সম্পাদকীয়

বাণিজ্য মন্ত্রণালয় ৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পণ্যগুলো হলো চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, সিমেন্ট ও রড। এসব পণ্যের যৌক্তিক দাম কত হওয়া উচিত, তা ঠিক করা হবে আগামী ১৫ দিনের মধ্যে। বাণিজ্য মন্ত্রণালয়ের এই বিলম্বিত বোধোদয়ের জন্য সাধুবাদ জানিয়ে দু-একটা কথা বলা দরকার। আমাদের দেশে বাজারব্যবস্থা একেবারেই নিয়ন্ত্রণহীন। বাজার নিয়ন্ত্রিত হয় একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে। এই সিন্ডিকেটের সঙ্গে সরকারি মহলের আঁতাত থাকে। ফলে এরা দাম বাড়ানোর সময় ক্রেতা বা ভোক্তার স্বার্থের বিষয়টি বিবেচনায় না নিয়ে একধরনের স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে থাকে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের জানিয়েছেন, যে দাম বেঁধে দেওয়া হবে তা মানা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হবে। তিনি আরও বলেছেন, এত দিন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন শুধু ভোজ্যতেল ও চিনির মূল্য নির্ধারণ করে দিত। কিন্তু সম্প্রতি বৈশ্বিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজারে ডলারের দাম বাড়ার সুযোগ নিয়ে এসব পণ্যের মূল্য অতিমাত্রায় বৃদ্ধি করা হয়েছে, যা হওয়া উচিত ছিল না। বিষয়গুলো বাণিজ্য মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃত অর্থে যথার্থ দাম নিশ্চিত করার মধ্য দিয়ে বাজারে স্থিতিশীলতা তৈরি করা যায়নি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনসহ মাঠপর্যায়ের দায়িত্বে থাকা সব সংস্থাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কোনো ব্যবসায়ী কোনো পণ্যে কারসাজি করলে কিংবা অযৌক্তিক দাম রাখলেই মামলা দিতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা যেন শুধু জরিমানার মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
আমরা সরকারের এই পদক্ষেপকে ইতিবাচকভাবেই দেখতে চাই। তবে সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিতে চাই, এই ঘোষণা যেন যথাযথভাবে বাস্তবায়ন করা হয়। আমাদের দেশে অনেক অনেক সিদ্ধান্ত হয়, এমনকি অনেক বিষয়ে অনেক আইনও আছে। কিন্তু মাঠপর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দেয় সমস্যা। সিদ্ধান্ত থাকে কাগজে-কলমে। আইনের যথাযথ প্রয়োগও বিরল। ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ বলে একটি কথা চালু আছে। অধিকাংশ সরকারি সিদ্ধান্ত কিংবা আইন বাস্তবায়নের বিষয়টি উপেক্ষিত থাকায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহের বদলে হতাশা দেখা দেয়।
জিনিসপত্রের দাম লাগাম ছাড়া বাড়লে সংখ্যাগরিষ্ঠ মানুষেরই কষ্ট হয়। কারণ, তাদের আয় সীমিত এবং নির্ধারিত। সব সক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করতে পারেনি। যাঁরা কর্মহীন বা নির্ভরশীল, তাঁদের খাওয়া-পরার ব্যবস্থা তো সরকার করতে পারেনি। তাই সরকারের উচিত, বেপরোয়া দাম বাড়িয়ে সাধারণ মানুষের গলা কাটার যে ব্যবসা আমাদের দেশে চলছে, সেখানে একটু লাগাম টেনে ধরা। আমাদের দেশে উৎপাদিত কিংবা আমদানি করা পণ্যের দাম নির্ধারণে একটি যৌক্তিক নিয়ম বা পদ্ধতি অনুসরণে সংশ্লিষ্টদের বাধ্য করার সরকারি সদিচ্ছার প্রতিফলন মানুষ দেখতে চায়। ঠুনকো অজুহাতে দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ বাড়ানোর খেলা শেষ হোক।

বাণিজ্য মন্ত্রণালয় ৯টি পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পণ্যগুলো হলো চাল, আটা, ময়দা, ভোজ্যতেল, চিনি, মসুর ডাল, সিমেন্ট ও রড। এসব পণ্যের যৌক্তিক দাম কত হওয়া উচিত, তা ঠিক করা হবে আগামী ১৫ দিনের মধ্যে। বাণিজ্য মন্ত্রণালয়ের এই বিলম্বিত বোধোদয়ের জন্য সাধুবাদ জানিয়ে দু-একটা কথা বলা দরকার। আমাদের দেশে বাজারব্যবস্থা একেবারেই নিয়ন্ত্রণহীন। বাজার নিয়ন্ত্রিত হয় একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে। এই সিন্ডিকেটের সঙ্গে সরকারি মহলের আঁতাত থাকে। ফলে এরা দাম বাড়ানোর সময় ক্রেতা বা ভোক্তার স্বার্থের বিষয়টি বিবেচনায় না নিয়ে একধরনের স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে থাকে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের জানিয়েছেন, যে দাম বেঁধে দেওয়া হবে তা মানা না হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হবে। তিনি আরও বলেছেন, এত দিন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন শুধু ভোজ্যতেল ও চিনির মূল্য নির্ধারণ করে দিত। কিন্তু সম্প্রতি বৈশ্বিক অস্থিতিশীলতা ও অভ্যন্তরীণ বাজারে ডলারের দাম বাড়ার সুযোগ নিয়ে এসব পণ্যের মূল্য অতিমাত্রায় বৃদ্ধি করা হয়েছে, যা হওয়া উচিত ছিল না। বিষয়গুলো বাণিজ্য মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃত অর্থে যথার্থ দাম নিশ্চিত করার মধ্য দিয়ে বাজারে স্থিতিশীলতা তৈরি করা যায়নি।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনসহ মাঠপর্যায়ের দায়িত্বে থাকা সব সংস্থাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কোনো ব্যবসায়ী কোনো পণ্যে কারসাজি করলে কিংবা অযৌক্তিক দাম রাখলেই মামলা দিতে হবে, শাস্তিমূলক ব্যবস্থা যেন শুধু জরিমানার মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
আমরা সরকারের এই পদক্ষেপকে ইতিবাচকভাবেই দেখতে চাই। তবে সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিতে চাই, এই ঘোষণা যেন যথাযথভাবে বাস্তবায়ন করা হয়। আমাদের দেশে অনেক অনেক সিদ্ধান্ত হয়, এমনকি অনেক বিষয়ে অনেক আইনও আছে। কিন্তু মাঠপর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দেয় সমস্যা। সিদ্ধান্ত থাকে কাগজে-কলমে। আইনের যথাযথ প্রয়োগও বিরল। ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’ বলে একটি কথা চালু আছে। অধিকাংশ সরকারি সিদ্ধান্ত কিংবা আইন বাস্তবায়নের বিষয়টি উপেক্ষিত থাকায় সাধারণ মানুষের মধ্যে উৎসাহের বদলে হতাশা দেখা দেয়।
জিনিসপত্রের দাম লাগাম ছাড়া বাড়লে সংখ্যাগরিষ্ঠ মানুষেরই কষ্ট হয়। কারণ, তাদের আয় সীমিত এবং নির্ধারিত। সব সক্ষম মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করতে পারেনি। যাঁরা কর্মহীন বা নির্ভরশীল, তাঁদের খাওয়া-পরার ব্যবস্থা তো সরকার করতে পারেনি। তাই সরকারের উচিত, বেপরোয়া দাম বাড়িয়ে সাধারণ মানুষের গলা কাটার যে ব্যবসা আমাদের দেশে চলছে, সেখানে একটু লাগাম টেনে ধরা। আমাদের দেশে উৎপাদিত কিংবা আমদানি করা পণ্যের দাম নির্ধারণে একটি যৌক্তিক নিয়ম বা পদ্ধতি অনুসরণে সংশ্লিষ্টদের বাধ্য করার সরকারি সদিচ্ছার প্রতিফলন মানুষ দেখতে চায়। ঠুনকো অজুহাতে দাম বাড়িয়ে মানুষের দুর্ভোগ বাড়ানোর খেলা শেষ হোক।

‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’ প্রবাদটিই যেন সত্যে প্রমাণিত হতে চলেছে খুলনা নগরের উপকণ্ঠে রূপসা সেতুর নিকটবর্তী মাথাভাঙ্গা মৌজার ৩২টি দরিদ্র ও শ্রমজীবী পরিবারের মানুষের কাছে। কারণ, এখানে বসবাসরত পরিবারগুলোর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। জায়গাটি একসময় বিরান ভূমি ছিল।
৬ ঘণ্টা আগে
নির্বাচনের আমেজে ভাসছে দেশ। তারপরও কেমন যেন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। কী হবে সামনে, তা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তকও নির্দ্বিধায় কোনো মন্তব্য করতে পারবেন বলে মনে হয় না। নির্বাচন কি সেই হতাশাজনক পরিস্থিতিকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে?
৬ ঘণ্টা আগে
জানুয়ারি মাস চলছে নতুন বছরের। আর ২৭ দিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের দাবি, এই নির্বাচন হবে ইতিহাসের অন্যতম একটা গ্রহণযোগ্য নির্বাচন। সুষ্ঠু তো বটেই। তাদের আরও দাবি হলো, বিগত ১৭ বছরে যা হয়নি এক বছর কয়েক মাসে সেটা করে দেখিয়েছে অন্তর্বর্তী সরকার।
৭ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষণের ঘটনার পর প্রশ্ন ওঠে—দেশের কোথায় আজ নারীরা নিরাপদ? শুধু কি নারী? কোন কারণে কোথায় কে কখন হবেন গণপিটুনির শিকার, কাকে রাস্তায় ধরে কারও দোসর নাম দিয়ে হত্যা করা হবে, তা নিয়ে শঙ্কিত দেশের মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যখন কোথাও...
১ দিন আগে