ফারহানা মিলি

সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতির গুরুত্ব বুঝে অবশ্যই। কিন্তু সরকারেরই একাংশের তরফ থেকে করোনা-বিজয়ের মেসেজ যাওয়ায় ‘ভুল’ আনন্দে বিভোর জনগণের বড় অংশ যখন মাস্ক ছেড়ে খুল্লামখুল্লা চলতে শুরু করেছিলেন, তখনই হঠাৎ ‘ধামাকা’ এটা। কিন্তু লকডাউন বা সাধারণ ছুটি, গত বছরের সেটি এবং এ-বছরের এটি, দুটোর ক্ষেত্রেই সমন্বয়হীনতা প্রকট দেখছি। আর এর ফলে জনদুর্ভোগ আবারও চরমে।
কদিন আগেই গণপরিবহনের ভাড়া হুট করে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ আসন নিয়ে যানবাহন চালানোর আদেশ দেওয়া হলো। ঢাকায় সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত, মার্কেট খোলা থাকার পর— নানা ধরনের কার্যক্রম পুরোদমে চালু রাখার সময় কীভাবে এমন আদেশ এলো কে জানে!
সেই সঙ্গেই বন্ধ করে দেওয়া হলো রাইড-শেয়ারিং মোটর সাইকেল সার্ভিস। প্রায় দুই কোটি জনসংখ্যার এই শহরে কোভিড-উনিশের প্রথম ধাক্কায় কিছু মানুষ স্থায়ীভাবেই হয়তো ঢাকা ছেড়েছেন। কিন্তু বিপুলসংখ্যক ফিরেও এসেছেন। রুটি-রুজির চিন্তায় এত মানুষের রোজকার চলাফেরার কী হাল হতে পারে তাতে, সেটা ভেবে সিদ্ধান্ত আসেনি তা বোঝাই যায়।
লকডাউন শুরু হবে বলে জরুরি কেনাকাটার জন্য ৪ এপ্রিল বাসার কাছের এক শপিং মলে যেতে হয়েছিল। বিভ্রান্ত দিশেহারা দোকানিরা যখন জানতে চাইছিলেন, ‘নববর্ষ আর ঈদেই তো সব কেনাবেচা, কী হবে আমাদের? সরকারের সিদ্ধান্ত মেনেই নাগরিকদের চলতে হবে। কিন্তু বইমেলা কেন খোলা রইল তবে’?
সাধারণ ব্যবসায়ী ও দোকানদারদের এই অসহায়ত্বের কী জবাব জানি না। মার্কেট বা শপিংমলেই বিক্রি হয় মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস। সব বন্ধের এই সময়ে বইমেলা খোলা রাখার সিদ্ধান্ত জনগণের মধ্যে বিভ্রান্তি, ক্ষোভ ও অবিশ্বাস তৈরি করতে যথেষ্ট বলে মনে করি। সরকারি প্রজ্ঞাপনে বলে দেওয়া হলো, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো জরুরি লোকবল দিয়ে চালাতে হবে। তা-ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো নিজস্ব ব্যবস্থাপনায় তাদের অফিসে আনা-নেওয়া। কিন্তু ৫ এপ্রিল সকাল থেকেই শুনতে পাচ্ছি স্বজন-পরিচিত সব মহলের অফিসযাত্রীদের চরম ভোগান্তির খবর। পত্রপত্রিকার খবরও তাই।
অফিসগুলো সরকারের নির্দেশনার কোনোটিই মানবে কিনা সন্দেহ। লোকবল কমিয়ে, তাদেরকেও নিজ দায়িত্বে অফিসে আনা-নেওয়ার নির্দেশনা অফিসগুলো অনুসরণ না করলে কী ব্যবস্থা? আমরা হয়তো ভুলেই যাই যে, এই নগরের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে একটি বৃহৎ সাধারণ শ্রমজীবী ও নিম্ন-আয়ের নিম্ন-পেশাজীবী মানুষ। তারা সব হিসাব-নিকাশেই ব্রাত্য। কেবল পেটে-ভাতে চলতে পারার মতো আয় করতে পারেন বলেই এই নগরের বুকে তাদের ঠাঁই নেওয়া। কিন্তু সেজন্যই এই নগরের এত জৌলুসও জারি থাকে। চারপাশে কান পাতলে শুনতে পাচ্ছি কত-কতজন নিজেরাই কোভিড-আক্রান্ত; কারও-বা স্বজন-বন্ধু-প্রতিবেশির আক্রান্ত হবার ও মৃত্যুর খবর। গত বছর এটা ছিল অভূতপূর্ব পরিস্থিতি। সেখান থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ঢেউ আসার আগেই ঢাল-তলোয়ার নিয়ে তৈরি থাকা উচিত ছিল। বিশেষত পৃথিবীর সবচেয়ে ঘনবসতির এই দেশে।
সেটি হলো না বলে আবারও অনিশ্চয়তা, হতাশা, অবিশ্বাসের সঙ্গে মৃত্যু-আতঙ্কের দোলাচলে মানুষ।

সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পরিস্থিতির গুরুত্ব বুঝে অবশ্যই। কিন্তু সরকারেরই একাংশের তরফ থেকে করোনা-বিজয়ের মেসেজ যাওয়ায় ‘ভুল’ আনন্দে বিভোর জনগণের বড় অংশ যখন মাস্ক ছেড়ে খুল্লামখুল্লা চলতে শুরু করেছিলেন, তখনই হঠাৎ ‘ধামাকা’ এটা। কিন্তু লকডাউন বা সাধারণ ছুটি, গত বছরের সেটি এবং এ-বছরের এটি, দুটোর ক্ষেত্রেই সমন্বয়হীনতা প্রকট দেখছি। আর এর ফলে জনদুর্ভোগ আবারও চরমে।
কদিন আগেই গণপরিবহনের ভাড়া হুট করে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ আসন নিয়ে যানবাহন চালানোর আদেশ দেওয়া হলো। ঢাকায় সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আদালত, মার্কেট খোলা থাকার পর— নানা ধরনের কার্যক্রম পুরোদমে চালু রাখার সময় কীভাবে এমন আদেশ এলো কে জানে!
সেই সঙ্গেই বন্ধ করে দেওয়া হলো রাইড-শেয়ারিং মোটর সাইকেল সার্ভিস। প্রায় দুই কোটি জনসংখ্যার এই শহরে কোভিড-উনিশের প্রথম ধাক্কায় কিছু মানুষ স্থায়ীভাবেই হয়তো ঢাকা ছেড়েছেন। কিন্তু বিপুলসংখ্যক ফিরেও এসেছেন। রুটি-রুজির চিন্তায় এত মানুষের রোজকার চলাফেরার কী হাল হতে পারে তাতে, সেটা ভেবে সিদ্ধান্ত আসেনি তা বোঝাই যায়।
লকডাউন শুরু হবে বলে জরুরি কেনাকাটার জন্য ৪ এপ্রিল বাসার কাছের এক শপিং মলে যেতে হয়েছিল। বিভ্রান্ত দিশেহারা দোকানিরা যখন জানতে চাইছিলেন, ‘নববর্ষ আর ঈদেই তো সব কেনাবেচা, কী হবে আমাদের? সরকারের সিদ্ধান্ত মেনেই নাগরিকদের চলতে হবে। কিন্তু বইমেলা কেন খোলা রইল তবে’?
সাধারণ ব্যবসায়ী ও দোকানদারদের এই অসহায়ত্বের কী জবাব জানি না। মার্কেট বা শপিংমলেই বিক্রি হয় মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিস। সব বন্ধের এই সময়ে বইমেলা খোলা রাখার সিদ্ধান্ত জনগণের মধ্যে বিভ্রান্তি, ক্ষোভ ও অবিশ্বাস তৈরি করতে যথেষ্ট বলে মনে করি। সরকারি প্রজ্ঞাপনে বলে দেওয়া হলো, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো জরুরি লোকবল দিয়ে চালাতে হবে। তা-ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো নিজস্ব ব্যবস্থাপনায় তাদের অফিসে আনা-নেওয়া। কিন্তু ৫ এপ্রিল সকাল থেকেই শুনতে পাচ্ছি স্বজন-পরিচিত সব মহলের অফিসযাত্রীদের চরম ভোগান্তির খবর। পত্রপত্রিকার খবরও তাই।
অফিসগুলো সরকারের নির্দেশনার কোনোটিই মানবে কিনা সন্দেহ। লোকবল কমিয়ে, তাদেরকেও নিজ দায়িত্বে অফিসে আনা-নেওয়ার নির্দেশনা অফিসগুলো অনুসরণ না করলে কী ব্যবস্থা? আমরা হয়তো ভুলেই যাই যে, এই নগরের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে একটি বৃহৎ সাধারণ শ্রমজীবী ও নিম্ন-আয়ের নিম্ন-পেশাজীবী মানুষ। তারা সব হিসাব-নিকাশেই ব্রাত্য। কেবল পেটে-ভাতে চলতে পারার মতো আয় করতে পারেন বলেই এই নগরের বুকে তাদের ঠাঁই নেওয়া। কিন্তু সেজন্যই এই নগরের এত জৌলুসও জারি থাকে। চারপাশে কান পাতলে শুনতে পাচ্ছি কত-কতজন নিজেরাই কোভিড-আক্রান্ত; কারও-বা স্বজন-বন্ধু-প্রতিবেশির আক্রান্ত হবার ও মৃত্যুর খবর। গত বছর এটা ছিল অভূতপূর্ব পরিস্থিতি। সেখান থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় ঢেউ আসার আগেই ঢাল-তলোয়ার নিয়ে তৈরি থাকা উচিত ছিল। বিশেষত পৃথিবীর সবচেয়ে ঘনবসতির এই দেশে।
সেটি হলো না বলে আবারও অনিশ্চয়তা, হতাশা, অবিশ্বাসের সঙ্গে মৃত্যু-আতঙ্কের দোলাচলে মানুষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের পালে হাওয়া লাগা যাকে বোঝায়, সে রকম কোনো কিছু এখনো সাধারণ জনপরিসরে দেখা যাচ্ছে না। এবারই একসঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে একই দিনে। কিন্তু মানুষকে এখন পর্যন্ত নির্বাচনমুখী হতে দেখা যাচ্ছে না।
১ দিন আগে
বর্তমান সময়ে চাকরি হলো সোনার হরিণ। যে হরিণের পেছনে ছুটছে হাজার হাজার তরুণ-তরুণী। যেকোনো ধরনের চাকরি পেতে কারও প্রচেষ্টার যেন কোনো কমতি নেই। বিশেষ করে আমাদের দেশে সরকারি চাকরির বাজারে এখন প্রতিযোগিতার অভাব নেই।
১ দিন আগে
সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘদিন ধরে গণতন্ত্রপ্রত্যাশী জনগণের কাছে এই নির্বাচনটি নিঃসন্দেহে অত্যন্ত কাঙ্ক্ষিত। কারণ, এক যুগের বেশি সময় ধরে দেশে যে নির্বাচনী বাস্তবতা গড়ে উঠেছিল, তা ছিল প্রশ্নবিদ্ধ, অংশগ্রহণহীন এবং বিতর্কে ভরপুর।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসছে দ্রুত। দেশের নাগরিকেরা যেমন অধীর আগ্রহে দিনটির অপেক্ষা করছেন, তেমনি করছেন প্রবাসীরাও। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ সংসদীয় আসনে আগামী নির্বাচনের জন্য মোট ১৫ লাখ ২৭ হাজার ১৫৫ জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদন দেওয়া হয়েছে।
১ দিন আগে