নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোনো “গোপন বন্দিশালা” থাকতে পারে না। অজ্ঞাতনামা নির্দেশে রাষ্ট্রের কোনো নাগরিক আক্রান্ত বা গ্রেপ্তার হতে পারে না। কোনো নাগরিক নির্মমতা বা বীভৎসতার শিকার হতে পারে না।’
আজ সোমবার ঢাকার উত্তরায় শরীয়তপুর জেলা জেএসডি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে আবদুর রব এ কথা বলেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজ সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, ‘ঢাকায় একটি গোয়েন্দা সংস্থার আয়োজনে আয়নাঘর নামক একটি স্থাপনায় সরকারবিরোধী ও বিরুদ্ধমতের অনেককে মাসের পর মাস এমনকি বছরের পর বছর আটক রাখা হয়েছিল।’
রব বলেন, ‘পরিকল্পিত গুম, হত্যা, নির্যাতন, অবৈধ আটক এবং গোপন বন্দিশালা শুধু গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয়। বরং এগুলো মানবতাবিরোধী অপরাধেরও সমতুল্য। তাই দ্রুত “তদন্ত কমিশন” গঠন করে কথিত “আয়নাঘর”-এর প্রকৃত অবস্থা জাতির সামনে উপস্থাপন করে জনগণকে ভয়ভীতিমুক্ত করা সরকারের নৈতিক দায়িত্ব।’
আবদুর রব বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার নামে সরকারের গোপন অভিলাষ চরিতার্থ করার লক্ষ্যে ভিন্ন মত ও পথের মানুষকে তুলে নিয়ে গোপন কারাগারে অন্ধকারাচ্ছন্ন কারাকক্ষে মাসের পর মাস বা বছরের পর বছর আটক রেখে ভয়াবহ নির্যাতন করা আইনগত বা নৈতিকভাবে গ্রহণীয় নয়। আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেপ্তার ও আটক সম্পর্কে সংবিধানে যে সুরক্ষা প্রদান করা হয়েছে, তা লঙ্ঘন করার এখতিয়ার প্রজাতন্ত্রের কোনো প্রতিষ্ঠানের নেই। এই নিষ্ঠুর রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদ করা অনিবার্য হয়ে পড়েছে।’
দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশ কারও উপনিবেশ নয়। অবিলম্বে গুম, খুন, নির্যাতন, অবৈধ আটক ও গোপন বন্দিশালা সম্পূর্ণভাবে বন্ধ করত হবে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সাংবিধানিক শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দলের সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ ও শরীয়তপুর জেলা আহ্বায়ক নূরুল ইসলাম মাল প্রমুখ এ আয়োজনে বক্তৃতা করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘রক্তের বিনিময়ে অর্জিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কোনো “গোপন বন্দিশালা” থাকতে পারে না। অজ্ঞাতনামা নির্দেশে রাষ্ট্রের কোনো নাগরিক আক্রান্ত বা গ্রেপ্তার হতে পারে না। কোনো নাগরিক নির্মমতা বা বীভৎসতার শিকার হতে পারে না।’
আজ সোমবার ঢাকার উত্তরায় শরীয়তপুর জেলা জেএসডি প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে আবদুর রব এ কথা বলেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সুইডেনভিত্তিক সংবাদমাধ্যম নেত্র নিউজ সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, ‘ঢাকায় একটি গোয়েন্দা সংস্থার আয়োজনে আয়নাঘর নামক একটি স্থাপনায় সরকারবিরোধী ও বিরুদ্ধমতের অনেককে মাসের পর মাস এমনকি বছরের পর বছর আটক রাখা হয়েছিল।’
রব বলেন, ‘পরিকল্পিত গুম, হত্যা, নির্যাতন, অবৈধ আটক এবং গোপন বন্দিশালা শুধু গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয়। বরং এগুলো মানবতাবিরোধী অপরাধেরও সমতুল্য। তাই দ্রুত “তদন্ত কমিশন” গঠন করে কথিত “আয়নাঘর”-এর প্রকৃত অবস্থা জাতির সামনে উপস্থাপন করে জনগণকে ভয়ভীতিমুক্ত করা সরকারের নৈতিক দায়িত্ব।’
আবদুর রব বলেন, ‘রাষ্ট্রের নিরাপত্তার নামে সরকারের গোপন অভিলাষ চরিতার্থ করার লক্ষ্যে ভিন্ন মত ও পথের মানুষকে তুলে নিয়ে গোপন কারাগারে অন্ধকারাচ্ছন্ন কারাকক্ষে মাসের পর মাস বা বছরের পর বছর আটক রেখে ভয়াবহ নির্যাতন করা আইনগত বা নৈতিকভাবে গ্রহণীয় নয়। আইনের আশ্রয় লাভের অধিকার, গ্রেপ্তার ও আটক সম্পর্কে সংবিধানে যে সুরক্ষা প্রদান করা হয়েছে, তা লঙ্ঘন করার এখতিয়ার প্রজাতন্ত্রের কোনো প্রতিষ্ঠানের নেই। এই নিষ্ঠুর রাষ্ট্রব্যবস্থা উচ্ছেদ করা অনিবার্য হয়ে পড়েছে।’
দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, বাংলাদেশ কারও উপনিবেশ নয়। অবিলম্বে গুম, খুন, নির্যাতন, অবৈধ আটক ও গোপন বন্দিশালা সম্পূর্ণভাবে বন্ধ করত হবে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সাংবিধানিক শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। দলের সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ ও শরীয়তপুর জেলা আহ্বায়ক নূরুল ইসলাম মাল প্রমুখ এ আয়োজনে বক্তৃতা করেন।

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১৬ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৭ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৮ ঘণ্টা আগে