
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নে বিএনপিই একমাত্র রাজনৈতিক দল যারা কার্যকর ভূমিকা পালন করেছে। তিনি ঘোষণা দেন, আগামী ১২ তারিখের নির্বাচনে বিএনপি জয়ী হলে নারীদের জন্য ’ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ’কৃষি কার্ড’ প্রবর্তন করা হবে, যা দেশের গ্রামীণ অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে।
মঙ্গলবার রাত ১২টায় গাজীপুর মহানগরীর ঐতিহাসিক রাজবাড়ী ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার শাসনামলের কথা স্মরণ করে বলেন, "বিএনপি ক্ষমতায় থাকাকালে নারী শিক্ষাকে উৎসাহিত করতে একাদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা অবৈতনিক করা হয়েছিল।" তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে পোশাক শিল্পের ভিত্তি স্থাপন করেছিলেন। গাজীপুরকে বর্তমান পোশাক শিল্পের রাজধানী উল্লেখ করে তিনি প্রতিশ্রুতি দেন, আগামীতে এই শিল্পকে আরও বিস্তৃত করে নারীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং নারী শ্রমিকদের সন্তানদের জন্য আধুনিক ’ডে কেয়ার সেন্টার’ স্থাপন করা হবে।
গাজীপুরের সাথে নিজের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, "এখানে আমার শৈশবের অনেক স্মৃতি। গাজীপুর রাজবাড়ীর দক্ষিণপাশে একটি বাসায় বাবা, মা ও ছোট ভাইয়ের সাথে আমি বড় হয়েছি। এই মাঠে খেলেছি, ঘুরে বেড়িয়েছি। তাই গাজীপুরের মানুষের ওপর আমার আলাদা অধিকার রয়েছে।" পরে তিনি সেই দাবি নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে ধানের শীষে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানান। এসময় জনসভায় তিনি গাজীপুরের ৫টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, "আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে ভোটকেন্দ্রে যাবেন এবং ফজরের নামাজ ভোট কেন্দ্রে জামাতে আদায় করে লাইনে দাঁড়িয়ে যাবেন। লক্ষ্য রাখবেন, আপনাদের আগে যেন অন্য কেউ কেন্দ্রে ঢুকতে না পারে। ভোট শুরু হলেই সবাই মিলে ধানের শীষে ভোট দেবেন।"
গাজীপুরের যানজট সমস্যা সমাধানে তারেক রহমান প্রতিশ্রুতি দেন যে, বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম জয়দেবপুর রেলগেট এলাকায় একটি ফ্লাইওভার বা উড়াল সড়ক নির্মাণ করা হবে। এছাড়া তুরাগ, চিলাই ও শালদহ নদী খনন করে পানির প্রবাহ বৃদ্ধি এবং নদীগুলোকে দূষণমুক্ত করার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।
এর আগে ময়মনসিংহের জনসভা শেষ করে রাত ১১টা ৪৫ মিনিটে তারেক রহমান তাঁর স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে রাজবাড়ী ময়দানে পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাঁদের স্বাগত জানান। মঙ্গলবার দুপুর থেকেই রাজবাড়ী ময়দান ছাড়িয়ে পার্শ্ববর্তী শিববাড়ী মোড়, রথখোলা, আদালত এলাকা এবং শহীদ বরকত স্টেডিয়াম পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়।
উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর ৯ মাস ২৮ দিন পর তারেক রহমান গাজীপুরের কোনো জনসভায় সশরীরে উপস্থিত হলেন।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, সহসাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের প্রার্থী মেয়র মজিবুর রহমান খান, গাজীপুর-২ আসনের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।

রাজার ছেলে রাজা হবে—এই সংস্কৃতি বদলে দিতে দেশের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। যার যোগ্যতা আছে, সেই দেশ পরিচালনা করবে।’
৪৩ মিনিট আগে
কোনো তথ্য ছাড়াই সরাসরি যেকোনো ঘটনায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম জড়িয়ে দেওয়া ফ্যাসিবাদী সংস্কৃতিরই প্রতিফলন বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনা ও অন্যরা নিয়মিত এ ধরনের আচরণ করত এবং শেষ পর্যন্ত তারা কীভাবে জনবিচ্ছিন্ন...
২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘একটি দল নানাভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা দেখছি, তারা টাকাপয়সা খরচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তিকে যুক্ত করে বিএনপির নামে মিথ্যা অভিযোগ ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে।
৪ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী গণসংযোগের ধারাবাহিকতায় রাজধানীর উত্তরায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে উত্তরার আজমপুরের ঈদগাহ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
৫ ঘণ্টা আগে