নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচনকে উদ্দেশ্য করে এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘এত দিন গ্রাম-গ্রামাঞ্চলে তাঁদের (বিএনপি) কোনো খবর ছিল না। নির্বাচনের উদ্দেশ্যে এখন বিএনপি নেতা কর্মীদের ধীরে ধীরে দিনে-রাতে বিভিন্ন নিমন্ত্রণ-দাওয়াতে দেখা যাচ্ছে। তাঁরা আবার মানুষের কাছে আসার চেষ্টা করছে। যখন বন্যা হয়েছিল, আপনারা তখন কোথায় ছিলেন? করোনাকালে একমুঠো চাল নিয়ে কেন মানুষের কাছে আসেননি?’
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৫ জন উপদেষ্টামণ্ডলীর সদস্য মৃত্যুবরণ করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েক হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করছে। অনেকে অসুস্থ ছিল, আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘এই করোনাকালে অন্য কোনো দলকে দেখা যায়নি। যখন নির্বাচন আসছে তখন ভুল ধরার জন্য তাঁদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে। এত দিন তাঁরা কোথায় ছিলেন। যখন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে তখন দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।’
শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার। প্রধান বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জি. সামশুল আলম তালুকদার।

নির্বাচনকে উদ্দেশ্য করে এখন বিএনপি নেতাদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ দপ্তর থেকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ড. হাছান মাহমুদ বলেন, ‘এত দিন গ্রাম-গ্রামাঞ্চলে তাঁদের (বিএনপি) কোনো খবর ছিল না। নির্বাচনের উদ্দেশ্যে এখন বিএনপি নেতা কর্মীদের ধীরে ধীরে দিনে-রাতে বিভিন্ন নিমন্ত্রণ-দাওয়াতে দেখা যাচ্ছে। তাঁরা আবার মানুষের কাছে আসার চেষ্টা করছে। যখন বন্যা হয়েছিল, আপনারা তখন কোথায় ছিলেন? করোনাকালে একমুঠো চাল নিয়ে কেন মানুষের কাছে আসেননি?’
করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ৫ জন উপদেষ্টামণ্ডলীর সদস্য মৃত্যুবরণ করেছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘কয়েক হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করছে। অনেকে অসুস্থ ছিল, আবার সুস্থ হয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে মৃত্যুবরণ করেছে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘এই করোনাকালে অন্য কোনো দলকে দেখা যায়নি। যখন নির্বাচন আসছে তখন ভুল ধরার জন্য তাঁদের উঁকিঝুঁকি দিতে দেখা যাচ্ছে। এত দিন তাঁরা কোথায় ছিলেন। যখন দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হচ্ছে তখন দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে।’
শিলক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাশেম মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তালুকদারের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম তালুকদার। প্রধান বক্তা হিসেবে সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইঞ্জি. সামশুল আলম তালুকদার।

একাত্তরের মুক্তিযুদ্ধই বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। ফলে নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এগোতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া তাসনিম জারা। আজ সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের সংক্রান্ত কেন্দ্রের ঢাকা অঞ্চলের ৭ নম্বর বুথে তিনি এই আপিল করেন।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা। আজ সোমবার বেলা ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে আসেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ‘আজাদী পদযাত্রা’র আগে সাংবাদিকদের সামনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুরো বাংলাদেশকে ‘আজাদ অঞ্চল’ হিসেবে উল্লেখ করেন।
৬ ঘণ্টা আগে