নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিয়ানমারসহ সীমান্তের বিভিন্ন ঘটনায় সরকারের অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সরকারের অভিসন্ধি প্রসূত নীরবতা মূলত দেশের মানুষকে নতজানু করার এক গভীর চক্রান্ত। প্রধানমন্ত্রীর শান্তির বাণী এখন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী প্রতিদিনই পিছু হটছে আর তাতে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সীমান্তের বিভিন্ন ঘটনায় সরকারের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, ‘বিএসএফের গুলিতে বিজিবি মারা গেলেও আওয়ামী লীগ সরকার প্রতিবাদ করার সাহস দেখায় না। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। সেখানে বাংলাদেশের নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায়। সীমান্তে বাংলাদেশি এলাকায় নারী-পুরুষ কেউ নিরাপদ নয়। জীবন যাচ্ছে মর্টারের শেলে। বাংলাদেশের চারদিকে সীমান্ত এলাকায় এখন রক্তক্ষয়ী খেলা চলছে প্রতিবেশী দেশগুলোর ছোড়া অস্ত্রের আঘাতে। বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত।’
মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর জন্য সরকারকে দোষারোপ করে রিজভী বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে–এই ধরনের একটি প্রচেষ্টা আমরা দেখতে চাই। কেন আমাদের দেশের একজন নারী মারা যাবে অন্য দেশের মর্টারশেলে? উপযুক্ত একটা প্রতিবাদ পর্যন্ত দিতে পারে না। কারণ হচ্ছে দুর্বল সরকার, জনসমর্থনহীন সরকার। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি যাদের কোনো অঙ্গীকার নেই। শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য রাষ্ট্রশক্তির ওপর নির্ভর করে যারা ক্ষমতা ধরে রেখেছেন, তারা এটাই করবে। তারা সকল প্রভুদের ভয় করবে আর দেশের জনগণের দিকে বন্দুক দেখাবে, ভয় দেখাবে।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, ‘রাজনীতি নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য যাত্রাপালার সংলাপের ঢঙে সস্তা বিনোদনে ভরপুর। এই ভদ্রলোককে দেখলাম, বর্তমান বিনা ভোটের সরকারপ্রধানের কাছে লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের একটি চিঠি নিয়ে প্রায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, ‘কাদের সাহেব বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, এখন আপনাদের সাহসের উৎস কোথায়? কে সাহায্য করবে?’
তিনি আরও বলেন, ‘কী খুশি! কী উচ্ছলতা ওবায়দুল কাদের সাহেবের! এখানে জনগণ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওনার কাছে বিদেশে ধন্যবাদ দিলেন, অভিনন্দন দিলেন বিনা ভোটের প্রধানমন্ত্রীকে। ওবায়দুল কাদের সাহেব, আপনার এই উল্লাসেই প্রমাণিত হয়, আওয়ামী সরকারের গণভিত্তি ধসে গিয়ে এর নেতারা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন।’

মিয়ানমারসহ সীমান্তের বিভিন্ন ঘটনায় সরকারের অবস্থানের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সরকারের অভিসন্ধি প্রসূত নীরবতা মূলত দেশের মানুষকে নতজানু করার এক গভীর চক্রান্ত। প্রধানমন্ত্রীর শান্তির বাণী এখন দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলেছে। আমাদের সীমান্তরক্ষী বাহিনী প্রতিদিনই পিছু হটছে আর তাতে বাংলাদেশের মানুষ বিপদের সম্মুখীন হচ্ছে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সীমান্তের বিভিন্ন ঘটনায় সরকারের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, ‘বিএসএফের গুলিতে বিজিবি মারা গেলেও আওয়ামী লীগ সরকার প্রতিবাদ করার সাহস দেখায় না। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। সেখানে বাংলাদেশের নাগরিকেরা চরম নিরাপত্তাহীনতায়। সীমান্তে বাংলাদেশি এলাকায় নারী-পুরুষ কেউ নিরাপদ নয়। জীবন যাচ্ছে মর্টারের শেলে। বাংলাদেশের চারদিকে সীমান্ত এলাকায় এখন রক্তক্ষয়ী খেলা চলছে প্রতিবেশী দেশগুলোর ছোড়া অস্ত্রের আঘাতে। বাংলাদেশের মানুষের জীবন এবং ভূমি এখন অরক্ষিত।’
মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশি নাগরিকের মৃত্যুর জন্য সরকারকে দোষারোপ করে রিজভী বলেন, ‘দেশের মানুষের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব শক্তিশালী থাকবে–এই ধরনের একটি প্রচেষ্টা আমরা দেখতে চাই। কেন আমাদের দেশের একজন নারী মারা যাবে অন্য দেশের মর্টারশেলে? উপযুক্ত একটা প্রতিবাদ পর্যন্ত দিতে পারে না। কারণ হচ্ছে দুর্বল সরকার, জনসমর্থনহীন সরকার। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতি যাদের কোনো অঙ্গীকার নেই। শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য রাষ্ট্রশক্তির ওপর নির্ভর করে যারা ক্ষমতা ধরে রেখেছেন, তারা এটাই করবে। তারা সকল প্রভুদের ভয় করবে আর দেশের জনগণের দিকে বন্দুক দেখাবে, ভয় দেখাবে।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, ‘রাজনীতি নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য যাত্রাপালার সংলাপের ঢঙে সস্তা বিনোদনে ভরপুর। এই ভদ্রলোককে দেখলাম, বর্তমান বিনা ভোটের সরকারপ্রধানের কাছে লেখা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের একটি চিঠি নিয়ে প্রায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, ‘কাদের সাহেব বিএনপির প্রতি প্রশ্ন রেখে বলেছেন, এখন আপনাদের সাহসের উৎস কোথায়? কে সাহায্য করবে?’
তিনি আরও বলেন, ‘কী খুশি! কী উচ্ছলতা ওবায়দুল কাদের সাহেবের! এখানে জনগণ ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে ওনার কাছে বিদেশে ধন্যবাদ দিলেন, অভিনন্দন দিলেন বিনা ভোটের প্রধানমন্ত্রীকে। ওবায়দুল কাদের সাহেব, আপনার এই উল্লাসেই প্রমাণিত হয়, আওয়ামী সরকারের গণভিত্তি ধসে গিয়ে এর নেতারা আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৯ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
১১ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
১১ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
১২ ঘণ্টা আগে