নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশের’ ঘোষণা দেওয়া হবে বলে জানান জাবের। তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ করব। সেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। সমাবেশ থেকে একটাই বার্তা দেব—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে যারা যাবে, তারা কোনো দিন দেশের মাটিতে আশ্রয় পাবে না। দেশের মাটিতে তাদের জানাজা পর্যন্ত হবে না।’
সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে উল্লেখ করে জাবের বলেন, ‘সমাবেশে অংশ নেওয়ার জন্য অনুরোধ করতে আমরা সব রাজনৈতিক দলের কাছে যাব। সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কী চায়, সেটি নিশ্চিত হয়ে যাব। এরপর আমরা ৩০০ আসনে ইনসাফের জন্য ছড়িয়ে–ছিটিয়ে যাব। আমরা কোনো বিএনপি, জামায়াত, এনসিপি, চরমোনাই চিনি না, আমরা শুধু চিনি ইনসাফ।’
বিক্ষোভ সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘প্রতি পদে পদে প্রশাসনের পক্ষ থেকে আমাদের অসহযোগিতা করা হচ্ছে। যখনই রাষ্ট্রের যাদেরই বলতে যাই, বলে, এটা আমার দায়িত্ব না, এটা অমুকের দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললে আইনজীবীকে দেখায়া দেয়। আইন উপদেষ্টাকে বললে আদালত দেখায়া দেয়।’
নাম উল্লেখ না করে অন্তর্বর্তী সরকারে থাকা বিভিন্ন ব্যক্তিকে সতর্ক করে জাবের বলেন, ‘ক্ষমতার আছে আর সর্বোচ্চ ৩০ দিন। এরপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরা লাগবে। এরপর তো প্রত্যেককে নিজ জায়গাগুলোতে ফেরা লাগবে। জনগণ তখন জুতা দিয়া পিটাবে।’
অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের এ নেতা বলেন, ‘ডিবি অফিস থেকে বলা হয়েছে, যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়, সেদিন পাঁচটি টিম ছিল। তাহলে চার্জশিটে শুধু যারা গুলি করেছে, তাদের নাম কেন? বাকি টিমগুলো কোথায়? আমরা জানতে চাই।’

আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ‘হাদি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।
এর আগে জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। সেখান থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
এক সপ্তাহের মধ্যে ‘হাদি সমাবেশের’ ঘোষণা দেওয়া হবে বলে জানান জাবের। তিনি বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে হাদি সমাবেশ করব। সেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। তারিখ ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। সমাবেশ থেকে একটাই বার্তা দেব—দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে যারা যাবে, তারা কোনো দিন দেশের মাটিতে আশ্রয় পাবে না। দেশের মাটিতে তাদের জানাজা পর্যন্ত হবে না।’
সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হবে উল্লেখ করে জাবের বলেন, ‘সমাবেশে অংশ নেওয়ার জন্য অনুরোধ করতে আমরা সব রাজনৈতিক দলের কাছে যাব। সমাবেশের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো কী চায়, সেটি নিশ্চিত হয়ে যাব। এরপর আমরা ৩০০ আসনে ইনসাফের জন্য ছড়িয়ে–ছিটিয়ে যাব। আমরা কোনো বিএনপি, জামায়াত, এনসিপি, চরমোনাই চিনি না, আমরা শুধু চিনি ইনসাফ।’
বিক্ষোভ সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ করে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘প্রতি পদে পদে প্রশাসনের পক্ষ থেকে আমাদের অসহযোগিতা করা হচ্ছে। যখনই রাষ্ট্রের যাদেরই বলতে যাই, বলে, এটা আমার দায়িত্ব না, এটা অমুকের দায়িত্ব। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বললে আইনজীবীকে দেখায়া দেয়। আইন উপদেষ্টাকে বললে আদালত দেখায়া দেয়।’
নাম উল্লেখ না করে অন্তর্বর্তী সরকারে থাকা বিভিন্ন ব্যক্তিকে সতর্ক করে জাবের বলেন, ‘ক্ষমতার আছে আর সর্বোচ্চ ৩০ দিন। এরপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরা লাগবে। এরপর তো প্রত্যেককে নিজ জায়গাগুলোতে ফেরা লাগবে। জনগণ তখন জুতা দিয়া পিটাবে।’
অভিযোগপত্রের বিষয়ে ইনকিলাব মঞ্চের এ নেতা বলেন, ‘ডিবি অফিস থেকে বলা হয়েছে, যেদিন শহীদ ওসমান হাদিকে গুলি করা হয়, সেদিন পাঁচটি টিম ছিল। তাহলে চার্জশিটে শুধু যারা গুলি করেছে, তাদের নাম কেন? বাকি টিমগুলো কোথায়? আমরা জানতে চাই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ শুক্রবার প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ১৮ জন। নির্বাচন কমিশনে (ইসি) আজ মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তাঁরা প্রার্থিতা ফেরত পান। একই সঙ্গে যশোর-২ আসনে বিএনপির প্রার্থী মোছা. সাবিরা সুলতানাসহ চারজনের প্রার্থিতা বহাল রেখেছে ইসি।
৮ ঘণ্টা আগে
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে।’
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এমন ৯৪৭টি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুত এসব শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে কোন কোন বিদ্যালয় মেরামত হবে, কোন
১০ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও ২ আসনের নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারিতেই ভোট হবে, তবে অন্যান্য বিষয়ের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে