
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন বিদেশে বিনিয়োগ করা এই টাকা অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত দুদকের মাধ্যমে লুক্সেমবার্গের স্টেট প্রসিকিউটর জেনারেলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
দুদকের আবেদন থেকে দেখা যায়, আজিজ খান ও তাঁর পরিবারের সিঙ্গাপুরের কোম্পানি শিরিন কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষে লুক্সেমবার্গের ডিএলই ল্যান্ড ব্যাংকিং ফান্ড-৩-এ ৪১ লাখ ১৫ হাজার ৫১২ ইউরো ৪৭ সেন্ট বিনিয়োগ করেছেন। বাংলাদেশি টাকায় ওই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা।
লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ড পরিবেশ ও ভূমি উন্নয়নের কাজ করে বার্লিনে।
দুদকের আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত করছে। এ ছাড়া অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে। এই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিদেশে বিনিয়োগ করা ওই টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া প্রয়োজন।
দুদকের আবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যে লুক্সেমবার্গের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজিজ খানের বিনিয়োগ করা ওই অর্থ সাময়িকভাবে অবরুদ্ধ করেছে। আদালতের নির্দেশ পেলে দুদক ওই নির্দেশ অনুযায়ী আইনগত যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
এর আগে গত ৯ মার্চ আজিজ খান ও তাঁর পরিবারের ১৯১টি ব্যাংক হিসাবে জমা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন এই আদালত।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৬ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশের মানুষ জানে—বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে—বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।
৬ ঘণ্টা আগে