ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণের পাশাপাশি সরকার কূটনীতিকদেরও ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উদ্বেগ নিয়ে আমির খসরু বলেন, ‘দেশের মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা যেভাবে চেপে রাখতে চাচ্ছে, একইভাবে এখন কূটনীতিকদেরও ভয় ভীতি দেখিয়ে একটা ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। যাতে করে তাদের অবৈধ শাসনকে তারা টিকিয়ে রাখতে পারে।’
আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে জরুরি বৈঠকে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত। এদিন সকালে রাজধানীর শাহিনবাগে বিএনপির নিখোঁজ নেতার বাসায় যান রাষ্ট্রদূত। সেখানে ‘মায়ের ডাক’ সংগঠনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সময় একটি অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষের কথা তুলে ধরেন পিটার ডি হাস।
এই গভীর উদ্বেগ জানিয়ে আমির খসরু বলেন, একদিকে বাংলাদেশের মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন দেখা যাচ্ছে বিদেশি কূটনীতিকদের নিরাপত্তাও প্রশ্নবিদ্ধ হয়েছে। এর ফলে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
এ বিষয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে আমির খসরু বলেন, ‘বলা হচ্ছে যে, তাদের বলা হয়নি। তার মানে বলে গেলে নিরাপত্তা পাবেন আর বলে না গেলে নিরাপত্তা পাবেন না? তারা তাদের অনুষ্ঠান করতে পারে। কিন্তু অন্য আরেকটি অনুষ্ঠানে গিয়ে বাধাগ্রস্ত করা তো আইনবিরোধী। এটা যে সরকারের মদদে ঘটেছে, সেটা তাদের মন্ত্রীদের কথা বার্তায় পরিষ্কার। তারা চাচ্ছে যে, এ রকম একটা ঘটনা ঘটুক। এর মধ্য দিয়ে একটা ভয়ভীতির পরিবেশ সৃষ্টি হোক।’

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘যাঁরা সাধারণ মানুষের সেবা করবেন, তাঁদের আমরা সাধুবাদ জানাই। সবাই মিলে মানুষের সেবায় নিয়োজিত থাকব। গত ৩৮ বছর যাবৎ রাজনীতির সঙ্গে যুক্ত থেকে জনসেবায় নিয়োজিত ছিলাম, এখনো আছি।’
৩৭ মিনিট আগে
‘স্বৈরশাসকের বিরুদ্ধে যেভাবে আমরা বিজয় অর্জন করেছি, আগামীতেও যারা স্বৈরশাসন, চাঁদাবাজ আর এই ধরনের নীতিতে আসতে চান, তাদের আমাদের পক্ষ থেকে জনগণ লাল কার্ড দেখাবে।’ আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের ঢাকা-১৫ এর নির্বাচনী সমাবেশে জামায়াতে
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকার মিরপুর ১০ নম্বর গোলচত্বরের কাছে আদর্শ স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচার জনসভা অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। নির্বাচনী প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার প্রথম দিনেই এই জনসভার মাধ্যমে প্রচার কার্যক্রমের সূত্রপাত করছে জামায়াত।
৩ ঘণ্টা আগে
কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দলের জন্য ‘প্রটোকল বিএনপির চেয়ে তিন গুণ বাড়িয়ে দিন।’
৪ ঘণ্টা আগে