নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন বিদেশে বিনিয়োগ করা এই টাকা অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত দুদকের মাধ্যমে লুক্সেমবার্গের স্টেট প্রসিকিউটর জেনারেলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
দুদকের আবেদন থেকে দেখা যায়, আজিজ খান ও তাঁর পরিবারের সিঙ্গাপুরের কোম্পানি শিরিন কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষে লুক্সেমবার্গের ডিএলই ল্যান্ড ব্যাংকিং ফান্ড-৩-এ ৪১ লাখ ১৫ হাজার ৫১২ ইউরো ৪৭ সেন্ট বিনিয়োগ করেছেন। বাংলাদেশি টাকায় ওই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা।
লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ড পরিবেশ ও ভূমি উন্নয়নের কাজ করে বার্লিনে।
দুদকের আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত করছে। এ ছাড়া অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে। এই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিদেশে বিনিয়োগ করা ওই টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া প্রয়োজন।
দুদকের আবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যে লুক্সেমবার্গের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজিজ খানের বিনিয়োগ করা ওই অর্থ সাময়িকভাবে অবরুদ্ধ করেছে। আদালতের নির্দেশ পেলে দুদক ওই নির্দেশ অনুযায়ী আইনগত যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
এর আগে গত ৯ মার্চ আজিজ খান ও তাঁর পরিবারের ১৯১টি ব্যাংক হিসাবে জমা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন এই আদালত।

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দুদকের উপপরিচালক আলমগীর হোসেন বিদেশে বিনিয়োগ করা এই টাকা অবরুদ্ধের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত দুদকের মাধ্যমে লুক্সেমবার্গের স্টেট প্রসিকিউটর জেনারেলকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
দুদকের আবেদন থেকে দেখা যায়, আজিজ খান ও তাঁর পরিবারের সিঙ্গাপুরের কোম্পানি শিরিন কোম্পানি প্রাইভেট লিমিটেডের পক্ষে লুক্সেমবার্গের ডিএলই ল্যান্ড ব্যাংকিং ফান্ড-৩-এ ৪১ লাখ ১৫ হাজার ৫১২ ইউরো ৪৭ সেন্ট বিনিয়োগ করেছেন। বাংলাদেশি টাকায় ওই বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা।
লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ড পরিবেশ ও ভূমি উন্নয়নের কাজ করে বার্লিনে।
দুদকের আবেদনে বলা হয়েছে, সামিট গ্রুপ এবং এর সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদক তদন্ত করছে। এ ছাড়া অর্থ পাচারের অভিযোগও তদন্ত করছে। এই অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিদেশে বিনিয়োগ করা ওই টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া প্রয়োজন।
দুদকের আবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যে লুক্সেমবার্গের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজিজ খানের বিনিয়োগ করা ওই অর্থ সাময়িকভাবে অবরুদ্ধ করেছে। আদালতের নির্দেশ পেলে দুদক ওই নির্দেশ অনুযায়ী আইনগত যথাযথ ব্যবস্থা নিতে পারবে।
এর আগে গত ৯ মার্চ আজিজ খান ও তাঁর পরিবারের ১৯১টি ব্যাংক হিসাবে জমা ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা অবরুদ্ধের নির্দেশ দেন এই আদালত।

রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সভাপতি ও মাছরাঙা টিভির বার্তা সম্পাদক রেজওয়ানুল হক রাজা। তিনি বলেছেন, ‘সাংবাদিকেরা রাজনৈতিক সংশ্লিষ্টতা দূর করতে না পারলে আমরা এক হতে পারব না।’
১ ঘণ্টা আগে
বাংলাদেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে ইসলামপন্থী দলগুলোর মধ্যে ‘বৃহত্তর ঐক্য’ বা ‘এক বাক্সে ভোট’ নিশ্চিত করার প্রচেষ্টা দীর্ঘদিনের। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে সেই সম্ভাবনা তুঙ্গে উঠলেও শেষ পর্যন্ত তা চরম নাটকীয়তায় পর্যবসিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
১৩ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
১৩ ঘণ্টা আগে