ক্রীড়া ডেস্ক
প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে একটা সময় তো যতিচিহ্ন বসাতেই হয়। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদায় বললেন বাংলাদেশ ক্রিকেটকে। তবু এমনটা যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এক পোস্টে দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টেনেছেন মাহমুদউল্লাহ। অবসরের পর স্বামীকে নিয়ে ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী মিষ্টি। মাহমুদউল্লাহর স্মৃতি লিখেছেন, ‘সবকিছুরই শেষ হয়। কিন্তু তোমাকে যে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির চারটিই করেছেন আইসিসি ইভেন্টে। অ্যাডিলেডে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। একই বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন। দুই সেঞ্চুরির পরই গ্যালারিতে উড়ন্ত চুমু ছুড়ে দেন মাহমুদউল্লাহ। স্মরণীয় সেই মুহূর্তের কথা স্মরণ করে মিষ্টি লিখেছেন, ‘২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি আছে। বিশ্বকাপে সেঞ্চুরির পর তোমার উদযাপন আমার জীবনের বিস্ময়কর উপহার।’
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন কম হয়নি মাহমুদউল্লাহর। অফফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন। প্রত্যাবর্তনের গল্পও লিখেছেন দারুণভাবে। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। যার মধ্যে ২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ১৮ বলে ৪৩ রানের ইনিংসের সুবাদেই বাংলাদেশ ওঠে ফাইনালে। আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর যে অর্জন, তাতে অনেক খুশি তাঁর স্ত্রী মিষ্টি, ‘১৭ বছর তোমার উত্থান-পতনের সঙ্গে ছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক ও আজীবন সেটাই থাকবে। নিষ্ঠা, সততা, ভালোবাসার মাধ্যমে মাশাআল্লাহ তুমি দেশের জন্য যা করেছ, তাতে আমার গর্ব হয়। যে পরিমাণ ভালোবাসা ও সম্মান দেশের মানুষের থেকে পেয়েছ আলহামদুলিল্লাহ তাতে আমরা অনেক খুশি। মাশাআল্লাহ। এমআর থ্রিশের ভক্ত-সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ ও গর্বিত।’
৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি—বাংলাদেশের জার্সিতে ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান। গড় ৩১.৮৩। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি। যার মধ্যে টেস্টে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন পাঁচবার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫০ ম্যাচে তাঁর রান ২৯১৪।
আরও খবর পড়ুন:
প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে একটা সময় তো যতিচিহ্ন বসাতেই হয়। ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদায় বললেন বাংলাদেশ ক্রিকেটকে। তবু এমনটা যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।
নিজের অফিশিয়াল ফেসবুক পেজে গত রাতে এক পোস্টে দীর্ঘ ১৮ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টেনেছেন মাহমুদউল্লাহ। অবসরের পর স্বামীকে নিয়ে ফেসবুকে আবেগঘন এক বার্তা দিয়েছেন তাঁর স্ত্রী মিষ্টি। মাহমুদউল্লাহর স্মৃতি লিখেছেন, ‘সবকিছুরই শেষ হয়। কিন্তু তোমাকে যে বাংলাদেশের লাল সবুজের জার্সিতে আর দেখা যাবে না, সেটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে।’
২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে ৪৩০ ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। ওয়ানডে ক্যারিয়ারে চার সেঞ্চুরির চারটিই করেছেন আইসিসি ইভেন্টে। অ্যাডিলেডে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছেন প্রথম ওয়ানডে সেঞ্চুরি। একই বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন। দুই সেঞ্চুরির পরই গ্যালারিতে উড়ন্ত চুমু ছুড়ে দেন মাহমুদউল্লাহ। স্মরণীয় সেই মুহূর্তের কথা স্মরণ করে মিষ্টি লিখেছেন, ‘২০০৭ থেকে ২০২৫—মনে রাখার মতো অনেক স্মৃতি আছে। বিশ্বকাপে সেঞ্চুরির পর তোমার উদযাপন আমার জীবনের বিস্ময়কর উপহার।’
দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন কম হয়নি মাহমুদউল্লাহর। অফফর্মের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য বাদ পড়েন। প্রত্যাবর্তনের গল্পও লিখেছেন দারুণভাবে। বাংলাদেশকে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। যার মধ্যে ২০১৮ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ১৮ বলে ৪৩ রানের ইনিংসের সুবাদেই বাংলাদেশ ওঠে ফাইনালে। আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর যে অর্জন, তাতে অনেক খুশি তাঁর স্ত্রী মিষ্টি, ‘১৭ বছর তোমার উত্থান-পতনের সঙ্গে ছিলাম। আলহামদুলিল্লাহ এখনো আছি। তুমি আমার প্রিয় ক্রিকেটার, আমার নায়ক ও আজীবন সেটাই থাকবে। নিষ্ঠা, সততা, ভালোবাসার মাধ্যমে মাশাআল্লাহ তুমি দেশের জন্য যা করেছ, তাতে আমার গর্ব হয়। যে পরিমাণ ভালোবাসা ও সম্মান দেশের মানুষের থেকে পেয়েছ আলহামদুলিল্লাহ তাতে আমরা অনেক খুশি। মাশাআল্লাহ। এমআর থ্রিশের ভক্ত-সমর্থকদের প্রতি আমি কৃতজ্ঞ ও গর্বিত।’
৫০ টেস্ট, ২৩৯ ওয়ানডে ও ১৪১ টি-টোয়েন্টি—বাংলাদেশের জার্সিতে ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ খেলে মাহমুদউল্লাহ করেছেন ১১০৪৭ রান। গড় ৩১.৮৩। ৯ সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৫৬ ফিফটি। যার মধ্যে টেস্টে তিনি তিন অঙ্ক ছুঁয়েছেন পাঁচবার। ক্রিকেটের রাজকীয় সংস্করণে ৫০ ম্যাচে তাঁর রান ২৯১৪।
আরও খবর পড়ুন:
ভয়ংকর এক দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
২৭ মিনিট আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
৪৩ মিনিট আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
১ ঘণ্টা আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
২ ঘণ্টা আগে