Ajker Patrika

নয় বছর পর বাংলাদেশ বিমানকে স্বাগত জানালেন ইতালিপ্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নয় বছর পর বাংলাদেশ বিমানকে স্বাগত জানালেন ইতালিপ্রবাসীরা

রোম–ঢাকা–রোম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আবার চলাচল শুরু করেছে। আজ বুধবার ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসলাম বিমানবন্দরে ঢাকা থেকে আগত কর্মকর্তাদের স্বাগত জানান। 

রোম ফিউমিসিনো এয়ারপোর্ট এয়ারসাইডের গেটে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিতা এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে বিমানের এই রুটে ফের ফ্লাইট উদ্বোধন করা হয়। 

উদ্বোধন অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোক্কামেল হোসেন। 

উপস্থিত ছিলেন—ইতালির চিফ অ্যাভিয়েশন অফিসার ইভান বাসসাতো, বিমানের জিএস ডিস্টালের ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজিয়ানো, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অতিরিক্ত সচিব শফিউল আজিম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। 

এ সময় সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলসহ বিমান কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ থেকে সাংবাদিক ও অতিথিদের নিয়ে স্থানীয় সময় ঠিক সকাল ৯টায় রোমের আন্তর্জাতিক বিমান বন্দর লিওনার্দো দ্য ভিঞ্চিতে অবতরণ করে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। রোম থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বিমান। প্রথম ফ্লাইটে ১১টি বিজনেস ক্লাস এবং ২৪৩টি ইকোনমিক ক্লাসে যাত্রীসহ পূর্ণ হয় বিমানটি। 

সকাল ৬টা থেকেই রোম বিমানবন্দরে বাংলাদেশে গমনেচ্ছু যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

এলাকার খবর
Loading...