নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের যৌক্তিক পরিণতি এবং দ্রুত সমাপ্তির আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ‘আমরা দিনের পর দিন কালক্ষেপণ করতে রাজি নয়। যত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হতে পারি, বাকি যদি কিছু অসমাপ্ত থাকে, অনৈক্য থাকে, পরবর্তী কালের প্রবাহে সেগুলো আমরা সংশোধন করতে পারব।
আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন মোস্তফা জামাল হায়দার। তাঁর নেতৃত্বে জোটের ১১ নেতা সংলাপে অংশ নিয়েছেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক মনে করেন মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ‘এখানেই গণতন্ত্রের সৌন্দর্য, এখানেই গণতন্ত্রের উৎকর্ষ। কিন্তু তার মধ্যে আমরা একটা ন্যূনতম ঐকমত্যে উপনীত হতে পারি, যাতে আগামী দিনে আর কখনো স্বৈরশাসনের উৎপত্তি হতে না পারে। অন্তত এই রাষ্ট্রকাঠামোর বিধিমালার সুযোগ নিয়ে যাতে নতুন কোনো ক্ষমতাধর ব্যক্তি, নতুন কোনো চিফ জাস্টিস সেই সংবিধানকে আমূল পাল্টে দিয়ে একটা স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত না করতে পারে। মূলত সেটা আমাদের উদ্দেশ্য।’
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আরও বলেন, ‘আজকে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা, দেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা, সেটা বিলম্বিত না হোক।’
যুগ যুগ ধরে সঞ্চিত রাষ্ট্রকাঠামোর অব্যবস্থা, অসংগতির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা দূরীভূতের জন্য কমিশন চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মোস্তফা জামাল হায়দার।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১১টিতে একমত হয়েছে ১২ দলীয় জোট। আর ৪৮টিতে দ্বিমত এবং ৭টি মতামত দেয়নি জোটটি।

জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের যৌক্তিক পরিণতি এবং দ্রুত সমাপ্তির আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ‘আমরা দিনের পর দিন কালক্ষেপণ করতে রাজি নয়। যত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম একটা ঐকমত্যের জায়গায় এক হতে পারি, বাকি যদি কিছু অসমাপ্ত থাকে, অনৈক্য থাকে, পরবর্তী কালের প্রবাহে সেগুলো আমরা সংশোধন করতে পারব।
আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন মোস্তফা জামাল হায়দার। তাঁর নেতৃত্বে জোটের ১১ নেতা সংলাপে অংশ নিয়েছেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতপার্থক্য এবং দ্বিধাদ্বন্দ্ব থাকা স্বাভাবিক মনে করেন মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, ‘এখানেই গণতন্ত্রের সৌন্দর্য, এখানেই গণতন্ত্রের উৎকর্ষ। কিন্তু তার মধ্যে আমরা একটা ন্যূনতম ঐকমত্যে উপনীত হতে পারি, যাতে আগামী দিনে আর কখনো স্বৈরশাসনের উৎপত্তি হতে না পারে। অন্তত এই রাষ্ট্রকাঠামোর বিধিমালার সুযোগ নিয়ে যাতে নতুন কোনো ক্ষমতাধর ব্যক্তি, নতুন কোনো চিফ জাস্টিস সেই সংবিধানকে আমূল পাল্টে দিয়ে একটা স্বৈরশাসন চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত না করতে পারে। মূলত সেটা আমাদের উদ্দেশ্য।’
১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক আরও বলেন, ‘আজকে আমাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করা, দেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা, সেটা বিলম্বিত না হোক।’
যুগ যুগ ধরে সঞ্চিত রাষ্ট্রকাঠামোর অব্যবস্থা, অসংগতির কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা দূরীভূতের জন্য কমিশন চেষ্টা করছে বলেও মন্তব্য করেন মোস্তফা জামাল হায়দার।
জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে ১১১টিতে একমত হয়েছে ১২ দলীয় জোট। আর ৪৮টিতে দ্বিমত এবং ৭টি মতামত দেয়নি জোটটি।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৩ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
৪ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
৪ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
৪ ঘণ্টা আগে