
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর নগদ কোনো টাকা নেই; ব্যাংকেও কোনো অর্থ নেই। তবে স্ত্রীর নগদ ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৯৩ টাকা আছে।
এ ছাড়া একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে দুজনই ঋণগ্রস্ত। যদিও মোহাম্মদ আলী আরাফাত গত জুলাইয়ে একই আসনে উপনির্বাচনের সময় দাখিল করা হলফনামায় নিজের নগদ ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা ছিল বলে উল্লেখ করেছিলেন। ওই সময় তাঁর স্ত্রীরও দেখিয়েছিলেন নগদ ৮৩ লাখ ৭৭ হাজার ৫৪৯ টাকা।
এবার হলফনামায় আরাফাত উল্লেখ করেছেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষকতা থেকে তিনি বছরে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র থেকে ৪৯ হাজার ২৬০ টাকা এবং ব্যাংক সুদ ও ডিভিডেন্ড থেকে ৬ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা আয় হয়। সব মিলিয়ে বছরে আয় ১ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে কথা বলতে মোহাম্মদ আলী আরাফাতকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। হলফনামায় দেখা যায়, মোহাম্মদ আলী আরাফাতের রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেলে একটি ফ্ল্যাট ছাড়া আর কোনো স্থাবর সম্পদ নেই। ফ্ল্যাটটির মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। পরিবারের কারও নামেও কোনো সম্পদ নেই।
আরাফাতের অস্থাবর সম্পদের তালিকায় স্টক এক্সচেঞ্জে ৯টি কোম্পানির শেয়ার আছে, যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৪৬৩ টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শেয়ার। অস্থাবর সম্পদ হিসেবে আরাফাত আরও উল্লেখ করেছেন ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি এবং ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী।
হলফনামায় আরাফাত জানান, একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তিনি ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ৯১৩ টাকা দেনা। তাঁর স্ত্রীর নামেও একই প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা ঋণ রয়েছে। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আরাফাত জয়ী হন।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৬ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশের মানুষ জানে—বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে—বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।
৬ ঘণ্টা আগে