নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে রাজপথে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে উল্লেখ করে আওয়ামী লীগ এবার গেলে ১২৫ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশে জ্বালানি খাতে অব্যবস্থাপনা, লোডশেডিংসহ ৫ দফা দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
ড. রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার এক ভুল করা যাবে না। আওয়ামী লীগের মতো একটা ক্রিমিনাল দল যেন আর ক্ষমতায় আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করব। আগে ক্ষমতাচ্যুত ছিল ২৫ বছর। এবারের পর তারা ১২৫ বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না।
এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ আগামীতে আরও বড় বিপদে পড়বে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘আর সময় নেই, এই সরকারকে সরাতে হবে। আপনারা যদি ভাবেন আরও ৬ মাস, এক বছর রাখলে ক্ষতি কী? অনেক বড় বিপদ হবে। ১৪ বছর ধরে দুর্নীতি করে দেশের অনেক ক্ষতি করেছে। দেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হতে আর বেশি দিন বাকি নেই। সে রকম যদি হয়ে যায় তাহলে এই অবস্থা থেকে উত্তরণে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।’
রেজা কিবরিয়া আরও বলেন, ‘সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন, সরকার জানতে চায়নি কারা টাকা পাচার করেছে। আসলে নামগুলো প্রকাশ পেলে তারাই বিপদে পড়ে যাবে। এই সরকার দেশটাকে কঠিন বিপদে ফেলে দিয়েছে। আমি মনে করি, কয়েক মাসের মধ্যে সরকার পদত্যাগ করে সরে না গেলে আমরা কঠিন বিপদ থেকে বাঁচতে পারব না।’
রিজার্ভের অবস্থা খুব খারাপ জানিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক বলেন, এক রাতেই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার থেকে ৩১ বিলিয়ন ডলার হয়ে গেছে। এরা এখন আইএমএফকে ডাকাডাকি করছে। সামনের বছর দেশের মানুষের দুর্ভোগ আরও দশ গুণ বাড়বে। উন্নয়নের নামে যে চুরি করেছে সেই বাড়তি ঋণও জনগণকে পরিশোধ করতে হবে।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ কারও বাপ দাদার সম্পত্তি না যে কেউ কাউকে ইজারা দেবে। রাজপথ এ দেশের জনগণের। যারা যখন রাজপথে থাকে, রাজপথ তাদের।’
আওয়ামী লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে দাবি করে নুর বলেন, ‘তাদের পায়ের নিচে মাটি শেষ। সমস্ত বিরোধী দল এক ও অভিন্ন দাবিতে রাজপথে নেমেছে। সেই দাবি হচ্ছে, বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে প্রতিটি জিনিসের দাম ৫ থেকে ৭ টাকা বেড়ে গেছে জানিয়ে নুরুল হক নুর আরও বলেন, ‘সরকার জোড়াতালি দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার যে ফন্দিফিকির করছে তাতে বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। সরকার এখন সংক্রামকে পরিণত হয়েছে। এর প্রতিষেধক আবিষ্কার করা না গেলে দেশ একটা ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। রাজপথে গণ-আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটাতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি প্রসঙ্গে নুর বলেন, ‘দেশের বিচার ব্যবস্থা ভেঙে পরেছে। এই সরকারের মামলার ফাঁদে পড়ে আদালতের বারান্দায় জুতা স্যান্ডেল ক্ষয় করা যাবে না। রাজপথে এই জালিমদের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেই আমরা এই দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনব। সেদিন আদালতে যাব তার আগে নয়।’

সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে রাজপথে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেমেছে উল্লেখ করে আওয়ামী লীগ এবার গেলে ১২৫ বছরেও ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সারা দেশে জ্বালানি খাতে অব্যবস্থাপনা, লোডশেডিংসহ ৫ দফা দাবিতে গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।
ড. রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগকে ভোট দিয়ে বারবার এক ভুল করা যাবে না। আওয়ামী লীগের মতো একটা ক্রিমিনাল দল যেন আর ক্ষমতায় আসতে না পারে আমরা সেই ব্যবস্থা করব। আগে ক্ষমতাচ্যুত ছিল ২৫ বছর। এবারের পর তারা ১২৫ বছরের মধ্যে ক্ষমতায় আসতে পারবে না।
এ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ আগামীতে আরও বড় বিপদে পড়বে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘আর সময় নেই, এই সরকারকে সরাতে হবে। আপনারা যদি ভাবেন আরও ৬ মাস, এক বছর রাখলে ক্ষতি কী? অনেক বড় বিপদ হবে। ১৪ বছর ধরে দুর্নীতি করে দেশের অনেক ক্ষতি করেছে। দেশ শ্রীলঙ্কার মতো অবস্থা হতে আর বেশি দিন বাকি নেই। সে রকম যদি হয়ে যায় তাহলে এই অবস্থা থেকে উত্তরণে ১৫ থেকে ২০ বছর সময় লাগবে।’
রেজা কিবরিয়া আরও বলেন, ‘সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেছেন, সরকার জানতে চায়নি কারা টাকা পাচার করেছে। আসলে নামগুলো প্রকাশ পেলে তারাই বিপদে পড়ে যাবে। এই সরকার দেশটাকে কঠিন বিপদে ফেলে দিয়েছে। আমি মনে করি, কয়েক মাসের মধ্যে সরকার পদত্যাগ করে সরে না গেলে আমরা কঠিন বিপদ থেকে বাঁচতে পারব না।’
রিজার্ভের অবস্থা খুব খারাপ জানিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক বলেন, এক রাতেই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার থেকে ৩১ বিলিয়ন ডলার হয়ে গেছে। এরা এখন আইএমএফকে ডাকাডাকি করছে। সামনের বছর দেশের মানুষের দুর্ভোগ আরও দশ গুণ বাড়বে। উন্নয়নের নামে যে চুরি করেছে সেই বাড়তি ঋণও জনগণকে পরিশোধ করতে হবে।
গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বলেছেন, রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। রাজপথ কারও বাপ দাদার সম্পত্তি না যে কেউ কাউকে ইজারা দেবে। রাজপথ এ দেশের জনগণের। যারা যখন রাজপথে থাকে, রাজপথ তাদের।’
আওয়ামী লীগ দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে দাবি করে নুর বলেন, ‘তাদের পায়ের নিচে মাটি শেষ। সমস্ত বিরোধী দল এক ও অভিন্ন দাবিতে রাজপথে নেমেছে। সেই দাবি হচ্ছে, বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন।’
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে প্রতিটি জিনিসের দাম ৫ থেকে ৭ টাকা বেড়ে গেছে জানিয়ে নুরুল হক নুর আরও বলেন, ‘সরকার জোড়াতালি দিয়ে দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখার যে ফন্দিফিকির করছে তাতে বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। সরকার এখন সংক্রামকে পরিণত হয়েছে। এর প্রতিষেধক আবিষ্কার করা না গেলে দেশ একটা ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। রাজপথে গণ-আন্দোলন গড়ে তুলে এই সরকারের পতন ঘটাতে হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার আদালতে হাজিরের নির্দেশ দিয়ে সমন জারি প্রসঙ্গে নুর বলেন, ‘দেশের বিচার ব্যবস্থা ভেঙে পরেছে। এই সরকারের মামলার ফাঁদে পড়ে আদালতের বারান্দায় জুতা স্যান্ডেল ক্ষয় করা যাবে না। রাজপথে এই জালিমদের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেই আমরা এই দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনব। সেদিন আদালতে যাব তার আগে নয়।’

বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১১ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১১ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
১৪ ঘণ্টা আগে