সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মওলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। আর আওয়ামী লীগ আইনের দ্বারা নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তরের দ্বারা না।’
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে সব দলের নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতা আমাদের, স্বাধীনতা বাংলাদেশের। স্বাধীনতা আওয়ামী লীগের না, স্বাধীনতা বিএনপিরও না, স্বাধীনতা শুধু অধ্যাপক ইউনূসেরও না, স্বাধীনতা শুধু এনসিপিরও না। এটা দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা।’
শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবীর বলেন, ‘শেখ হাসিনার পতন, ন্যায়ের কাছে অন্যায়ের পতন। শেখ হাসিনার পতনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ভূমিকা আছে, কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে।’
তিনি বলেন, ‘আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো হই, শেখ হাসিনার চাইতেও বড় পতন আমার হবে। অন্য কেউ যদি করেন, তাঁরও পতন হবে। আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে। আর এই পতন ঘটাতে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল, কিন্তু তাঁরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে, নিজেদের সম্মান খুইয়ে চলেছেন।’
কাদের সিদ্দিকী বলেন, ‘যেই মানুষের সাড়া পেয়ে তাঁরা বিজয় অর্জন করেছেন, তাঁরা যেন সেই মানুষের কথা ভাবেন। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার করা অন্যায়, তাঁরা ১৫ মাসে যদি করে বসেন, তাহলে তাঁদের মানুষ স্মরণ করবে না। আমি সে জন্য সবাইকে বলব আর দলাদলি-হানাহানি না করে, প্রত্যেকটি মানুষকে সম্মান দিয়ে নিরাপদে বসবাসের সুযোগ করে দিন।’
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে স্মরণসভায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার খোকা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, কিন্তু মওলানা ভাসানীর আওয়ামী লীগ তো নিষিদ্ধ না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিষিদ্ধ না। আর আওয়ামী লীগ আইনের দ্বারা নিষিদ্ধ হতে পারে, মানুষের অন্তরের দ্বারা না।’
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে সব দলের নেতা-কর্মীদের দাওয়াত দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতা আমাদের, স্বাধীনতা বাংলাদেশের। স্বাধীনতা আওয়ামী লীগের না, স্বাধীনতা বিএনপিরও না, স্বাধীনতা শুধু অধ্যাপক ইউনূসেরও না, স্বাধীনতা শুধু এনসিপিরও না। এটা দেশের স্বাধীনতা, দেশের মানুষের স্বাধীনতা।’
শেখ হাসিনা সম্পর্কে বঙ্গবীর বলেন, ‘শেখ হাসিনার পতন, ন্যায়ের কাছে অন্যায়ের পতন। শেখ হাসিনার পতনে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ভূমিকা আছে, কিন্তু সর্বোপরি আল্লাহর রহমতে দেশের জনগণের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে।’
তিনি বলেন, ‘আমি যদি ভবিষ্যতে শেখ হাসিনার মতো হই, শেখ হাসিনার চাইতেও বড় পতন আমার হবে। অন্য কেউ যদি করেন, তাঁরও পতন হবে। আল্লাহর তরফ থেকে শেখ হাসিনার পতন হয়েছে। আর এই পতন ঘটাতে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁদের সম্মান হাজার বছর থাকার কথা ছিল, কিন্তু তাঁরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে না পেরে, নিজেদের সম্মান খুইয়ে চলেছেন।’
কাদের সিদ্দিকী বলেন, ‘যেই মানুষের সাড়া পেয়ে তাঁরা বিজয় অর্জন করেছেন, তাঁরা যেন সেই মানুষের কথা ভাবেন। গত ১৫-১৬ বছরে শেখ হাসিনার করা অন্যায়, তাঁরা ১৫ মাসে যদি করে বসেন, তাহলে তাঁদের মানুষ স্মরণ করবে না। আমি সে জন্য সবাইকে বলব আর দলাদলি-হানাহানি না করে, প্রত্যেকটি মানুষকে সম্মান দিয়ে নিরাপদে বসবাসের সুযোগ করে দিন।’
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে স্মরণসভায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার খোকা, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস শিকদার, কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
৬ ঘণ্টা আগে
প্রায় চূড়ান্ত পর্যায়ে গিয়েও শেষ মুহূর্তে আটকে গেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশের অসন্তোষে জোট নিয়ে আবার অনিশ্চয়তার আভাস মিলছে। এতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘনিয়ে এলেও জোটের ভেতরে আসন বণ্টন নিয়ে ঐকমত্যে পৌঁছানো যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৭ ঘণ্টা আগে
নির্বাচনে জিতে সরকার গঠনের সুযোগ পেলে কী কী কাজ করবে, ভোটের আগে ইশতেহার আকারে তা জনগণের কাছে তুলে ধরে রাজনৈতিক দলগুলো। প্রধান তিনটি দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখনো ইশতেহার ঘোষণা করেনি। তবে দলগুলোর নেতারা জানিয়েছেন কী থাকতে পারে তাদের এবারের ইশতেহারে।
৭ ঘণ্টা আগে