নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর নগদ কোনো টাকা নেই; ব্যাংকেও কোনো অর্থ নেই। তবে স্ত্রীর নগদ ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৯৩ টাকা আছে।
এ ছাড়া একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে দুজনই ঋণগ্রস্ত। যদিও মোহাম্মদ আলী আরাফাত গত জুলাইয়ে একই আসনে উপনির্বাচনের সময় দাখিল করা হলফনামায় নিজের নগদ ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা ছিল বলে উল্লেখ করেছিলেন। ওই সময় তাঁর স্ত্রীরও দেখিয়েছিলেন নগদ ৮৩ লাখ ৭৭ হাজার ৫৪৯ টাকা।
এবার হলফনামায় আরাফাত উল্লেখ করেছেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষকতা থেকে তিনি বছরে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র থেকে ৪৯ হাজার ২৬০ টাকা এবং ব্যাংক সুদ ও ডিভিডেন্ড থেকে ৬ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা আয় হয়। সব মিলিয়ে বছরে আয় ১ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে কথা বলতে মোহাম্মদ আলী আরাফাতকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। হলফনামায় দেখা যায়, মোহাম্মদ আলী আরাফাতের রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেলে একটি ফ্ল্যাট ছাড়া আর কোনো স্থাবর সম্পদ নেই। ফ্ল্যাটটির মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। পরিবারের কারও নামেও কোনো সম্পদ নেই।
আরাফাতের অস্থাবর সম্পদের তালিকায় স্টক এক্সচেঞ্জে ৯টি কোম্পানির শেয়ার আছে, যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৪৬৩ টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শেয়ার। অস্থাবর সম্পদ হিসেবে আরাফাত আরও উল্লেখ করেছেন ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি এবং ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী।
হলফনামায় আরাফাত জানান, একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তিনি ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ৯১৩ টাকা দেনা। তাঁর স্ত্রীর নামেও একই প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা ঋণ রয়েছে। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আরাফাত জয়ী হন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় জানিয়েছেন, তাঁর নগদ কোনো টাকা নেই; ব্যাংকেও কোনো অর্থ নেই। তবে স্ত্রীর নগদ ১ কোটি ২৩ লাখ ৭১ হাজার ৯৩ টাকা আছে।
এ ছাড়া একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে দুজনই ঋণগ্রস্ত। যদিও মোহাম্মদ আলী আরাফাত গত জুলাইয়ে একই আসনে উপনির্বাচনের সময় দাখিল করা হলফনামায় নিজের নগদ ৩ কোটি ৪৩ লাখ ৯৯ হাজার ৬০৬ টাকা ছিল বলে উল্লেখ করেছিলেন। ওই সময় তাঁর স্ত্রীরও দেখিয়েছিলেন নগদ ৮৩ লাখ ৭৭ হাজার ৫৪৯ টাকা।
এবার হলফনামায় আরাফাত উল্লেখ করেছেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে শিক্ষকতা থেকে তিনি বছরে ১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা আয় করেন। এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র থেকে ৪৯ হাজার ২৬০ টাকা এবং ব্যাংক সুদ ও ডিভিডেন্ড থেকে ৬ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা আয় হয়। সব মিলিয়ে বছরে আয় ১ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৬০০ টাকা।
এ বিষয়ে কথা বলতে মোহাম্মদ আলী আরাফাতকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। হলফনামায় দেখা যায়, মোহাম্মদ আলী আরাফাতের রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেলে একটি ফ্ল্যাট ছাড়া আর কোনো স্থাবর সম্পদ নেই। ফ্ল্যাটটির মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। পরিবারের কারও নামেও কোনো সম্পদ নেই।
আরাফাতের অস্থাবর সম্পদের তালিকায় স্টক এক্সচেঞ্জে ৯টি কোম্পানির শেয়ার আছে, যার মূল্য ১ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৪৬৩ টাকা। তাঁর স্ত্রীর নামেও আছে ২ কোটি ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের শেয়ার। অস্থাবর সম্পদ হিসেবে আরাফাত আরও উল্লেখ করেছেন ৩৪ লাখ টাকার সঞ্চয়পত্র, ১৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি গাড়ি এবং ৩ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী।
হলফনামায় আরাফাত জানান, একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছে তিনি ১ কোটি ১০ লাখ ২৩ হাজার ৯১৩ টাকা দেনা। তাঁর স্ত্রীর নামেও একই প্রতিষ্ঠানে ৮ লাখ টাকা ঋণ রয়েছে। চিত্রনায়ক ফারুকের মৃত্যুর পর শূন্য হওয়া ঢাকা-১৭ আসনে উপনির্বাচনে আরাফাত জয়ী হন।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৬ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৭ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৭ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৭ ঘণ্টা আগে