নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্রলীগ ও যুবলীগ এক সর্বনাশা সময় সৃষ্টি করেছে। বর্তমান এই ঘোর দুর্দিনে জনগণের জানমাল এখন ভয়ানক বিপন্ন। তাদের অব্যাহত গুম, খুন, নারী ও শিশু নির্যাতনে সারা দেশে এক বিষাদের ছায়া নেমে এসেছে। সরকারের নির্দেশেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। দেশে এখন প্রকৃত আইনের হাতের চেয়েও অবৈধ ক্ষমতার হাত অনেক লম্বা।’
যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনি এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন রিজভী।
দেশে বেকারত্ব, দারিদ্র্য, অনাহার, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিং থেকে জনগণের দৃষ্টি সরাতেই এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, তথাকথিত উন্নয়নের মাধ্যমে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তোলা হয়েছে। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে ঠেকেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। সমাজ থেকে ন্যায়বিচার উচ্ছেদ করা হয়েছে। দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে তছনছ করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ এখন সরকারের অবৈধ সিদ্ধান্ত বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে। নানা কালাকানুনের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে মানুষের বাক্স্বাধীনতা। মানুষের ভোটের অধিকার নেই, মুক্তভাবে কথা বলার অধিকার নেই, দেশের সব সেক্টরে এখন নৈরাজ্য চলছে।
রিজভী আরও বলেন, নানা অন্যায়, অবিচারের প্রতিবাদে বাংলাদেশের বিরোধী দলগুলো যেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই আতঙ্ক থেকে বিরোধী দল নিধনে কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে যুবদল নেতা বদিউজ্জামানকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কুড়িগ্রামের শফিকুল ইসলামকে। এই সমস্ত হত্যাকাণ্ড পরিকল্পিত, এক বৃহত্তর মাস্টারপ্ল্যানেরই অংশ। মানুষ যাতে সরকারের বিরুদ্ধাচরণ করার সাহস না পায়, এই হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণকে সেই মরণবার্তা দেওয়া হলো বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় এবং ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্রলীগ ও যুবলীগ এক সর্বনাশা সময় সৃষ্টি করেছে। বর্তমান এই ঘোর দুর্দিনে জনগণের জানমাল এখন ভয়ানক বিপন্ন। তাদের অব্যাহত গুম, খুন, নারী ও শিশু নির্যাতনে সারা দেশে এক বিষাদের ছায়া নেমে এসেছে। সরকারের নির্দেশেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের হত্যা ও নির্যাতনের পথ বেছে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। দেশে এখন প্রকৃত আইনের হাতের চেয়েও অবৈধ ক্ষমতার হাত অনেক লম্বা।’
যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধোনি এবং কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলামকে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন রিজভী।
দেশে বেকারত্ব, দারিদ্র্য, অনাহার, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি এবং ভয়াবহ লোডশেডিং থেকে জনগণের দৃষ্টি সরাতেই এসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে উল্লেখ করে রিজভী বলেন, তথাকথিত উন্নয়নের মাধ্যমে লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তোলা হয়েছে। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে অর্থনীতিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তলানিতে ঠেকেছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। সমাজ থেকে ন্যায়বিচার উচ্ছেদ করা হয়েছে। দলীয়করণের মাধ্যমে প্রশাসনকে তছনছ করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ এখন সরকারের অবৈধ সিদ্ধান্ত বাস্তবায়নের যন্ত্রে পরিণত হয়েছে। নানা কালাকানুনের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে মানুষের বাক্স্বাধীনতা। মানুষের ভোটের অধিকার নেই, মুক্তভাবে কথা বলার অধিকার নেই, দেশের সব সেক্টরে এখন নৈরাজ্য চলছে।
রিজভী আরও বলেন, নানা অন্যায়, অবিচারের প্রতিবাদে বাংলাদেশের বিরোধী দলগুলো যেন শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করতে না পারে, সেই আতঙ্ক থেকে বিরোধী দল নিধনে কর্মসূচি হাতে নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে যুবদল নেতা বদিউজ্জামানকে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে কুড়িগ্রামের শফিকুল ইসলামকে। এই সমস্ত হত্যাকাণ্ড পরিকল্পিত, এক বৃহত্তর মাস্টারপ্ল্যানেরই অংশ। মানুষ যাতে সরকারের বিরুদ্ধাচরণ করার সাহস না পায়, এই হত্যাকাণ্ডের মাধ্যমে জনগণকে সেই মরণবার্তা দেওয়া হলো বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে উপজেলা বিএনপির নেতা শহীদুল ইসলাম চৌধুরীর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় এবং ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চুর বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিজভী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার চূড়ান্ত প্রার্থীদের এই তালিকা প্রকাশ করে এনসিপি। দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির দপ্তর উপকমিটির প্রধান সাদিয়া ফারজানা...
৭ ঘণ্টা আগে
দ্বৈত নাগরিকত্ব ছাড়ার আবেদন করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন ২৩ জন প্রার্থী। তাঁদের মধ্যে ১৫ জনই যুক্তরাজ্যের নাগরিকত্ব ছাড়া। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তিনজন, কানাডার দুজন এবং তুরস্ক, অস্ট্রেলিয়া ও ফিনল্যান্ড থেকে একজন করে নাগরিকত্ব ছেড়ে প্রার্থী হয়েছেন।
৯ ঘণ্টা আগে
দলীয় সিদ্ধান্ত না মেনে বিভিন্ন সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির অনেক নেতা। ‘বিদ্রোহী’ হিসেবে বিবেচিত এসব প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহারে আলোচনা ও সাংগঠনিক ব্যবস্থাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে এসব উদ্যোগ শেষ পর্যন্ত খুব একটা কাজে দেয়নি।
৯ ঘণ্টা আগে
দলের ঘোষিত আটটি অগ্রাধিকারভিত্তিক সামাজিক নীতির কাঠামো কূটনৈতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীদের জানিয়েছে বিএনপি। দলটি রাষ্ট্রক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও মসজিদ-মাদ্রাসাভিত্তিক ধর্মীয় নেতাদের জনকল্যাণমুখী কর্মকাণ্ড কীভাবে এগিয়ে নেবে, তা
১০ ঘণ্টা আগে