সম্পাদকীয়

মায়া, মমতা, ভালোবাসা অমূল্য পরশপাথর। মনের ভেতরের এই সংবেদনশীল অনুভূতির টানেই পরিবার, সমাজ ও দেশে দেশে মানুষে মানুষে অকৃত্রিম ভ্রাতৃত্ববোধ ও বন্ধন গড়ে উঠেছে। শত মহামারি, যুদ্ধ, সংঘাত, হানাহানির মধ্যেও তা এখনো শেষ হয়ে যায়নি বলেই পৃথিবী আজও বাসযোগ্য। শেষ পর্যন্ত মানুষই সব। তাই মানুষই মানুষের পাশে দাঁড়ায়, সহায়তায় এগিয়ে আসে।
এখন বিশ্বব্যাপী যে করোনা মহামারি, তার চেয়ে কঠিন মৃত্যুযুদ্ধ আর কী হতে পারে! বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে জীবনরক্ষাকারী আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী নেই; সেখানে সরকারের একার পক্ষে বিপুল জনগোষ্ঠীকে নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়া আসলেই কঠিন। বাংলাদেশে করোনার আঘাতের প্রথম থেকেই ভেন্টিলেটর, আইসিইউ উপকরণের সংকট ছিল। সময়ের ব্যবধানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খুব যে সহজলভ্য হয়েছে, তা নয়। এখন দেখা যাচ্ছে, হাসপাতালগুলোতে কোনো আইসিইউ খালি নেই। পর্যাপ্ত ভেন্টিলেটর নেই। শ্বাস না নিতে পেরে অসহায়ের মতো নিদারুণ কষ্টে জীবন দিচ্ছে অনেক মানুষ।
সংক্রমণ শুধুই বাড়ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হলে সামনে কী পরিণতি হবে, তা এখনই বলা যাচ্ছে না। আশঙ্কা করা যায়, তখন চিকিৎসা খাতে আরও করুণ দৃশ্য দেখতে হতে পারে। ঠিক এমন সময়েই একটি স্বস্তির খবর হলো, যুক্তরাষ্ট্রের প্রবাসী কয়েকজন চিকিৎসক বাংলাদেশের জন্য ২৫০টি আইসিইউ ভেন্টিলেটর পাঠিয়েছেন।
ভেন্টিলেটরগুলো এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। এগুলো পর্যায়ক্রমে এখন দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও অনাবাসী বাংলাদেশি জিয়াউদ্দিন আহমেদ ভেন্টিলেটরগুলো বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। তাঁর সঙ্গে আরও রয়েছেন কয়েকজন বাংলাদেশি চিকিৎসক। বাংলাদেশের গরিব ও দুস্থ করোনা রোগীদের চিকিৎসার জন্য আমেরিকার বাঙালি চিকিৎসকদের গড়া সংগঠন অপশিনি বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় ঢাকায় পাঠানো হয়েছে এসব পোর্টেবল ভেন্টিলেটর।
প্রতিটি ভেন্টিলেটরের দাম ১০ থেকে ১২ লাখ টাকা। দামে যা-ই হোক, এই দুঃসময়ে তাঁরা সুদূর আমেরিকা থেকে দেশের মানুষের টানে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এ জন্য অবশ্যই তাঁরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। একই সঙ্গে আমাদের দেশেও এ রকম অসংখ্য ধনী মানুষ আছেন, যাঁরা চাইলে একা কিংবা কয়েকজন একসঙ্গে এ রকম আইসিইউ ভেন্টিলেটর দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন। সরকারের একার পক্ষে সব দিক সামাল দেওয়া সত্যি কঠিন। বিদেশে বসে প্রবাসীরা যদি এমন উদ্যোগ নিতে পারেন, তবে দেশের ভেতরে সরকারের কাছ থেকে নানান সুযোগ-সুবিধা নেওয়া ধনী বা করপোরেট প্রতিষ্ঠানগুলোও এ মহৎ কাজে সরকার ও মানুষের পাশে থাকতে পারবে বলে আমরা বিশ্বাস করি। দুঃসময়েই মায়া, মমতা, ভালোবাসার প্রকাশ বোঝা যায়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়।

মায়া, মমতা, ভালোবাসা অমূল্য পরশপাথর। মনের ভেতরের এই সংবেদনশীল অনুভূতির টানেই পরিবার, সমাজ ও দেশে দেশে মানুষে মানুষে অকৃত্রিম ভ্রাতৃত্ববোধ ও বন্ধন গড়ে উঠেছে। শত মহামারি, যুদ্ধ, সংঘাত, হানাহানির মধ্যেও তা এখনো শেষ হয়ে যায়নি বলেই পৃথিবী আজও বাসযোগ্য। শেষ পর্যন্ত মানুষই সব। তাই মানুষই মানুষের পাশে দাঁড়ায়, সহায়তায় এগিয়ে আসে।
এখন বিশ্বব্যাপী যে করোনা মহামারি, তার চেয়ে কঠিন মৃত্যুযুদ্ধ আর কী হতে পারে! বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে জীবনরক্ষাকারী আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যাপ্ত চিকিৎসাসামগ্রী নেই; সেখানে সরকারের একার পক্ষে বিপুল জনগোষ্ঠীকে নিরাপদ স্বাস্থ্যসেবা দেওয়া আসলেই কঠিন। বাংলাদেশে করোনার আঘাতের প্রথম থেকেই ভেন্টিলেটর, আইসিইউ উপকরণের সংকট ছিল। সময়ের ব্যবধানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খুব যে সহজলভ্য হয়েছে, তা নয়। এখন দেখা যাচ্ছে, হাসপাতালগুলোতে কোনো আইসিইউ খালি নেই। পর্যাপ্ত ভেন্টিলেটর নেই। শ্বাস না নিতে পেরে অসহায়ের মতো নিদারুণ কষ্টে জীবন দিচ্ছে অনেক মানুষ।
সংক্রমণ শুধুই বাড়ছে। পরিস্থিতি আরও ভয়াবহ হলে সামনে কী পরিণতি হবে, তা এখনই বলা যাচ্ছে না। আশঙ্কা করা যায়, তখন চিকিৎসা খাতে আরও করুণ দৃশ্য দেখতে হতে পারে। ঠিক এমন সময়েই একটি স্বস্তির খবর হলো, যুক্তরাষ্ট্রের প্রবাসী কয়েকজন চিকিৎসক বাংলাদেশের জন্য ২৫০টি আইসিইউ ভেন্টিলেটর পাঠিয়েছেন।
ভেন্টিলেটরগুলো এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে। এগুলো পর্যায়ক্রমে এখন দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রখ্যাত কিডনি বিশেষজ্ঞ ও অনাবাসী বাংলাদেশি জিয়াউদ্দিন আহমেদ ভেন্টিলেটরগুলো বাংলাদেশে পাঠানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন। তাঁর সঙ্গে আরও রয়েছেন কয়েকজন বাংলাদেশি চিকিৎসক। বাংলাদেশের গরিব ও দুস্থ করোনা রোগীদের চিকিৎসার জন্য আমেরিকার বাঙালি চিকিৎসকদের গড়া সংগঠন অপশিনি বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় ঢাকায় পাঠানো হয়েছে এসব পোর্টেবল ভেন্টিলেটর।
প্রতিটি ভেন্টিলেটরের দাম ১০ থেকে ১২ লাখ টাকা। দামে যা-ই হোক, এই দুঃসময়ে তাঁরা সুদূর আমেরিকা থেকে দেশের মানুষের টানে সহযোগিতার হাত বাড়িয়েছেন, এ জন্য অবশ্যই তাঁরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। একই সঙ্গে আমাদের দেশেও এ রকম অসংখ্য ধনী মানুষ আছেন, যাঁরা চাইলে একা কিংবা কয়েকজন একসঙ্গে এ রকম আইসিইউ ভেন্টিলেটর দিয়ে মানুষের পাশে এসে দাঁড়াতে পারেন। সরকারের একার পক্ষে সব দিক সামাল দেওয়া সত্যি কঠিন। বিদেশে বসে প্রবাসীরা যদি এমন উদ্যোগ নিতে পারেন, তবে দেশের ভেতরে সরকারের কাছ থেকে নানান সুযোগ-সুবিধা নেওয়া ধনী বা করপোরেট প্রতিষ্ঠানগুলোও এ মহৎ কাজে সরকার ও মানুষের পাশে থাকতে পারবে বলে আমরা বিশ্বাস করি। দুঃসময়েই মায়া, মমতা, ভালোবাসার প্রকাশ বোঝা যায়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর এখনই উপযুক্ত সময়।

মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষণের ঘটনার পর প্রশ্ন ওঠে—দেশের কোথায় আজ নারীরা নিরাপদ? শুধু কি নারী? কোন কারণে কোথায় কে কখন হবেন গণপিটুনির শিকার, কাকে রাস্তায় ধরে কারও দোসর নাম দিয়ে হত্যা করা হবে, তা নিয়ে শঙ্কিত দেশের মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যখন কোথাও...
১১ ঘণ্টা আগে
বছর ঘুরতেই প্রতিবার আলোচনায় আসেন দুজন ভবিষ্যদ্বক্তা। তাঁদের একজন বুলগেরিয়ার রহস্যময় ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা, যাঁর প্রকৃত নাম ভ্যানগেলিয়া প্যানদেভা দিমিত্রোভা। অপরজন ফরাসি ভবিষ্যদ্বক্তা নস্ত্রাদামুস ওরফে মিশেল দ্য নোস্ত্রদাম। এবারও ব্যতিক্রম হয়নি।
১১ ঘণ্টা আগে
প্রায় ২৭ বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ ও নিকোলা মাদুরো পশ্চিমা উদার গণতন্ত্রের স্থানীয় বিকল্প খোঁজার চেষ্টা বাদ দিয়ে পদ্ধতিগতভাবেই কর্তৃত্ববাদের দিকে ঝুঁকে পড়ছিলেন। আর এ পুরো সময়ে তাঁদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে কাজ করে এসেছে দেশটির সামরিক বাহিনী, যার আনুষ্ঠানিক নাম বলিভারিয়ান...
১১ ঘণ্টা আগে
আমাদের ছোটবেলার জগৎটি ছিল বিশ্বাসের আর আস্থার। বিশ্বাস ছিল মা-বাবা, ভাই-বোন আর আত্মীয়স্বজনের ওপর—তা সেই আত্মীয়তা যত দূরেরই হোক না কেন। বিশ্বাস ছিল পাড়াপড়শির ওপরে, মহল্লার বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠদের ওপরে। বিশ্বাস ছিল শিক্ষকদের ওপরে, সংবাদপত্রের ওপরে, চেনা মানুষদের ওপরে। আজ বললে হয়তো বিশ্বাস হবে না যে
২ দিন আগে