Ajker Patrika

‘দ্য অ্যাম্বাসেডর পার্টি’ নামে দল করতে পারেন: বিদেশি কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘দ্য অ্যাম্বাসেডর পার্টি’ নামে দল করতে পারেন: বিদেশি কূটনীতিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের নানা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ক্ষোভের সঙ্গে তিনি বলেছেন, কূটনীতিকেরা চাইলে একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন। সেই দলের নামও প্রস্তাব করেছেন মন্ত্রী। 

আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের আলাপকালে এমন কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। 

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের নানা মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রদূতেরা একটি রাজনৈতিক দল গঠন করুন, এটা হচ্ছে “দ্য অ্যাম্বাসেডর পার্টি” বা অন্য কিছু। আর একটি অঙ্গীকার তাঁরা করতে পারেন, যারা তাঁদের ভোট দেবেন, তাঁদের নিজেদের দেশের নাগরিক করে নিয়ে যাবেন। এমনটি হলে অনেকেই তাঁদের ভোট দেবেন।’ 

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে কিছু লোকের হুমকি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার বাক্‌স্বাধীনতায় বিশ্বাস করে। এমন অবস্থায় কারও মুখ আঠা দিয়ে বন্ধ করে দেওয়া যাবে না। তবে কেউ গর্হিত কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

বন্ধু দেশগুলোকে কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশন মেনে চলার তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে বড় বড় কথা বলবেন না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত