ক্রীড়া ডেস্ক

প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে একটা সময় তো যতিচিহ্ন বসাতেই হয়। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদায় বললেন বাংলাদেশ ক্রিকেটকে। তবু এমনটা যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এক পোস্টে দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টেনেছেন মাহমুদউল্লাহ। অবসরের পর স্বামীকে নিয়ে ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী মিষ্টি। মাহমুদউল্লাহর স্মৃতি লিখেছেন, ‘সবকিছুরই শেষ হয়। কিন্তু তোমাকে যে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির চারটিই করেছেন আইসিসি ইভেন্টে। অ্যাডিলেডে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। একই বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন। দুই সেঞ্চুরির পরই গ্যালারিতে উড়ন্ত চুমু ছুড়ে দেন মাহমুদউল্লাহ। স্মরণীয় সেই মুহূর্তের কথা স্মরণ করে মিষ্টি লিখেছেন, ‘২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি আছে। বিশ্বকাপে সেঞ্চুরির পর তোমার উদযাপন আমার জীবনের বিস্ময়কর উপহার।’
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন কম হয়নি মাহমুদউল্লাহর। অফফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন। প্রত্যাবর্তনের গল্পও লিখেছেন দারুণভাবে। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। যার মধ্যে ২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ১৮ বলে ৪৩ রানের ইনিংসের সুবাদেই বাংলাদেশ ওঠে ফাইনালে। আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর যে অর্জন, তাতে অনেক খুশি তাঁর স্ত্রী মিষ্টি, ‘১৭ বছর তোমার উত্থান-পতনের সঙ্গে ছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক ও আজীবন সেটাই থাকবে। নিষ্ঠা, সততা, ভালোবাসার মাধ্যমে মাশাআল্লাহ তুমি দেশের জন্য যা করেছ, তাতে আমার গর্ব হয়। যে পরিমাণ ভালোবাসা ও সম্মান দেশের মানুষের থেকে পেয়েছ আলহামদুলিল্লাহ তাতে আমরা অনেক খুশি। মাশাআল্লাহ। এমআর থ্রিশের ভক্ত-সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ ও গর্বিত।’

৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি—বাংলাদেশের জার্সিতে ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান। গড় ৩১.৮৩। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি। যার মধ্যে টেস্টে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন পাঁচবার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫০ ম্যাচে তাঁর রান ২৯১৪।
আরও খবর পড়ুন:

প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে একটা সময় তো যতিচিহ্ন বসাতেই হয়। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদায় বললেন বাংলাদেশ ক্রিকেটকে। তবু এমনটা যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এক পোস্টে দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টেনেছেন মাহমুদউল্লাহ। অবসরের পর স্বামীকে নিয়ে ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী মিষ্টি। মাহমুদউল্লাহর স্মৃতি লিখেছেন, ‘সবকিছুরই শেষ হয়। কিন্তু তোমাকে যে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির চারটিই করেছেন আইসিসি ইভেন্টে। অ্যাডিলেডে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। একই বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন। দুই সেঞ্চুরির পরই গ্যালারিতে উড়ন্ত চুমু ছুড়ে দেন মাহমুদউল্লাহ। স্মরণীয় সেই মুহূর্তের কথা স্মরণ করে মিষ্টি লিখেছেন, ‘২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি আছে। বিশ্বকাপে সেঞ্চুরির পর তোমার উদযাপন আমার জীবনের বিস্ময়কর উপহার।’
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন কম হয়নি মাহমুদউল্লাহর। অফফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন। প্রত্যাবর্তনের গল্পও লিখেছেন দারুণভাবে। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। যার মধ্যে ২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ১৮ বলে ৪৩ রানের ইনিংসের সুবাদেই বাংলাদেশ ওঠে ফাইনালে। আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর যে অর্জন, তাতে অনেক খুশি তাঁর স্ত্রী মিষ্টি, ‘১৭ বছর তোমার উত্থান-পতনের সঙ্গে ছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক ও আজীবন সেটাই থাকবে। নিষ্ঠা, সততা, ভালোবাসার মাধ্যমে মাশাআল্লাহ তুমি দেশের জন্য যা করেছ, তাতে আমার গর্ব হয়। যে পরিমাণ ভালোবাসা ও সম্মান দেশের মানুষের থেকে পেয়েছ আলহামদুলিল্লাহ তাতে আমরা অনেক খুশি। মাশাআল্লাহ। এমআর থ্রিশের ভক্ত-সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ ও গর্বিত।’

৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি—বাংলাদেশের জার্সিতে ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান। গড় ৩১.৮৩। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি। যার মধ্যে টেস্টে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন পাঁচবার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫০ ম্যাচে তাঁর রান ২৯১৪।
আরও খবর পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৯ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৪ ঘণ্টা আগে