নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) মেয়র নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। নির্বাচন আগামী রোববার। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সংবাদ সম্মেলনে আইভী বলেন, ‘আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব।’
নির্বাচন উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়।’
নির্বাচনে সহিংসতার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তাঁর অনেক আগে থেকে যাতায়াত। খুব ভালো সম্পর্ক তাঁর সঙ্গে আমার। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’
আইভী বলেন, ‘সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, আমার ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে, যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’
আইভী সাংবাদিকদের বলেন, ‘এখানে আইভী ভার্সেস অনেক কিছু। সুতরাং অনেক কিছুই হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি।’
কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে। এখানে কোনো ঝামেলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’
আগের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন কঠিন কি না—এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সবগুলো নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এই নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি। এর বিভিন্ন কারণ রয়েছে।’
আইভী বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’
এই শহর নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে আইভী বলেন, ‘ইট-পাথরের এই শহরকে সবুজায়ন করার চেষ্টা করছি। আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা থাকবে।’
আরও পড়ুন:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) মেয়র নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। নির্বাচন আগামী রোববার। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সংবাদ সম্মেলনে আইভী বলেন, ‘আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব।’
নির্বাচন উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়।’
নির্বাচনে সহিংসতার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তাঁর অনেক আগে থেকে যাতায়াত। খুব ভালো সম্পর্ক তাঁর সঙ্গে আমার। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’
আইভী বলেন, ‘সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, আমার ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে, যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’
আইভী সাংবাদিকদের বলেন, ‘এখানে আইভী ভার্সেস অনেক কিছু। সুতরাং অনেক কিছুই হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি।’
কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে। এখানে কোনো ঝামেলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’
আগের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন কঠিন কি না—এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সবগুলো নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এই নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি। এর বিভিন্ন কারণ রয়েছে।’
আইভী বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’
এই শহর নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে আইভী বলেন, ‘ইট-পাথরের এই শহরকে সবুজায়ন করার চেষ্টা করছি। আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা থাকবে।’
আরও পড়ুন:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
১ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১২ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৩ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১৩ ঘণ্টা আগে