Ajker Patrika

শেফিল্ডে শুরুতেই কাঁপিয়ে দিলেন হামজা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ২৬
শেফিল্ডে অভিষেকেই ম্যাচসেরা হয়েছেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক
শেফিল্ডে অভিষেকেই ম্যাচসেরা হয়েছেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক

শেফিল্ড ইউনাইটেডে এর চেয়ে সুন্দর অভিষেক আর কী হতে পারত হামজা চৌধুরীর জন্য! তাঁর অভিষেকে ক্লাব জিতেছে। তিনি নিজেও জিতেছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

প্রাইড পার্ক স্টেডিয়ামে গত রাতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে ডার্বি কাউন্টি ও শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচে ১–০ গোলে জিতেছে শেফিল্ড। ম্যাচের সেরা ফুটবলার বেছে নিতে শেফিল্ড ইউনাইটেড সামাজিক মাধ্যমে একটি ভোটের আয়োজন করেছিল। ভোটাভুটিতে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা হামজাই হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। বলের পেছনে হামজার ছোটার একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে শেফিল্ড। ক্যাপশন দিয়েছে, ‘অভিষেকে ম্যান অব দ্য ম্যাচের পারফরম্যান্স।’ ক্যাপশনে করমর্দনের ইমোজি ব্যবহার করেছে শেফিল্ড।

ডার্বি কাউন্টির বিপক্ষে গতকাল একমাত্র গোলটি করেছেন শেফিল্ডের ফরোয়ার্ড বেন ব্রেন্টন দিয়াজ। তবে হামজার ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কারণ অন্য কিছু। তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ম্যাচে ৬১ বার বল ছুঁয়েছেন। নিখুঁত পাস দিয়েছেন ৮০ শতাংশ। ড্রিবলে শতভাগ সফল হামজা প্রতিপক্ষের থেকে তিনবার বল কাড়তে সক্ষম হয়েছেন।

১-০ গোলের জয়ে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে শেফিল্ড ইউনাইটেড। তাদের পয়েন্ট ৬১। সবার ওপরে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৬৩। দুটি দলই ৩০টি করে ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। শেফিল্ডকে হামজা প্রিমিয়ার লিগে নিতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।

চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

বাংলাদেশের হাইকমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ