নন তিনি। আজ শপথ অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার (মন্ত্রিত্বের) কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যাঁরা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু নয়। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কি না।’
আইসিসির কিছু কমিটিতে থাকার বিষয়ও সামনে এনেছেন পাপন, ‘আইসিসির কিছু নিয়মকানুন আছে। ওদের আবার বেশ কিছু কমিটিতে আছি আমি। কিছুর চেয়ারম্যান পদেও আছি। ওদের ওই টার্ম শেষ করতে হবে। কারণ, ওরা নিয়ম পরিবর্তন করে না।’
জাতীয় সংসদ নির্বাচনে এই নিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন পাপন। তবে এর আগে মন্ত্রিত্বের পাশাপাশি বিসিবি সভাপতি হিসেবে শুধু পাপনই নন, আরও অনেকেই সেই দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছেন আনিসুল ইসলাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, সাবের হোসেন চৌধুরীও।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিপরিষদের সদস্যও হয়েছেন নাজমুল হাসান পাপন। আজ বঙ্গভবনে শপথও নিয়েছেন মন্ত্রিপরিষদের এই সদস্য। সেখানে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ বছরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ ছাড়তে চান।
মন্ত্রিপরিষদে জায়গা পাওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছে পাপন বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়বেন কি না। যদিও মন্ত্রিত্বের সঙ্গে বিসিবির কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। চাইলে তিনি চালিয়ে যেতে পারবেন তিনি। কিন্তু তিনি কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, আর বিসিবির দায়িত্ব বেশি দিন নেই।

ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আগামী বছরের অক্টোবর পর্যন্ত। পাপন জানিয়েছেন, সে পর্যন্ত আর অপেক্ষা করতে আগ্রহী নন তিনি। আজ শপথ অনুষ্ঠানে গিয়ে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার (মন্ত্রিত্বের) কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যাঁরা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। কিন্তু সেটা ইস্যু নয়। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। যেটা শেষ হবে আগামী বছর। আমি চেষ্টা করব এ বছর শেষ করা যায় কি না।’
আইসিসির কিছু কমিটিতে থাকার বিষয়ও সামনে এনেছেন পাপন, ‘আইসিসির কিছু নিয়মকানুন আছে। ওদের আবার বেশ কিছু কমিটিতে আছি আমি। কিছুর চেয়ারম্যান পদেও আছি। ওদের ওই টার্ম শেষ করতে হবে। কারণ, ওরা নিয়ম পরিবর্তন করে না।’
জাতীয় সংসদ নির্বাচনে এই নিয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন পাপন। তবে এর আগে মন্ত্রিত্বের পাশাপাশি বিসিবি সভাপতি হিসেবে শুধু পাপনই নন, আরও অনেকেই সেই দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে আছেন আনিসুল ইসলাম মাহমুদ, মোস্তাফিজুর রহমান, সাবের হোসেন চৌধুরীও।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৬ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৭ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
৭ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৯ ঘণ্টা আগে