নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোরনার অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আরও সহিংস ঘটনা ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ। এ জন্য দলের নেতাকর্মীদের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সচিবালয়ে সোমবার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর একটি অংশ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার উদ্বোধন করে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান বলেন, ‘আমাদের দল, দলের সমস্ত নেতাকর্মীদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য, তারা পাশে দাঁড়িয়েছে। আরও বহু জায়গায় এ ধরনের ঘটনা ঘটনোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা ঝাপিয়ে পড়ার কারণে, পাশে থাকার কারণে সেটি সম্ভবপর হয়নি। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কিন্তু আরও এ ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা আছে। তাই সবাইকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাই।’
তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটানো হয়েছে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রচার করা হয়েছে, এটির ডালপালা ছড়ানো হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য করা হয়েছে। কারণ এখন অন্যভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা কঠিন হয়ে গেছে। বিএনপি, জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী যারা দেশে সব সময় বিশৃঙ্খলা ঘটনায়, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তারা বিভিন্ন সময় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। পদ্মাসেতু নির্মাণের সময়, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে। দূর্গাপূজাকে উপলক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার কঠোর হস্তে দমন করেছে। চট্টগ্রামে শুধু ঢিল ছুড়ছে আর কয়েকটি ব্যানার ছেড়া হয়েছে, সে জন্য ইতিমধ্যে প্রায় ১০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকশ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। কুমিল্লায় অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর, নোয়খালীতেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে, মামলা করা হয়েছে। যারা এ ঘটনাটি ঘটিয়েছে, সারা দেশে তাদের এ ধরনের ঘটনা ঘটনোর পরিকল্পনা ছিল। সেগুলো সরকারের কঠোর পদক্ষেপের কারণে নিয়ন্ত্রণ করা ও বন্ধ করা সম্ভবপর হয়েছে।
‘কালকে পীরগঞ্জকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক। তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়, সে উদ্দেশ্য নিয়ে পীরগঞ্জে এ ঘটনা ঘটানো হয়েছে। যখন ঘুটঘুটে অন্ধকার তখন কোনো কিছু ছাড়া কয়েকটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে, একটার পর একটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটি খুবই স্পষ্ট সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পীরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে। চাঁদপুরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের নিবৃত করার জন্য পুলিশ গুলি চালিয়েছে। আমাদের এই পদক্ষেপ পার্শ্ববর্তী ভারতের অনেক পত্রপত্রিকা প্রশাংসা করেছে। সরকার নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব করছে। দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তির প্রতি অনুরোধ জানাই এ দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য।’
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর একটি অংশ অবলম্বনে শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলাম জানান, চলচ্চিত্রটি ২ ঘণ্টা ১৬ মিনিটের।
তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে। এই অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। কোটি কোটি মানুষ সেটি পড়েছেন। এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করায় পরিচালক নজরুল ইসলাম ও প্রযোজক লিটন হায়দারকে ধন্যবাদ জানাই। এটি খুব সহসা মুক্তি পাবে। মানুষ ভিজুয়্যাল জিনিস দেখতে চায়। ইংরেজিতে ডাবিং করে অন্য দেশে পাঠানো হলে মানুষ বঙ্গবন্ধুকে জানতে পারবে।

কোরনার অবমাননার ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আরও সহিংস ঘটনা ঘটানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক হাছান মাহমুদ। এ জন্য দলের নেতাকর্মীদের সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সচিবালয়ে সোমবার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর একটি অংশ অবলম্বনে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার উদ্বোধন করে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
হাছান বলেন, ‘আমাদের দল, দলের সমস্ত নেতাকর্মীদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকার জন্য, তারা পাশে দাঁড়িয়েছে। আরও বহু জায়গায় এ ধরনের ঘটনা ঘটনোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আমাদের দলের নেতাকর্মীরা ঝাপিয়ে পড়ার কারণে, পাশে থাকার কারণে সেটি সম্ভবপর হয়নি। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের কিন্তু আরও এ ধরনের ঘটনা ঘটানোর পরিকল্পনা আছে। তাই সবাইকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানাই।’
তথ্যমন্ত্রী বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটানো হয়েছে, সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে প্রচার করা হয়েছে, এটির ডালপালা ছড়ানো হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য করা হয়েছে। কারণ এখন অন্যভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা কঠিন হয়ে গেছে। বিএনপি, জামায়াতসহ ধর্মান্ধ গোষ্ঠী যারা দেশে সব সময় বিশৃঙ্খলা ঘটনায়, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তারা বিভিন্ন সময় নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করেছে। পদ্মাসেতু নির্মাণের সময়, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিশৃঙ্খলা তৈরি করেছে। দূর্গাপূজাকে উপলক্ষ্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার কঠোর হস্তে দমন করেছে। চট্টগ্রামে শুধু ঢিল ছুড়ছে আর কয়েকটি ব্যানার ছেড়া হয়েছে, সে জন্য ইতিমধ্যে প্রায় ১০০ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, কয়েকশ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। কুমিল্লায় অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদপুর, নোয়খালীতেও অনেককে গ্রেপ্তার করা হয়েছে, মামলা করা হয়েছে। যারা এ ঘটনাটি ঘটিয়েছে, সারা দেশে তাদের এ ধরনের ঘটনা ঘটনোর পরিকল্পনা ছিল। সেগুলো সরকারের কঠোর পদক্ষেপের কারণে নিয়ন্ত্রণ করা ও বন্ধ করা সম্ভবপর হয়েছে।
‘কালকে পীরগঞ্জকে বেছে নেওয়া খুবই স্বাভাবিক। তারা এমন একটি জায়গা বেছে নিয়েছে যাতে সরকারকে প্রশ্নবিদ্ধ করা যায়, সে উদ্দেশ্য নিয়ে পীরগঞ্জে এ ঘটনা ঘটানো হয়েছে। যখন ঘুটঘুটে অন্ধকার তখন কোনো কিছু ছাড়া কয়েকটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে, একটার পর একটা বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটি খুবই স্পষ্ট সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পীরগঞ্জকে বেছে নেওয়া হয়েছে। চাঁদপুরে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের নিবৃত করার জন্য পুলিশ গুলি চালিয়েছে। আমাদের এই পদক্ষেপ পার্শ্ববর্তী ভারতের অনেক পত্রপত্রিকা প্রশাংসা করেছে। সরকার নিজ অবস্থান থেকে যতটুকু সম্ভব করছে। দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তির প্রতি অনুরোধ জানাই এ দুস্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য।’
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর একটি অংশ অবলম্বনে শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রের টিজার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলাম জানান, চলচ্চিত্রটি ২ ঘণ্টা ১৬ মিনিটের।
তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে। এই অসমাপ্ত আত্মজীবনী বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। কোটি কোটি মানুষ সেটি পড়েছেন। এটি নিয়ে চলচ্চিত্র নির্মাণ করায় পরিচালক নজরুল ইসলাম ও প্রযোজক লিটন হায়দারকে ধন্যবাদ জানাই। এটি খুব সহসা মুক্তি পাবে। মানুষ ভিজুয়্যাল জিনিস দেখতে চায়। ইংরেজিতে ডাবিং করে অন্য দেশে পাঠানো হলে মানুষ বঙ্গবন্ধুকে জানতে পারবে।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১০ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১১ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১১ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১১ ঘণ্টা আগে