
জার্মানির মিউনিখে চলমান মিউনিখ সিকিউরিটি কনফারেন্স বা নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানানো হয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে।
আজ শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার কিংবা আগামীকাল রোববার (পশ্চিমা বিশ্বের প্রচলিত সপ্তাহান্তে) ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানানো হয়েছে নিক্কেইয়ের প্রতিবেদনে।
জাপানি সংবাদমাধ্যমটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে উদ্ধৃত করে জানিয়েছে, শেখ হাসিনা ও জেলেনস্কির বৈঠকের ফলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রভাবিত হবে না। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় রাশিয়ার সহযোগিতার কথা ইঙ্গিত করে বলেন, ‘রাশিয়া আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং আমাদের এই বন্ধুত্বের শুরু স্বাধীনতাযুদ্ধের সময় থেকেই।’
এদিকে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেনমার্ক ও কাতারের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন। মিউনিখের হোটেল বেইরিশার হফে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেসিউসের সঙ্গেও বৈঠক করেন।
এর আগে গতকাল সকালে, উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

জার্মানির মিউনিখে চলমান মিউনিখ সিকিউরিটি কনফারেন্স বা নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই জানানো হয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে।
আজ শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার কিংবা আগামীকাল রোববার (পশ্চিমা বিশ্বের প্রচলিত সপ্তাহান্তে) ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন শেখ হাসিনা। তাঁর সঙ্গে থাকতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন বলে জানানো হয়েছে নিক্কেইয়ের প্রতিবেদনে।
জাপানি সংবাদমাধ্যমটি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে উদ্ধৃত করে জানিয়েছে, শেখ হাসিনা ও জেলেনস্কির বৈঠকের ফলে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রভাবিত হবে না। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় রাশিয়ার সহযোগিতার কথা ইঙ্গিত করে বলেন, ‘রাশিয়া আমাদের খুবই ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র এবং আমাদের এই বন্ধুত্বের শুরু স্বাধীনতাযুদ্ধের সময় থেকেই।’
এদিকে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ডেনমার্ক ও কাতারের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেছেন। মিউনিখের হোটেল বেইরিশার হফে শেখ হাসিনা ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফ্রেডেরিকসেন এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল রহমান আল-থানির সঙ্গে বৈঠক করেন।
এ ছাড়া প্রধানমন্ত্রী মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যের উপপ্রধানমন্ত্রী স্যার নিক ক্লেগ এবং বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড পার্টনারশিপের সিনিয়র ম্যানেজিং ডিরেক্টর অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম ঘেব্রেসিউসের সঙ্গেও বৈঠক করেন।
এর আগে গতকাল সকালে, উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তাঁরা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১২ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৪ ঘণ্টা আগে