
২৫ থেকে ৩০ শতাংশের বেশি ভোটার উন্নত দেশগুলোর নির্বাচনেও থাকে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের নৌকার প্রার্থী আ ক ম মোজাম্মেল হক। তিনি দাবি করেন, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ভোটারের উপস্থিতি ছিল নির্বাচনে।
আজ রোববার বিকেলে গাজীপুরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রত্যাশা অনুযায়ী ভোটারদের কেন্দ্রে আনা যায়নি কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পশ্চিমা দেশগুলোর নির্বাচনে কোনো খানে ২৫-৩০ পার্সেন্টের বেশি ভোটার নাই। আমেরিকাতেও না, ইংল্যান্ডেও না।’
আ ক ম মোজাম্মেল হক বলেন, লোকাল ইলেকশনে যেমন ভোটার হয়, জাতীয়তে সে পরিমাণে হয় না। কারণ লোকাল ইলেকশনে মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র সাহেবরা বাড়ি বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে, জাতীয় নির্বাচনে সেটা সম্ভব হয় না।
আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, ‘আমি মনে করি, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পার্সেন্টেজ উপস্থিতি ছিল। মানে এক-তৃতীয়াংশ।’
নির্বাচনের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু ছিল জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘গ্রহণযোগ্যতো বটেই একটি অবাধ নির্বাচন আজ পুরো জাতি দেখেছে। যারা বলতেন শেখ হাসিনার আমলে সুষ্ঠু নির্বাচন হয় না; আমার মনে হয় জনগণ তার জবাব দিয়েছে।’
এ সময় তিনি নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এত কিছুর পরেও নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ভোট আয়োজন করতে সক্ষম হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের জাতীয় ও আন্তর্জাতিক ক্রেডিবিলিটি অনেক বৃদ্ধি পেয়েছে।’
নিজের জয়ের ব্যাপারে তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী। কারণ জনগণের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। তারাও আমাকে সেভাবে মূল্যায়ন করেছে। আশা করি, সেভাবেই তারা তাদের রায় দেবে।’

মাহদী আমীন প্রথম কর্মসূচি হিসেবে তুলে ধরেন ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগ। তিনি জানান, এর আওতায় আজ থেকেই সারা দেশে পোস্টার ও ড্যাংলারের মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড ছড়িয়ে দেওয়া হচ্ছে।
৭ মিনিট আগে
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামি নির্বাচনে জয়ী হলে মিরপুরের বর্জ্যে ভরা খাল ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নসহ ভাঙা রাস্তাঘাট ও লাইটপোস্ট মেরামত করা হবে। তিনি এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার পাশাপাশি মনিপুর হাইস্কুলসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশ্বমানের মানে উন্নীত
১ ঘণ্টা আগে
বিএনপি সরকার গঠন করলে প্রতি পরিবারকে যে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তার সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে তিনি প্রশ্ন তুলে বলেছেন, ‘বিএনপির ফ্যামিলি কার্ড জনগণ পর্যন্ত পৌঁছাবে তো? ২০০০ টাকার কার্ড নিতে ১০০০ টাকার ঘুষ...
১ ঘণ্টা আগে
মাগরিবের নামাজের আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত খেলার মাঠের সমাবেশস্থলে পৌঁছায়। তারেক রহমান মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজের পর সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। শুরুতে তিনি জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
১ ঘণ্টা আগে