নিজস্ব প্রতিবেদক, ঢাকা

একতরফা নির্বাচন বর্জনের পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন ঘোষণা দেন দলটির নেতা-কর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।
সমাবেশে নির্বাচন কমিশনকে ক্ষমতাসীন সরকারের পুতুল উল্লেখ করে ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে আরেকটি প্রহসনমূলক ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে পুতুল নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকামী জনগণকে চূড়ান্ত লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে।’
তিনি বলেন, ‘একতরফা নির্বাচন বর্জনের পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে চিরকাল রাষ্ট্রক্ষমতায় থাকার প্রকল্প রচনা করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে দুটি প্রহসন অনুষ্ঠিত হয়েছে।’
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি আনিসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শংকর আচার্য্য, মঞ্জুর মঈন প্রমুখ।
শামসুজ্জামান হীরা বলেন, ‘বাংলাদেশের মানুষ চিরকাল মরণপণ লড়াইয়ের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। দেশের রাজনৈতিক এই ক্রান্তিকালে তারা গণ-আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’
সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘ক্ষমতাসীন সরকার দেশের শ্রমিক ও মেহনতি মানুষকে অর্ধাহারে-অনাহারে থাকতে বাধ্য করছে। একদিকে চরম বাজার নৈরাজ্য, অন্যদিকে সীমাহীন লুটপাট-অর্থ পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে।’

একতরফা নির্বাচন বর্জনের পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সিপিবি আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এমন ঘোষণা দেন দলটির নেতা-কর্মীরা।
ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হয়।
সমাবেশে নির্বাচন কমিশনকে ক্ষমতাসীন সরকারের পুতুল উল্লেখ করে ঢাকা দক্ষিণ কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অধীনে আরেকটি প্রহসনমূলক ও একতরফা নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে পুতুল নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকামী জনগণকে চূড়ান্ত লড়াইয়ের পথে ঠেলে দিয়েছে।’
তিনি বলেন, ‘একতরফা নির্বাচন বর্জনের পথেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। শেখ হাসিনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে চিরকাল রাষ্ট্রক্ষমতায় থাকার প্রকল্প রচনা করেছেন। সেই প্রকল্পের অংশ হিসেবে ২০১৪ ও ২০১৮ সালে নির্বাচনের নামে দুটি প্রহসন অনুষ্ঠিত হয়েছে।’
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি আনিসুজ্জামান হীরার সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শংকর আচার্য্য, মঞ্জুর মঈন প্রমুখ।
শামসুজ্জামান হীরা বলেন, ‘বাংলাদেশের মানুষ চিরকাল মরণপণ লড়াইয়ের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছে। দেশের রাজনৈতিক এই ক্রান্তিকালে তারা গণ-আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটাবে।’
সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেন বলেন, ‘ক্ষমতাসীন সরকার দেশের শ্রমিক ও মেহনতি মানুষকে অর্ধাহারে-অনাহারে থাকতে বাধ্য করছে। একদিকে চরম বাজার নৈরাজ্য, অন্যদিকে সীমাহীন লুটপাট-অর্থ পাচারের মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে।’

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
১০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
৩১ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাঁকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এ জন্য এটি গোপন রাখা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা
৩ ঘণ্টা আগে