দিনাজপুর প্রতিনিধি

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করলেও সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘বিএনপি দীর্ঘদিন যাবৎ দাবি আদায়ে পদযাত্রা, বিক্ষোভ, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেই যাচ্ছে। কিন্তু কোনোটাতেই সফল হয়নি। সরকারের পতনও হয়নি, শেখ হাসিনাকেও দেশ ছেড়ে পালাতে হয়নি।’
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানের আগে ইনস্টিটিউটের সেন্ট্রাল স্ট্রেস রিসার্চ কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০১৩ সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। এ জন্য তারা আগুন-সন্ত্রাস চালিয়েছে, গাড়িতে আগুন দিয়েছে, স্কুলঘর জ্বালিয়ে দিয়েছে, রেললাইন তুলে ফেলেছে, পুলিশকে হত্যা করেছে। ২০১৪ সালে নির্বাচন বয়কট করেছে। ২০১৫ সালে একটানা ৯০ দিন হরতাল অবরোধের নামে বাংলাদেশকে অচল করার চেষ্টা করেছে। এখন তাদের একটাই দাবি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা রাজ্জাক বলেন, ‘একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীর দায়িত্বই হচ্ছে দেশে অবস্থান করা, সেটা জেলেই হোক আর বাইরেই হোক। কিন্তু তিনি বিদেশে লন্ডনের বিলাসবহুল বাড়িতে অবস্থান করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আন্দোলনের নির্দেশ দেন। কিন্তু তাঁরা কিছুতেই সফল হবেন না।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর সব দেশেই স্বচ্ছতার জন্য একটি সফল বিরোধী দল দরকার। আমরা চাই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পার্লামেন্টে একটা শক্ত বিরোধী দল থাকুক। কিন্তু তাদের নৈরাজ্যের কারণে তারা ব্যর্থ হবে এবং এক সময় বিএনপির অস্তিত্বই এ দেশে থাকবে বলে মনে হয় না।’
পরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সেমিনার রুমে কর্মশালায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বক্তব্য দেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিনা উদ্ভাবিত তেলজাতীয় ও অন্যান্য ফসলের জাতের সম্প্রসারণবিষয়ক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করলেও সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘বিএনপি দীর্ঘদিন যাবৎ দাবি আদায়ে পদযাত্রা, বিক্ষোভ, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেই যাচ্ছে। কিন্তু কোনোটাতেই সফল হয়নি। সরকারের পতনও হয়নি, শেখ হাসিনাকেও দেশ ছেড়ে পালাতে হয়নি।’
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা ২০২৩-এর উদ্বোধন অনুষ্ঠানের আগে ইনস্টিটিউটের সেন্ট্রাল স্ট্রেস রিসার্চ কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি ২০১৩ সাল থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছে। এ জন্য তারা আগুন-সন্ত্রাস চালিয়েছে, গাড়িতে আগুন দিয়েছে, স্কুলঘর জ্বালিয়ে দিয়েছে, রেললাইন তুলে ফেলেছে, পুলিশকে হত্যা করেছে। ২০১৪ সালে নির্বাচন বয়কট করেছে। ২০১৫ সালে একটানা ৯০ দিন হরতাল অবরোধের নামে বাংলাদেশকে অচল করার চেষ্টা করেছে। এখন তাদের একটাই দাবি- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ নেতা রাজ্জাক বলেন, ‘একজন দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীর দায়িত্বই হচ্ছে দেশে অবস্থান করা, সেটা জেলেই হোক আর বাইরেই হোক। কিন্তু তিনি বিদেশে লন্ডনের বিলাসবহুল বাড়িতে অবস্থান করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আন্দোলনের নির্দেশ দেন। কিন্তু তাঁরা কিছুতেই সফল হবেন না।’
তিনি আরও বলেন, ‘পৃথিবীর সব দেশেই স্বচ্ছতার জন্য একটি সফল বিরোধী দল দরকার। আমরা চাই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য পার্লামেন্টে একটা শক্ত বিরোধী দল থাকুক। কিন্তু তাদের নৈরাজ্যের কারণে তারা ব্যর্থ হবে এবং এক সময় বিএনপির অস্তিত্বই এ দেশে থাকবে বলে মনে হয় না।’
পরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সেমিনার রুমে কর্মশালায় বক্তব্য দেন কৃষিমন্ত্রী। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া বক্তব্য দেন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিনা উদ্ভাবিত তেলজাতীয় ও অন্যান্য ফসলের জাতের সম্প্রসারণবিষয়ক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন মন্ত্রী।

খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘নববর্ষে আমাদের উচ্চারণ হোক ধ্বংস নয়, প্রতিশোধ নয়, আসুন, ভালোবাসা, পরমতসহিষ্ণুতা, শান্তি ও সৌহার্দ্যের সমাজ গড়ে তুলি।’
৯ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। দলের সকল পদ থেকে অব্যাহতি চেয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
৩১ মিনিট আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাক্কোডি।
২ ঘণ্টা আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতের ওই কূটনীতিক তাঁকে বৈঠকটি গোপন রাখতে বলেছেন। এ জন্য এটি গোপন রাখা হয়েছে। এ ছাড়া জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ঐক্য সরকার গঠনের কথা
৩ ঘণ্টা আগে