
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মওলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। আর আওয়ামী লীগ আইনের দ্বারা নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তরের দ্বারা না।’
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে সব দলের নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতা আমাদের, স্বাধীনতা বাংলাদেশের। স্বাধীনতা আওয়ামী লীগের না, স্বাধীনতা বিএনপিরও না, স্বাধীনতা শুধু অধ্যাপক ইউনূসেরও না, স্বাধীনতা শুধু এনসিপিরও না। এটা দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা।’
শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবীর বলেন, ‘শেখ হাসিনার পতন, ন্যায়ের কাছে অন্যায়ের পতন। শেখ হাসিনার পতনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ভূমিকা আছে, কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে।’
তিনি বলেন, ‘আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো হই, শেখ হাসিনার চাইতেও বড় পতন আমার হবে। অন্য কেউ যদি করেন, তাঁরও পতন হবে। আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে। আর এই পতন ঘটাতে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল, কিন্তু তাঁরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে, নিজেদের সম্মান খুইয়ে চলেছেন।’
কাদের সিদ্দিকী বলেন, ‘যেই মানুষের সাড়া পেয়ে তাঁরা বিজয় অর্জন করেছেন, তাঁরা যেন সেই মানুষের কথা ভাবেন। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার করা অন্যায়, তাঁরা ১৫ মাসে যদি করে বসেন, তাহলে তাঁদের মানুষ স্মরণ করবে না। আমি সে জন্য সবাইকে বলব আর দলাদলি-হানাহানি না করে, প্রত্যেকটি মানুষকে সম্মান দিয়ে নিরাপদে বসবাসের সুযোগ করে দিন।’
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে স্মরণসভায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার খোকা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি। সেদিন থেকেই প্রধান দলগুলোর প্রার্থী তথা নেতারা প্রতিপক্ষকে কথার যুদ্ধে ঘায়েল করতে ব্যস্ত হয়ে ওঠেন। তবে নির্বাচনী প্রচারণা একটি সপ্তাহ পেরোতেই মাঠের রাজনীতির কৌশলগত রূপান্তর চোখে পড়ছে।
৩৭ মিনিট আগে
তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৭ ঘণ্টা আগে