নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়া এক নারী দাবি করেছেন, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গেই জড়িত নন। এই কমিটির সঙ্গেও তিনি নেই। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান।
সামিয়া সুলতানা শারমীন নামের ওই নারী একজন শিক্ষানবিশ আইনজীবী। তাঁকে কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ৩১ সদস্যের এই নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে নিজের নাম দেখে সামিয়া ফেসবুকে লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পারলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কের সদস্যে আমার নাম। আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত না এবং আমি এই কমিটির সাথেও কোনোভাবে জড়িত না। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে। আমি এই বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এই বিষয়ে আইনের আশ্রয় নেব।’
জানতে চাইলে সামিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে, আমি তাদের শাস্তি চাই।’
এদিকে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত জুবায়ের আহাম্মেদকে কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়া শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী কমিটিতে স্থান পাওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই নেতা-কর্মীদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিন্দা জানাচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা এনসিপির ১ নম্বর সদস্য আরিফ সাফফারী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়া এক নারী দাবি করেছেন, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গেই জড়িত নন। এই কমিটির সঙ্গেও তিনি নেই। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান।
সামিয়া সুলতানা শারমীন নামের ওই নারী একজন শিক্ষানবিশ আইনজীবী। তাঁকে কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ৩১ সদস্যের এই নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে নিজের নাম দেখে সামিয়া ফেসবুকে লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পারলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কের সদস্যে আমার নাম। আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত না এবং আমি এই কমিটির সাথেও কোনোভাবে জড়িত না। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে। আমি এই বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এই বিষয়ে আইনের আশ্রয় নেব।’
জানতে চাইলে সামিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে, আমি তাদের শাস্তি চাই।’
এদিকে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত জুবায়ের আহাম্মেদকে কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়া শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী কমিটিতে স্থান পাওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই নেতা-কর্মীদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিন্দা জানাচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা এনসিপির ১ নম্বর সদস্য আরিফ সাফফারী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দুই দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ২৩ ও ২৪ জানুয়ারি তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও গাইবান্ধা ভ্রমণ করবেন।
৬ ঘণ্টা আগে
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার (১৬ জানুয়ারি) দলটির যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
৬ ঘণ্টা আগে
কোনো একক দলের নয়, শেষ পর্যন্ত দেশ ও জনগণের নেত্রী হয়ে উঠেছিলেন সম্প্রতি প্রয়াত বিএনপির প্রধান খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় এটিই ছিল বক্তাদের কথার অন্যতম মূল সুর। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শোকসভার আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগে
টানাপোড়েন ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের নির্বাচনী জোট থেকে বেরিয়ে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটির এই জোটে না থাকার স্পস্ট আভাস গত বৃহস্পতিবার রাতেই পাওয়া গিয়েছিল।
৬ ঘণ্টা আগে