সম্পাদকীয়
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের বিরুদ্ধে কৃষকের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করে নিজের ব্যক্তিগত বিলাসে ব্যয় করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আজকের পত্রিকায় ১৫ জুন প্রকাশিত খবরটি আমাদের কৃষি খাতের দুর্বলতা এবং জবাবদিহির অভাবকে প্রকটভাবে তুলে ধরছে।
সরকার মাঠপর্যায়ে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে এবং কৃষকদের পারিবারিক পুষ্টিবাগান গড়ে তুলতে অর্থ বরাদ্দ করে। কিন্তু বরাদ্দ করা টাকা কৃষককে খুব স্বল্প পরিমাণ দিয়ে বেশির ভাগই ভুয়া বিল-ভাউচার করে আত্মসাৎ করেছেন ওই কর্মকর্তা। চলতি অর্থবছরে বিভিন্ন হাইব্রিড জাতের বীজ ও সারের নগদ অর্থ এবং গত বছরের ভয়াবহ বন্যা-পরবর্তী কৃষকের প্রণোদনার সার ও ধানের বীজ আত্মসাৎ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকদের জন্য বরাদ্দ টাকা দিয়েই তিনি নাকি নিজের অফিসে ইন্টেরিয়র ডিজাইন করিয়েছেন এবং শীতল হাওয়ার জন্য ২ টন ক্ষমতার এসি বসিয়েছেন। কিন্তু এসবের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোনো অর্থ বরাদ্দ দেয়নি। এটি নির্লজ্জ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের এক জঘন্য দৃষ্টান্ত।
এসব অভিযোগ যদি সত্য হয়, তাহলে তা শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং দেশের কৃষিব্যবস্থার দুর্বলতা এবং তদারকির অভাবকে নির্দেশ করে। কৃষকেরা যখন শস্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঠিক তখন তাঁদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কৃষকের অধিকারের প্রতি এটি এক চরম অবজ্ঞা।
অভিযুক্ত কর্মকর্তা জোবায়ের আহমেদ অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে প্রতিটি ক্রয় ও বরাদ্দ ইউএনওর অনুমতি নিয়েই করেছেন। কিন্তু ইউএনও তা অস্বীকার করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপপরিচালক তদন্তের আশ্বাস দিয়েছেন।
এখন প্রশ্ন হলো, এই তদন্ত কতটুকু নিরপেক্ষ এবং কার্যকর হবে? আমরা চাই, শুধু এই একজন কর্মকর্তাই নয়, এর পেছনে যদি অন্য ব্যক্তিরা জড়িত থাকেন, তাঁদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কর্তৃপক্ষের উচিত, এই অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি না হয়, সে জন্য কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও জরুরি।
অনিয়ম করে সরকারি টাকা এভাবে নষ্ট করার অধিকার কারও নেই। কিন্তু বাংলাদেশেই এ রকম অপরাধ করে ছাড় পাওয়ার নজির দেখা যায়। আমাদের দেশে যখন কোনো প্রতিষ্ঠানে কারও বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ ওঠে, তখন ঢাকঢোল পিটিয়ে তদন্ত শুরু হলেও পরে বেশির ভাগ ক্ষেত্রে রহস্যজনক কারণে তা বন্ধ বা শ্লথ হয়ে পড়ে। ফলে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়া কর্মকর্তাদের আর শাস্তির সম্মুখীন হতে হয় না। এ রকম ছাড় দেওয়ার প্রবণতার বিরুদ্ধে কঠোর না হলে দুর্নীতির পুনরাবৃত্তি হতেই থাকবে।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহমেদের বিরুদ্ধে কৃষকের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করে নিজের ব্যক্তিগত বিলাসে ব্যয় করার অভিযোগ উঠেছে। এ নিয়ে আজকের পত্রিকায় ১৫ জুন প্রকাশিত খবরটি আমাদের কৃষি খাতের দুর্বলতা এবং জবাবদিহির অভাবকে প্রকটভাবে তুলে ধরছে।
সরকার মাঠপর্যায়ে সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে এবং কৃষকদের পারিবারিক পুষ্টিবাগান গড়ে তুলতে অর্থ বরাদ্দ করে। কিন্তু বরাদ্দ করা টাকা কৃষককে খুব স্বল্প পরিমাণ দিয়ে বেশির ভাগই ভুয়া বিল-ভাউচার করে আত্মসাৎ করেছেন ওই কর্মকর্তা। চলতি অর্থবছরে বিভিন্ন হাইব্রিড জাতের বীজ ও সারের নগদ অর্থ এবং গত বছরের ভয়াবহ বন্যা-পরবর্তী কৃষকের প্রণোদনার সার ও ধানের বীজ আত্মসাৎ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে এই কর্মকর্তার বিরুদ্ধে। কৃষকদের জন্য বরাদ্দ টাকা দিয়েই তিনি নাকি নিজের অফিসে ইন্টেরিয়র ডিজাইন করিয়েছেন এবং শীতল হাওয়ার জন্য ২ টন ক্ষমতার এসি বসিয়েছেন। কিন্তু এসবের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোনো অর্থ বরাদ্দ দেয়নি। এটি নির্লজ্জ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের এক জঘন্য দৃষ্টান্ত।
এসব অভিযোগ যদি সত্য হয়, তাহলে তা শুধু একজন কর্মকর্তার ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং দেশের কৃষিব্যবস্থার দুর্বলতা এবং তদারকির অভাবকে নির্দেশ করে। কৃষকেরা যখন শস্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ঠিক তখন তাঁদের জন্য বরাদ্দ অর্থ আত্মসাৎ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কৃষকের অধিকারের প্রতি এটি এক চরম অবজ্ঞা।
অভিযুক্ত কর্মকর্তা জোবায়ের আহমেদ অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে প্রতিটি ক্রয় ও বরাদ্দ ইউএনওর অনুমতি নিয়েই করেছেন। কিন্তু ইউএনও তা অস্বীকার করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের উপপরিচালক তদন্তের আশ্বাস দিয়েছেন।
এখন প্রশ্ন হলো, এই তদন্ত কতটুকু নিরপেক্ষ এবং কার্যকর হবে? আমরা চাই, শুধু এই একজন কর্মকর্তাই নয়, এর পেছনে যদি অন্য ব্যক্তিরা জড়িত থাকেন, তাঁদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কর্তৃপক্ষের উচিত, এই অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্নীতির পুনরাবৃত্তি না হয়, সে জন্য কৃষি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাও জরুরি।
অনিয়ম করে সরকারি টাকা এভাবে নষ্ট করার অধিকার কারও নেই। কিন্তু বাংলাদেশেই এ রকম অপরাধ করে ছাড় পাওয়ার নজির দেখা যায়। আমাদের দেশে যখন কোনো প্রতিষ্ঠানে কারও বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ ওঠে, তখন ঢাকঢোল পিটিয়ে তদন্ত শুরু হলেও পরে বেশির ভাগ ক্ষেত্রে রহস্যজনক কারণে তা বন্ধ বা শ্লথ হয়ে পড়ে। ফলে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়া কর্মকর্তাদের আর শাস্তির সম্মুখীন হতে হয় না। এ রকম ছাড় দেওয়ার প্রবণতার বিরুদ্ধে কঠোর না হলে দুর্নীতির পুনরাবৃত্তি হতেই থাকবে।
মনজিল মোরসেদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী। তিনি হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট। জনস্বার্থে এ পর্যন্ত তিনি ২২৫টির বেশি মামলা করে মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে অনন্য ভূমিকা রেখেছেন।
১৫ ঘণ্টা আগেসরকার ১৫ মে ২০২৫ তারিখে এক প্রজ্ঞাপন দ্বারা ইউক্যালিপটাস ও আকাশমণিগাছকে আগ্রাসী গাছ হিসেবে ঘোষণা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সেই প্রজ্ঞাপনে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তিপর্যায়ে বৃক্
১৫ ঘণ্টা আগেখারাপ খবরের ভিড়ে হাঁপিয়ে ওঠা সমাজে যখন ইতিবাচক বা ভালো কোনো সংবাদ খুঁজে পাওয়া দুষ্কর, তখন রংপুরের কাউনিয়ার একটি বিদ্যালয়ে একজন শিক্ষকের বিদায় অনুষ্ঠানের খবর পড়ে মন ভালো না হয়ে পারে না।
১৫ ঘণ্টা আগে১৬ জুলাই গোপালগঞ্জে যে সহিংস ঘটনা ঘটেছে, তা কি খুব অপ্রত্যাশিত ছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘গোপালগঞ্জের ঘটনার বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু ঘটনা এত বড় হবে, সে তথ্য ছিল না।’ অর্থাৎ ছোটখাটো ঘটনা ঘটবে, সেটা সরকারের জানা ছিল।
২ দিন আগে