
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জাতীয় পার্টি একক নির্বাচন করবে ও প্রার্থী দেবে। এ প্রক্রিয়া চলছে।
আজ শনিবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মোস্তফা সেলিম এ কথা বলেন।
মোস্তফা সেলিম বেঙ্গল বলেন, ‘আমরা কারও সঙ্গে জোটে থাকব কি না, সেটি সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে। একক নির্বাচন করার সম্ভাবনা বেশি। লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) এ আসনে এবারের জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থী হব। কাজেই আমাদের সংগঠিত থাকতে হবে। দলের যেকোনো সিদ্ধান্ত মেনে কাজ করতে হবে।’
পাটগ্রাম উপজেলার রেলস্টেশন দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল হামিদ বেঞ্জু। সভায় পাটগ্রাম উপজেলা ও ৮ ইউনিয়নের ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা জাতীয় পার্টির সদস্যসচিব সফিকুল ইসলাম, পাটগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান দুলাল, পাটগ্রাম পৌর জাতীয় পার্টির সভাপতি হাফিজার রহমান লুনা, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব প্রমুখ।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। তাঁদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।
২ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ধানের শীষের সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার রাত ৯টার দিকে রংপুর কালেক্টরেট মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রংপুর বিভাগীয় সমাবেশে তিনি এই আহ্বান জানান।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
৬ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সারা দেশের মানুষ জানে—বগুড়ার মাটি, বিএনপির ঘাঁটি। আপনারা আগামী ১২ তারিখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করে দেবেন যে—বগুড়া কেবল বিএনপির ঘাঁটিই নয়, এটি বিএনপির এক শক্ত ঘাঁটি।
৬ ঘণ্টা আগে