নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়া এক নারী দাবি করেছেন, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গেই জড়িত নন। এই কমিটির সঙ্গেও তিনি নেই। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান।
সামিয়া সুলতানা শারমীন নামের ওই নারী একজন শিক্ষানবিশ আইনজীবী। তাঁকে কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ৩১ সদস্যের এই নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে নিজের নাম দেখে সামিয়া ফেসবুকে লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পারলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কের সদস্যে আমার নাম। আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত না এবং আমি এই কমিটির সাথেও কোনোভাবে জড়িত না। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে। আমি এই বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এই বিষয়ে আইনের আশ্রয় নেব।’
জানতে চাইলে সামিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে, আমি তাদের শাস্তি চাই।’
এদিকে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত জুবায়ের আহাম্মেদকে কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়া শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী কমিটিতে স্থান পাওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই নেতা-কর্মীদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিন্দা জানাচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা এনসিপির ১ নম্বর সদস্য আরিফ সাফফারী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়া এক নারী দাবি করেছেন, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গেই জড়িত নন। এই কমিটির সঙ্গেও তিনি নেই। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান।
সামিয়া সুলতানা শারমীন নামের ওই নারী একজন শিক্ষানবিশ আইনজীবী। তাঁকে কমিটিতে সদস্য পদ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরে ৩১ সদস্যের এই নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটি প্রকাশ করা হয়।
কমিটিতে নিজের নাম দেখে সামিয়া ফেসবুকে লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পারলাম যে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কের সদস্যে আমার নাম। আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত না এবং আমি এই কমিটির সাথেও কোনোভাবে জড়িত না। কে বা কারা আমার নাম এই কমিটিতে দিয়েছে। আমি এই বিষয়ে কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। প্রয়োজনে এই বিষয়ে আইনের আশ্রয় নেব।’
জানতে চাইলে সামিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তারা কোথা থেকে আমার নাম দিল? আমার অনুমতি ছাড়া নাম, মোবাইল নম্বর ব্যবহার করেছে। আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আমাকে এই বিব্রতকর পরিস্থিতিতে যারা ফেলেছে, আমি তাদের শাস্তি চাই।’
এদিকে উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরিরত জুবায়ের আহাম্মেদকে কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে। এ ছাড়া শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রকিবুল হাসান রকিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মী কমিটিতে স্থান পাওয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে ওই নেতা-কর্মীদের তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নিন্দা জানাচ্ছেন কেউ কেউ।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা এনসিপির ১ নম্বর সদস্য আরিফ সাফফারী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়গুলো আমরা জেনেছি। এ নিয়ে আমাদের ফোরামে আলোচনা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে কমিটির চেয়ারম্যান ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে।
২১ মিনিট আগে
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বের হয়ে জামায়াত আমির শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমরা বলেছি, দেশের স্বার্থে অতীতে আমরা একসঙ্গে কাজ করেছি, আগামীতেও ইনশা আল্লাহ একসঙ্গে কাজ করব। তারেক রহমানসহ উপস্থিত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও করেছি।’
১ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যার দিকে সেখানে যান তিনি।
৩ ঘণ্টা আগে
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতা দিয়ে ফেসবুকে দাদি বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জাইমা রহমান। কবিতার সঙ্গে তিনি একটি ছবিও শেয়ার করেছেন। এতে দেখা যায়, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।
৪ ঘণ্টা আগে