Ajker Patrika

সোমবার টিকা নেওয়ার কথা খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সোমবার টিকা নেওয়ার কথা খালেদা জিয়ার

করোনার টিকা পাওয়ার নিশ্চয়তা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরই মধ্যে খুদে বার্তার মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। খুদে বার্তায় টিকা দেওয়ার তারিখ উল্লেখ করা হয়েছে সোমবার (১৯ জুলাই)। তবে নির্ধারিত এই তারিখে খালেদা জিয়া টিকা নিতে পারবেন কী-না, সে নিয়ে সংশয় রয়েছে।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন জানান, গত ৮ জুলাই খালেদা জিয়ার টিকার জন্য নিবন্ধন করা হয়। এর জবাবে এসএমএস এসেছে। এখন যেকোনো দিন তাঁকে করোনার টিকা দেওয়া হবে।

এদিকে খালেদা জিয়া হাসপাতালে না গিয়ে বাসায় নিতে চান করোনার টিকা। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনায় তাতে সায় দিয়েছেন চিকিৎসকরাও। কিন্তু বাসায় টিকা নেওয়ার বিষয়টা নির্ভর করছে সরকারের ওপর। যেকারনে কবে এবং কোথায় টিকা নেবেন খালেদা জিয়া, সেটা এখনো ঠিক হয়নি।

খালেদা জিয়ার ঘণিষ্ঠ একজন জানান, গত সপ্তাহেই ফিরতি এসএমএস এসেছে টিকা নেওয়ার বিষয়ে। সেখানে ১৯ জুলাই টিকা নেওয়ার কথা বলা আছে। একইসঙ্গে পছন্দের টিকা গ্রহন কেন্দ্রের নাম রয়েছে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল।

করোনা ও নানাবিধ জটিলতার চিকিৎসা নিয়ে গত ১৯ জুন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া। ১০ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। করোনায় আক্রান্ত হওয়ার আগেও তাঁকে একবার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।  

গুলশানের বাসা ফিরোজায় চিকিৎসাধিন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানান ডা. জাহিদ হোসেন। তিনি জানান, হাসপাতাল থেকে খালেদা জিয়া যে অবস্থা নিয়ে বাসায় এসেছিলেন, এখনো তেমনই আছেন। তাঁর অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

তারেক রহমানের বাড়ি-গাড়ি নেই, আছে ১ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

এরশাদের ১২৬টি আসনের টোপ প্রত্যাখ্যান করে সিদ্ধান্তে অটল ছিলেন খালেদা জিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত