Ajker Patrika

সরকার কি আদৌ জনগণের আস্থা রাখতে চায়: তারেক রহমানের প্রশ্ন

আজকের পত্রিকা ডেস্ক­
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

তিন মাস বয়সী অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষার প্রতি বোধ হয় ভ্রুক্ষেপ করা হচ্ছে না। তারা যেটা ভালো মনে করছে, সেটাই হয়তো চাপিয়ে দিতে চাইছে।’

আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) কাউন্সিলে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের ওপর আস্থা রাখতে চাইছে। তবে প্রশ্ন হচ্ছে-সরকার কি আদৌ জনগণের আস্থা রাখতে চায়?’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘১৫ বছরের জঞ্জাল তিন মাসে দূর করা সম্ভব নয়। কিন্তু তিন মাস পরে এসে সরকারের সফলতা ও ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য নয়। অন্তর্বর্তী সরকারের একটি বিষয় মনে রাখা দরকার যে, জনগণের সকল দাবি হয়তো তাদের পূরণ করা সম্ভব নয়। কিন্তু সরকার পরিচালনায় যদি অদক্ষতা পরিলক্ষিত হয়, জনগণ সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কাজ করতে গিয়ে অগ্রাধিকার নির্বাচন যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে।’

ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জনে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘একজন নাগরিকের প্রধান হাতিয়ার হচ্ছে ভোট প্রয়োগের অধিকার। এই অধিকার প্রয়োগের অধিকার না পেলে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক তৈরি হয় না। জনগণ যখন বুঝবে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সত্যিকারভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে সম্পর্কটা দৃঢ় হবে।’

‘এই সরকার ব্যর্থ হলে গণতন্ত্র ব্যর্থ হবে’ এমন মন্তব্য করে তারেক রহমান বলেন, ‘এই সরকারের ব্যর্থতা আমাদের সবার ব্যর্থতা। সরকারকে ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা কিন্তু বসে নেই। তারা কিন্তু ওৎ পেতে আছে, এই সরকারকে ব্যর্থ করে দিতে।’

তিনি বলেন, জনগণের সঙ্গে সরকারের আস্থা নিবিড় থাকলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের ডালপালা বিস্তারের সুযোগ পাবে না। জনগণ যা চাইছে, সেটাকে যদি সরকার আমলে নেয়, তাহলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চ্যালেঞ্জ শুধু অন্তর্বর্তী সরকারেরই নয়। এই চ্যালেঞ্জ আগামী দিনে যে সরকার আসবে, তাদেরও।

তিনি বলেন, আমরা কঠিন সময় অতিক্রম করছি। সতর্কতার সঙ্গে এই সময়টা আমাদের অতিক্রম করতে হবে। এ সময়ে বিএনপিকে নেতৃত্ব দিতে হবে, সাফল্য অর্জন করতে হবে।

প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান ফখরুল। তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই-দেশের মানুষের মূল আকাঙ্ক্ষা হচ্ছে একটি গণতান্ত্রিক সরকার। সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে। অতি দ্রুত নির্বাচনের দিকে যাওয়াই হবে এই দেশের মানুষের জন্য কল্যাণকর।’

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গেছি, যাব। এই লড়াইয়ে আমরা যেন পিছিয়ে না পড়ি, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার প্রমুখ বক্তব্য দেন। জেটেব এর সভাপতি প্রকৌশলী ফখরুল আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে খালেদা জিয়ার মরদেহ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১: ৩৯
জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। ছবি: আজকের পত্রিকা
জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ। ছবি: আজকের পত্রিকা

গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে যাত্রা শুরু করেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহবাহী জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি। আজ বুধবার বেলা ১১টার দিকে গুলশানের ৭৯ সড়কে ১৯৬ নম্বর বাড়িতে তারেক রহমানের বাসভবন থেকে বের হয় গাড়িবহর।

এর আগে, আজ সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো সাবেক প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি তারেক রহমানের বাসভবনে প্রবেশ করে। এর পাশেই খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ফিরোজা।

এ সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে মরদেহ বাসার ভেতরে নেওয়া হলে স্বজনদের মধ্যে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয়স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় খালেদা জিয়ার মরদেহের পাশে বসে তাঁর সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোরআন তেলাওয়াত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ এবং রেজা কিবরিয়াসহ দলের শীর্ষ নেতারা। বাসার বাইরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ ভিড় করেন। প্রিয় নেত্রীকে শেষবারের মতো এক নজর দেখার চেষ্টা করেন অনেকে। এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

মায়ের কফিনের পাশে বসে তারেক রহমানের কোরআন তিলাওয়াত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১: ৩৪
মা খালেদা জিয়ার কফিনের পাশে কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা
মা খালেদা জিয়ার কফিনের পাশে কোরআন তিলাওয়াত করছেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ আজ বুধবার সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকেন। পাশেই খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’।

বাসভবনে মা খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলে সেখানে কফিনের পাশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পবিত্র কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে। আজ বুধবার সকাল ১০টা ২৭ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের কোরআন তিলাওয়াতরত ভিডিও পোস্ট করা হয়।

আজ সকাল ৯টা ১৫ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো সাবেক প্রধানমন্ত্রীর মরদেহবাহী গাড়ি ফিরোজায় প্রবেশ করে। এ সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়। নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে মরদেহ বাসার ভেতরে নেওয়া হলে স্বজনদের মধ্যে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আত্মীয়স্বজন কান্নায় ভেঙে পড়েন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, রেজা কিবরিয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাসার বাইরে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ ভিড় করে। প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখার চেষ্টা করেন অনেকে। পুরো ফিরোজা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পতাকায় মোড়ানো গাড়িতে খালেদা জিয়ার অন্তিমযাত্রা, মানিক মিয়া অ্যাভিনিউ জনসমুদ্র

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১: ৪৬
মানিক মিয়া অ্যাভিনিউ দুপুরের আগেই জনসমুদ্র। ছবি: ফেসবুক
মানিক মিয়া অ্যাভিনিউ দুপুরের আগেই জনসমুদ্র। ছবি: ফেসবুক
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৯: ২৩
খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে নেওয়া হয়েছে ফিরোজায়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হয়েছে তাঁর গুলশানের বাসভবন ফিরোজায়।

আজ বুধবার সকাল ৯টার আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মরদেহবাহী গাড়ি ফিরোজার পথে রওনা হয়।

খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাজা আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীতে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত