ক্রীড়া ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিং করা ওয়েনের অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া আজ একাদশ ঘোষণা করেছে। মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার এই একাদশে সুযোগ পেয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ১৮৬.৪০ স্ট্রাইকরেটে করেছেন ৯৬০ রান। ২ সেঞ্চুরির পাশাপাশি ২ ফিফটি রয়েছে। গড় ২৫.২৬।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন জশ ইংলিস। গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডাররা আছেন। শেষের দিকে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাক্সওয়েল ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। কদিন আগে শেষ হওয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমকে নেতৃত্ব দিয়েছেন। দল রানার্সআপ হলেও ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ খেলেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের ফেব্রুয়ারিতে সবশেষ খেলেছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল ওয়ানডে ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন তিনি। ওপেনিংয়ে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে সুখ্যাতি আছে তাঁর। থাকছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি। বোলিং লাইনআপে আরও থাকছেন শন অ্যাবট, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
জ্যামাইকায় আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর আগে দল ঘোষণার সময় ক্রিকেট ডট কম ডট এইউকে অজি অধিনায়ক মার্শ বলেন, ‘সবচেয়ে বড় কথা আমরা সব সময়ই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করি। এখানে সিরিজ জিততে এসেছি। ঐতিহ্যগতভাবে আমরা সিরিজ জয়ের জন্য লড়ব। কয়েক জন ক্রিকেটার সুযোগ পাচ্ছে। কয়েক জন ক্রিকেটার অবশ্য সিরিজ মিস করছে। তাদের বিশ্রামের প্রয়োজন।’
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি মূলত পাঁচ ম্যাচের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও জ্যামাইকাতে হবে। ২৩ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে। শ্রীলঙ্কা ও ভারতে আগামী বছর যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে, সেকারণে এখন টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে বেশি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ক্যামেরন গ্রিন, জেক ফ্রেজার ম্যাকগার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, কুপার কনোলি. শন অ্যাবট

আন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিং করা ওয়েনের অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়া আজ একাদশ ঘোষণা করেছে। মিচেল মার্শের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার এই একাদশে সুযোগ পেয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ১৮৬.৪০ স্ট্রাইকরেটে করেছেন ৯৬০ রান। ২ সেঞ্চুরির পাশাপাশি ২ ফিফটি রয়েছে। গড় ২৫.২৬।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার উইকেটরক্ষকের দায়িত্বে থাকছেন জশ ইংলিস। গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিনের মতো অলরাউন্ডাররা আছেন। শেষের দিকে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাক্সওয়েল ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারেন। কদিন আগে শেষ হওয়া যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) ওয়াশিংটন ফ্রিডমকে নেতৃত্ব দিয়েছেন। দল রানার্সআপ হলেও ব্যাটিং-বোলিংয়ে অসাধারণ খেলেছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার।
আন্তর্জাতিক ক্রিকেটে এ বছরের ফেব্রুয়ারিতে সবশেষ খেলেছেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল ওয়ানডে ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন তিনি। ওপেনিংয়ে নেমে ঝোড়ো ব্যাটিংয়ে সুখ্যাতি আছে তাঁর। থাকছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার কুপার কনোলি। বোলিং লাইনআপে আরও থাকছেন শন অ্যাবট, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।
জ্যামাইকায় আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি। ম্যাচ শুরুর আগে দল ঘোষণার সময় ক্রিকেট ডট কম ডট এইউকে অজি অধিনায়ক মার্শ বলেন, ‘সবচেয়ে বড় কথা আমরা সব সময়ই অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করি। এখানে সিরিজ জিততে এসেছি। ঐতিহ্যগতভাবে আমরা সিরিজ জয়ের জন্য লড়ব। কয়েক জন ক্রিকেটার সুযোগ পাচ্ছে। কয়েক জন ক্রিকেটার অবশ্য সিরিজ মিস করছে। তাদের বিশ্রামের প্রয়োজন।’
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি মূলত পাঁচ ম্যাচের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও জ্যামাইকাতে হবে। ২৩ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে। শ্রীলঙ্কা ও ভারতে আগামী বছর যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে, সেকারণে এখন টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে বেশি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার একাদশ
মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস (উইকেটরক্ষক), মিচেল ওয়েন, ক্যামেরন গ্রিন, জেক ফ্রেজার ম্যাকগার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডাওয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, কুপার কনোলি. শন অ্যাবট

সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
৯ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
৩৭ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে। আজ (শনিবার) সকাল ১০টায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে তিলকপুরে কমলগঞ্জ ক্রিকেট একাডেমির মাঠে এই প্রতিযোগিতা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
করাচিতে ২৩২ বছরের পুরনো রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে পাকিস্তান টেলিভিশন (পিটিভি)। প্রথম শ্রেণির ক্রিকেটের ২৫৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রানের পুঁজি নিয়ে জয়ের নতুন বিশ্ব রেকর্ড লিখেছে তারা।
৪ ঘণ্টা আগে