
সৌদি ক্লাব আল আহলিতে স্মরণীয় অভিষেক হয়েছে রবার্তো ফিরমিনোর। গতকাল সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিরমিনো। ফিরমিনোর হ্যাটট্রিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আল আহলিতে।
সৌদি প্রো লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু হয় গতকাল। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আহলির প্রতিপক্ষ ছিল আল হাজম। ছয় মিনিটেই সৌদি অভিষেকের প্রথম গোল করেন ফিরমিনো। ব্রাজিলের স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেছেন আলি মাজরাশি। ১০ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ফিরমিনো, যা ম্যাচে ফিরমিনো ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল আহলি।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই ব্যবধান কমায় আল হাজম। ৫০ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস গোজ বারবোসা ডি সুজা। আর ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ফিরমিনো। প্রথমে হেড করেও লক্ষ্য ভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আল হাজম গোলরক্ষক আয়মেন দাহমেন তা প্রতিহত করেছেন। তবু ঠেকানো যায়নি ফিরমিনোর হ্যাটট্রিক। ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে আল আহলি।
সৌদি আরবের ফুটবল লিগে এই মৌসুমে বসেছে তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্দি, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এখন সৌদিতে। গতকাল আল আহলিতে ছিলেন ইউরোপীয় ফুটবল মাতানো তারকা ফুটবলাররা। যাঁরা গত কয়েক মৌসুম ইউরোপীয় ক্লাবগুলোতে দুর্দান্ত খেলেছেন। ফিরমিনো সতীর্থ হিসেবে পেয়েছেন মাহরেজ, এদোয়ার্দো মেন্দি ও ফ্র্যাংক কেসিকে।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলছেন ফিরমিনো। এর আগে খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম, লিভারপুলে খেলেছেন তিনি। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো-আক্রমণভাগে এই তিন জনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।

সৌদি ক্লাব আল আহলিতে স্মরণীয় অভিষেক হয়েছে রবার্তো ফিরমিনোর। গতকাল সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিরমিনো। ফিরমিনোর হ্যাটট্রিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আল আহলিতে।
সৌদি প্রো লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু হয় গতকাল। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আহলির প্রতিপক্ষ ছিল আল হাজম। ছয় মিনিটেই সৌদি অভিষেকের প্রথম গোল করেন ফিরমিনো। ব্রাজিলের স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেছেন আলি মাজরাশি। ১০ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ফিরমিনো, যা ম্যাচে ফিরমিনো ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল আহলি।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই ব্যবধান কমায় আল হাজম। ৫০ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস গোজ বারবোসা ডি সুজা। আর ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ফিরমিনো। প্রথমে হেড করেও লক্ষ্য ভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আল হাজম গোলরক্ষক আয়মেন দাহমেন তা প্রতিহত করেছেন। তবু ঠেকানো যায়নি ফিরমিনোর হ্যাটট্রিক। ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে আল আহলি।
সৌদি আরবের ফুটবল লিগে এই মৌসুমে বসেছে তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্দি, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এখন সৌদিতে। গতকাল আল আহলিতে ছিলেন ইউরোপীয় ফুটবল মাতানো তারকা ফুটবলাররা। যাঁরা গত কয়েক মৌসুম ইউরোপীয় ক্লাবগুলোতে দুর্দান্ত খেলেছেন। ফিরমিনো সতীর্থ হিসেবে পেয়েছেন মাহরেজ, এদোয়ার্দো মেন্দি ও ফ্র্যাংক কেসিকে।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলছেন ফিরমিনো। এর আগে খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম, লিভারপুলে খেলেছেন তিনি। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো-আক্রমণভাগে এই তিন জনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৩৯ মিনিট আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৪ ঘণ্টা আগে