
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) মেয়র নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ। নির্বাচন আগামী রোববার। আজ শুক্রবার সকালে নারায়ণগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী। সংবাদ সম্মেলনে আইভী বলেন, ‘আমি লক্ষাধিক ভোটের ব্যবধানে পাস করব।’
নির্বাচন উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেছেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর হয়।’
নির্বাচনে সহিংসতার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি সহিংসতার বিপক্ষে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার সম্পর্কে চাচা। আমাদের বাসায় তাঁর অনেক আগে থেকে যাতায়াত। খুব ভালো সম্পর্ক তাঁর সঙ্গে আমার। কিন্তু ভোটযুদ্ধে আমরা প্রতিপক্ষ।’
আইভী বলেন, ‘সহিংসতা হলে আমারই ক্ষতি হবে। আমার যে কেন্দ্রগুলো জমজমাট, আমার ভোট বেশি, সেখানে অন্যরা সমস্যা করতে পারে, যাতে আমার ভোটাররা কেন্দ্রে না আসতে পারে। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি। তারা যেন সজাগ থাকে সেটা বলেছি।’
আইভী সাংবাদিকদের বলেন, ‘এখানে আইভী ভার্সেস অনেক কিছু। সুতরাং অনেক কিছুই হতে পারে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথা বলেছি।’
কেন্দ্রীয় নেতারা নির্বাচন প্রভাবিত করার জন্য এখানে আসছে এমন অভিযোগের জবাবে আইভী বলে, ‘ঢাকা থেকে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণে এসেছে। এখানে কোনো ঝামেলা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছে। তারা আমার জয় নিয়ে শঙ্কিত নয়, কখনো ছিল না। তাই প্রভাবিত করার কিছু নেই।’
আগের নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন কঠিন কি না—এমন প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘সবগুলো নির্বাচনই চ্যালেঞ্জিং ছিল। এই নির্বাচনে চ্যালেঞ্জ একটু বেশি। এর বিভিন্ন কারণ রয়েছে।’
আইভী বলেন, ‘আমাকে পরাজিত করতে অনেক পক্ষ হয়েছে। কীভাবে আমাকে পরাজিত করা যায় তার চেষ্টা অনেকেই করছে। তবে সবাই জানে আমার বিজয় সুনিশ্চিত।’
এই শহর নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে আইভী বলেন, ‘ইট-পাথরের এই শহরকে সবুজায়ন করার চেষ্টা করছি। আরও সুন্দর করে গড়ে তোলার চেষ্টা থাকবে।’
আরও পড়ুন:

কোন নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানের অভিযোগ এনে তিনি বলেছেন, ‘আগেই তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কি করবে? তারা শুধু ঠকাচ্ছেই না, আপনাদের দিয়ে তারা শিরক করাচ্ছেন।’
৪০ মিনিট আগে
শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মধ্যে দিয়ে শুরু হয়েছে এনসিপি (জাতীয় নাগরিক পার্টির) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা।
৪৩ মিনিট আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার কার্যক্রম শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী জনসভায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
১ ঘণ্টা আগে
বিএনপির নির্বাচনী জনসভার মঞ্চে হাজির হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তারেক রহমান সমাবেশের মঞ্চে হাজির হন। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার...
২ ঘণ্টা আগে